ETV Bharat / state

TMC Shahid Diwas 2023: শাড়ি পরবেন শ্রীতমা-পায়েল, তৃণা সাজবেন ক্যাজুয়াল কটন সালোয়ারে - Shahid Diwas in kolkata

শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য, তৃণা সাহা, কৌশানি মুখোপাধ্যায়, লাভলি মৈত্র, পায়েল -সহ বিনোদন দুনিয়ার আরও অনেক তারকা ৷

Etv Bharat
শহিদ দিবস
author img

By

Published : Jul 21, 2023, 7:25 AM IST

Updated : Jul 21, 2023, 7:55 AM IST

কলকাতা, 21 জুলাই: আর মাত্র কয়েক ঘণ্টা । আর তারপরই পালিত হবে তৃণমূলের 'শহিদ দিবস'। যদিও এবার দিনটি পালিত হবে 'শ্রদ্ধা দিবস' হিসেবে। বৃহস্পতিবার বিকেল থেকেই ধর্মতলা চত্বরে ছিল সাজো সাজো রব ৷ অন্য দিনের থেকে যেন আরও খানিকটা বেশি জমজমাট ছিল ধর্মতলা । মঞ্চ থেকে শুরু করে অন্য সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে এসেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রাজ্যের শাসক শিবিরের সঙ্গে বহু তারকাই জড়িয়ে আছেন। সাংসদ-বিধায়কের মতো পদেও তারকাদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয় তৃণমূল। টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী এই দলের সদস্য ৷ সুদেষ্ণা রায়, ইন্দ্রাণী হালদার, জুন মালিয়া থেকে শুরু করে নুসরত জাহান, মিমি চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য, তৃণা সাহা, কৌশানি মুখোপাধ্যায়, লাভলি মৈত্র, পায়েল ও দেব- তালিকাটা বেশ লম্বা। বিনোদন দুনিয়ার মানুষ হওয়ায় সাজগোজ থেকে শুরু করে অবাক করে দেওয়া স্টাইল স্টেটমেন্ট এঁদের নিত্যসঙ্গী । 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই সকল অভিনেতা- অভিনেত্রীদেরও দেখতে ভিড় করে আমজনতা৷

এই বিশেষ দিনে কোন তারকা কী রকম পোশাক পরবেন তাঁরা ইঙ্গিত দিলেন ইটিভি ভারতের প্রতিনিধিদের কাছে ৷ তৃণা সাহা বলেন, "আমি ক্যাজুয়াল কটন সালোয়ার পরেই এবার শহিদ দিবসে আমি ধর্মতলায় যাব। এখন অসম্ভব গরম। তাছাড়া যখন-তখন বৃষ্টি চলে আসছে । বৃষ্টি থামলেই আবার মারাত্মক গরম লাগছে । তাই নিজেকে হালকা রাখা জরুরি।" অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য জানান, তিনি যে কোনও অনুষ্ঠানে শাড়ি পরেন । আর এই ক্ষেত্রেও তাই পরবেন । এমনিতে তিনি সাদা ভালোবাসেন। এবার অন্য কিছু পরার ইচ্ছা আছে । তবে আর যাই হোক, লাল শাড়ি পরবেন না ৷

আরও পড়ুন: 21 জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ

দলীয় সদস্যা তথা অভিনেত্রী পায়েল দেব বলেন, " যে কোনও অনুষ্ঠানে আমিও শাড়িই পরি । দিনটা যেহেতু শহিদ দিবস, তাই শাড়ির বিকল্প কিছু হতে পারে না। দিনটার গুরুত্ব বুঝে, শালীনতা বজায় রেখেই পোশাক পরা উচিত। আমরা সবাই সেটাই করি । এদিন একটা সিফন শাড়ি পরে মঞ্চে উঠলে চলবে না । এবার আমি কটন বেসড গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশনের একটা শাড়ি পরব।"

আরও পড়ুন: বিজেপির কর্মসূচি আটকাতে বিডিও অফিস গুলিতে জারি 144 ধারা

কলকাতা, 21 জুলাই: আর মাত্র কয়েক ঘণ্টা । আর তারপরই পালিত হবে তৃণমূলের 'শহিদ দিবস'। যদিও এবার দিনটি পালিত হবে 'শ্রদ্ধা দিবস' হিসেবে। বৃহস্পতিবার বিকেল থেকেই ধর্মতলা চত্বরে ছিল সাজো সাজো রব ৷ অন্য দিনের থেকে যেন আরও খানিকটা বেশি জমজমাট ছিল ধর্মতলা । মঞ্চ থেকে শুরু করে অন্য সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে এসেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রাজ্যের শাসক শিবিরের সঙ্গে বহু তারকাই জড়িয়ে আছেন। সাংসদ-বিধায়কের মতো পদেও তারকাদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয় তৃণমূল। টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী এই দলের সদস্য ৷ সুদেষ্ণা রায়, ইন্দ্রাণী হালদার, জুন মালিয়া থেকে শুরু করে নুসরত জাহান, মিমি চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য, তৃণা সাহা, কৌশানি মুখোপাধ্যায়, লাভলি মৈত্র, পায়েল ও দেব- তালিকাটা বেশ লম্বা। বিনোদন দুনিয়ার মানুষ হওয়ায় সাজগোজ থেকে শুরু করে অবাক করে দেওয়া স্টাইল স্টেটমেন্ট এঁদের নিত্যসঙ্গী । 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই সকল অভিনেতা- অভিনেত্রীদেরও দেখতে ভিড় করে আমজনতা৷

এই বিশেষ দিনে কোন তারকা কী রকম পোশাক পরবেন তাঁরা ইঙ্গিত দিলেন ইটিভি ভারতের প্রতিনিধিদের কাছে ৷ তৃণা সাহা বলেন, "আমি ক্যাজুয়াল কটন সালোয়ার পরেই এবার শহিদ দিবসে আমি ধর্মতলায় যাব। এখন অসম্ভব গরম। তাছাড়া যখন-তখন বৃষ্টি চলে আসছে । বৃষ্টি থামলেই আবার মারাত্মক গরম লাগছে । তাই নিজেকে হালকা রাখা জরুরি।" অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য জানান, তিনি যে কোনও অনুষ্ঠানে শাড়ি পরেন । আর এই ক্ষেত্রেও তাই পরবেন । এমনিতে তিনি সাদা ভালোবাসেন। এবার অন্য কিছু পরার ইচ্ছা আছে । তবে আর যাই হোক, লাল শাড়ি পরবেন না ৷

আরও পড়ুন: 21 জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ

দলীয় সদস্যা তথা অভিনেত্রী পায়েল দেব বলেন, " যে কোনও অনুষ্ঠানে আমিও শাড়িই পরি । দিনটা যেহেতু শহিদ দিবস, তাই শাড়ির বিকল্প কিছু হতে পারে না। দিনটার গুরুত্ব বুঝে, শালীনতা বজায় রেখেই পোশাক পরা উচিত। আমরা সবাই সেটাই করি । এদিন একটা সিফন শাড়ি পরে মঞ্চে উঠলে চলবে না । এবার আমি কটন বেসড গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশনের একটা শাড়ি পরব।"

আরও পড়ুন: বিজেপির কর্মসূচি আটকাতে বিডিও অফিস গুলিতে জারি 144 ধারা

Last Updated : Jul 21, 2023, 7:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.