কলকাতা, 8 ডিসেম্বর : কয়েকদিন ধরেই নেটিজেনরা নিজের নিজের ফোন নম্বর শেয়ার করছেন সোশাল মিডিয়ায় ৷ নারী সুরক্ষা বা বলা যেতে পারে কেউ পথে ঘাটে বিপদে পড়লে ওই নম্বরে ফোন করলেই পাওয়া যাবে সাহায্য ৷ সাহায্যের জন্য এগিয়ে এসেছে অনেক সংগঠনও ৷ পাশাপাশি, কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে কলকাতা পুলিশের একটি পোস্ট ৷ যেখানে দেওয়া আছে একটি ফোন নম্বর ৷ সঙ্গে লেখা, বিপদে পড়লে ওই নম্বরে যোগাযোগ করলেই মিলবে সাহায্য ৷ তবে, পুলিশের তরফে এমন কোনও পোস্ট বা নম্বর দেওয়া হয়নি বলেই জানিয়ে দিল খোদ কলকাতা পুলিশ ৷
বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, সবাইকে সেভাবে ব্যাকগ্রাউন্ড চেক না করে কিছু বলা সম্ভব নয় । তবে, কলকাতা পুলিশের নামে যে পোস্ট সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তা ঠিক নয় । কেন ওইভাবে পুলিশের নাম ব্যবহার করে কেউ পোস্ট করলেন তা খতিয়ে দেখছে পুলিশ ।
পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ধারণা, অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে ওই পোস্ট । বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।