ETV Bharat / state

মেটিয়াবুরুজে ইফতারের বাজারের ভিড়ের ফেক ভিডিয়ো সোশাল মিডিয়ায়, তদন্তে লালবাজার - কলকাতা

মেটিয়াবুরুজের একটি ফেক ভিডিয়ো গতকাল সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । যেখানে দেখা যায়, ইফতারের জন্য প্রচুর মানুষ জমায়েত করে কেনাকাটা করছেন । এরপর কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় ভিডিয়োটি ফেক । সেটি লকডাউনের আগের তোলা । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 27, 2020, 10:43 AM IST

কলকাতা, 27 এপ্রিল : বাজারে দেখা যাচ্ছে প্রচুর মানুষ । রয়েছেন অনেক মহিলাও । তাঁদের পরনে বোরখা । গতকাল এমনই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হয়, এটি মেটিয়াবুরুজের । ভিডিয়োটিতে দেখা যায়, ইফতারের আগে কয়েক হাজার মানুষ ভিড় করে খাবার কিনছেন । মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো । এরপর কলকাতা পুলিশ জানিয়ে দেয়, ভিডিয়োটি মেটিয়াবুরুজেরই । কিন্তু সময়টা গতকালের নয় । লকডাউনের আগে তোলা ।

এর আগেও এভাবেই মেটিয়াবুরুজের ভিডিয়ো বলে ছড়ানো হয়েছিল একটি ফেক মেসেজ । সেখানে দেখা গেছিল, লোকে-লোকারণ্য একটি রাস্তা । বেশ কয়েকটি পুলিশের গাড়ি । পিছনে উত্তেজিত জনতা । তারা পুলিশকে লক্ষ্য করে ইট ,পাথর ছুঁড়ছে । দ্রুত গতিতে যাওয়া একটি পুলিশের গাড়িতে ইট মেরে ভেঙে দেওয়া হয় সামনের কাঁচ । বলা হয়, লকডাউনে পুলিশের সক্রিয়তায় জন্যই ওই তাণ্ডব । জানা যায়, ওই ভিডিয়োটি গত বছর 19 ডিসেম্বরের । গুজরাতের সুরাতের ঘটনা । CAA নিয়ে চলা বিক্ষোভে ওই ঘটনা ঘটে । ভিডিয়োটি পোস্ট করার জেরে গ্রেপ্তারও করা হয়েছিল এক ব্যক্তিকে । তারপরেও শিক্ষা হয়নি একাংশ নেটিজেনের । আবারও তাদের লক্ষ্য সেই মেটিয়াবুরুজ ।

গতকাল যে ভিডিয়োটি পোস্ট করে গুজব ছড়ানো হয়েছে, সেটি মেটিয়াবুরুজের মুদিয়ালি বাজারের । সেখানে দেখা যাচ্ছে একটি দোকান । ইতিমধ্যেই ETV ভারতের হাতে এসেছে সেই দোকানে লাগানো CCTV ফুটেজ । যা গতকাল বিকেল পাঁচটা পাঁচের । অর্থাৎ ইফতারের ঠিক আগের সময়ের । দেখা যাচ্ছে, রাস্তা পুরো ফাঁকা । কোনও দোকান খোলা হয়নি । এই প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, " সম্ভবত ওই ভিডিয়ো লকডাউন বলবৎ হওয়ার আগের দিনের । মুদিয়ালি বাজার এখন সম্পূর্ণ বন্ধ । কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে এই ভিডিয়ো পোস্ট করেছেন । বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।" কোরোনা আতঙ্কের মাঝে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার । একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও । গুজব ছড়ানোর জন্য বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । তার পরেও সেই গুজব ছড়ানো বন্ধ হয়নি ।

কলকাতা, 27 এপ্রিল : বাজারে দেখা যাচ্ছে প্রচুর মানুষ । রয়েছেন অনেক মহিলাও । তাঁদের পরনে বোরখা । গতকাল এমনই একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হয়, এটি মেটিয়াবুরুজের । ভিডিয়োটিতে দেখা যায়, ইফতারের আগে কয়েক হাজার মানুষ ভিড় করে খাবার কিনছেন । মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো । এরপর কলকাতা পুলিশ জানিয়ে দেয়, ভিডিয়োটি মেটিয়াবুরুজেরই । কিন্তু সময়টা গতকালের নয় । লকডাউনের আগে তোলা ।

এর আগেও এভাবেই মেটিয়াবুরুজের ভিডিয়ো বলে ছড়ানো হয়েছিল একটি ফেক মেসেজ । সেখানে দেখা গেছিল, লোকে-লোকারণ্য একটি রাস্তা । বেশ কয়েকটি পুলিশের গাড়ি । পিছনে উত্তেজিত জনতা । তারা পুলিশকে লক্ষ্য করে ইট ,পাথর ছুঁড়ছে । দ্রুত গতিতে যাওয়া একটি পুলিশের গাড়িতে ইট মেরে ভেঙে দেওয়া হয় সামনের কাঁচ । বলা হয়, লকডাউনে পুলিশের সক্রিয়তায় জন্যই ওই তাণ্ডব । জানা যায়, ওই ভিডিয়োটি গত বছর 19 ডিসেম্বরের । গুজরাতের সুরাতের ঘটনা । CAA নিয়ে চলা বিক্ষোভে ওই ঘটনা ঘটে । ভিডিয়োটি পোস্ট করার জেরে গ্রেপ্তারও করা হয়েছিল এক ব্যক্তিকে । তারপরেও শিক্ষা হয়নি একাংশ নেটিজেনের । আবারও তাদের লক্ষ্য সেই মেটিয়াবুরুজ ।

গতকাল যে ভিডিয়োটি পোস্ট করে গুজব ছড়ানো হয়েছে, সেটি মেটিয়াবুরুজের মুদিয়ালি বাজারের । সেখানে দেখা যাচ্ছে একটি দোকান । ইতিমধ্যেই ETV ভারতের হাতে এসেছে সেই দোকানে লাগানো CCTV ফুটেজ । যা গতকাল বিকেল পাঁচটা পাঁচের । অর্থাৎ ইফতারের ঠিক আগের সময়ের । দেখা যাচ্ছে, রাস্তা পুরো ফাঁকা । কোনও দোকান খোলা হয়নি । এই প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, " সম্ভবত ওই ভিডিয়ো লকডাউন বলবৎ হওয়ার আগের দিনের । মুদিয়ালি বাজার এখন সম্পূর্ণ বন্ধ । কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে এই ভিডিয়ো পোস্ট করেছেন । বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।" কোরোনা আতঙ্কের মাঝে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার । একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও । গুজব ছড়ানোর জন্য বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । তার পরেও সেই গুজব ছড়ানো বন্ধ হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.