কলকাতা, 4 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে এসে পৌঁছলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিহত প্রথম বর্ষের ছাত্রের বাবা এবং মা। সোমবার বিকাল চারটে নাগাদ তাদের নবান্নে আসার কথা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাক্ষাতের জন্য সময়ও দিয়েছিলেন। সেই মতো এদিন চারটে পাঁচ মিনিট নাগাদ নবান্নে এসে পৌঁছন যাদবপুরে নিহত প্রথম বর্ষের ছাত্রের মা-বাবা। এই মুহূর্তে নবান্নেই রয়েছেন তাঁরা।
যাদবপুরের ছাত্র মৃত্যুর পর ফোনে ওই ছাত্রের বাবার সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। পরিবারটি যে ছাত্র মৃত্যুর দোষীদের প্রকৃত বিচার পাবেন তাও জানাতে বলেননি মুখ্যমন্ত্রী। এরপর নদিয়ায় ওই মৃত ছাত্রের বাড়িতে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। গিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। এরপর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই মৃত ছাত্রের পরিবারের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ওই ছাত্রের দেহ মেইন হস্টেলের নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে মৃত্যু হয় ওই ছাত্রের। এই ঘটনার পর থেকে যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এই নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম এবং অতিবাম রাজনৈতিক দল গুলির বিরুদ্ধে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরে আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় এসেছে ইউজিসির প্রতিনিধি দল। ঠিক ওই নির্দিষ্ট দিনেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মৃত ছাত্রের বাবা-মা। বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।
এদিন বিকেল চারটে নাগাদ নদীয়া থেকে নবান্নে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয় মৃত ছাত্রের বাবা-মা। তাঁরা প্রায় 45 মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর নীচে প্রেস কর্নারে এসে তাঁরা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। যাদবপুরে মৃত ছাত্রের মা জানান, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যাদবপুরের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। তিনি বলেন, "আমরা আশ্বস্ত আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছি।" এদিন ওই ছাত্রের বাবা বলেন, "যাদবপুরের এই ঘটনায় আমার সন্তানকে হত্যা করা হয়েছে। তার বিচার চাইতে আজ তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। দিদি আমাদের আশ্বস্ত করেছেন, এই ঘটনায় বিচার হবে। অপরাধীরা শাস্তি পাবে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই অপরাধীরা কোনওভাবেই যেন পার না পায়।"
আরও পড়ুন: আমার পরিবারও হেনস্তার শিকার, বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন ওই পরিবারকে বগুলায় থাকা গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রটির নাম এই মৃত ছাত্রটির নামেই করা হবে। শুধু তাই নয়, যে গ্রামীণ স্কুলে মৃত ছাত্র পড়ত, সেই স্কুলের নাম তার নামে রাখা হবে । পাশপাশি নবান্নের আশ্বাস, ছাত্রের ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেবে রাজ্য সরকার, একটি চাকরি ব্যবস্থাও করা হবে ছাত্রের মায়ের জন্য । মূলত এই মেধাবী ছাত্রের স্মৃতির উদ্দেশ্যেই ওই স্বাস্থ্য কেন্দ্রের নাম করার জন্য আবেদন জানিয়েছে ছাত্রের পরিবার। সেদিন সাংবাদিকদের তরফ থেকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করা হয়েছিল তদন্তের যে গতিপ্রকৃতি তাতে কি পরিবার খুশি। এদিন মৃত ছাত্রের মামা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন । যে পথে তদন্ত চলছে তার উপরই ভরসা রাখছেন তারা।