কলকাতা, 29 জুলাই : খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্ন ঘেরাও করতে চলেছেন কোরোনায় আক্রান্তদের পরিবারের সদস্যরা । এই হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান । সরকারি হাসপাতালগুলোতে কোরোনা রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে তাঁর অভিযোগ ।
আবদুল মান্নান বলেন, অসহায় মানুষ ঘটি-বাটি বিক্রি করে লাখ লাখ টাকা ব্যয় করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছে । কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন বিনা খরচে সরকারি হাসপাতালে কোরোনার চিকিৎসা করা যাবে । অথচ সরকারি হাসপাতলে কোরোনার যথেষ্ট চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না ।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আপনি প্রস্তুত হন । চিকিৎসা না পেয়ে আপনার বাড়ি এবং নবান্ন ঘেরাও করবে অসহায় মানুষ । মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন । আপনার উপর আস্থা রাখতে যে রোগী চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভরতি হতে ব্যর্থ হচ্ছেন, তাঁরা নবান্নে আপনার কাছে গিয়ে উপস্থিত হবেন ।”
অগাস্ট মাসে লকডাউনের দিনের তালিকা একাধিকবার সংশোধন করতে হয়েছে । তার জন্য মুখ্যমন্ত্রীকে আজ দিশাহীন বলে কটাক্ষ করেন তিনি । বলেন, কোরোনার মত অতি মহামারিকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করার নামে মুখ্যমন্ত্রী দিশেহারা কার্যকলাপ করছেন । মুখ্যমন্ত্রীর এই কাণ্ডজ্ঞানহীনতায় তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ । মুখ্যমন্ত্রীর দিশাহীন অবস্থা হাস্যকর জায়গায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি ।