ETV Bharat / state

মহিলাদের সাহায্য করতে পুলিশের নাম করে ভুয়ো ফোন নম্বর সোশাল মিডিয়ায় - সোশাল মিডিয়া

কলকাতা পুলিশের নাম করে সোশাল মিডিয়ায় দেওয়া ফোন নম্বর ভুয়ো ৷ পুলিশের তরফে এমন কোনও পোস্ট বা নম্বর দেওয়া হয়নি বলেই জানিয়ে দিল খোদ কলকাতা পুলিশ ৷

সোশাল মিডিয়া
সোশাল মিডিয়া
author img

By

Published : Dec 8, 2019, 2:41 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : কয়েকদিন ধরেই নেটিজেনরা নিজের নিজের ফোন নম্বর শেয়ার করছেন সোশাল মিডিয়ায় ৷ নারী সুরক্ষা বা বলা যেতে পারে কেউ পথে ঘাটে বিপদে পড়লে ওই নম্বরে ফোন করলেই পাওয়া যাবে সাহায্য ৷ সাহায্যের জন্য এগিয়ে এসেছে অনেক সংগঠনও ৷ পাশাপাশি, কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে কলকাতা পুলিশের একটি পোস্ট ৷ যেখানে দেওয়া আছে একটি ফোন নম্বর ৷ সঙ্গে লেখা, বিপদে পড়লে ওই নম্বরে যোগাযোগ করলেই মিলবে সাহায্য ৷ তবে, পুলিশের তরফে এমন কোনও পোস্ট বা নম্বর দেওয়া হয়নি বলেই জানিয়ে দিল খোদ কলকাতা পুলিশ ৷

বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, সবাইকে সেভাবে ব্যাকগ্রাউন্ড চেক না করে কিছু বলা সম্ভব নয় । তবে, কলকাতা পুলিশের নামে যে পোস্ট সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তা ঠিক নয় । কেন ওইভাবে পুলিশের নাম ব্যবহার করে কেউ পোস্ট করলেন তা খতিয়ে দেখছে পুলিশ ।

fake post
পুলিশের নাম করে দেওয়া সেই ভুয়ো পোস্ট

পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ধারণা, অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে ওই পোস্ট । বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।

কলকাতা, 8 ডিসেম্বর : কয়েকদিন ধরেই নেটিজেনরা নিজের নিজের ফোন নম্বর শেয়ার করছেন সোশাল মিডিয়ায় ৷ নারী সুরক্ষা বা বলা যেতে পারে কেউ পথে ঘাটে বিপদে পড়লে ওই নম্বরে ফোন করলেই পাওয়া যাবে সাহায্য ৷ সাহায্যের জন্য এগিয়ে এসেছে অনেক সংগঠনও ৷ পাশাপাশি, কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে কলকাতা পুলিশের একটি পোস্ট ৷ যেখানে দেওয়া আছে একটি ফোন নম্বর ৷ সঙ্গে লেখা, বিপদে পড়লে ওই নম্বরে যোগাযোগ করলেই মিলবে সাহায্য ৷ তবে, পুলিশের তরফে এমন কোনও পোস্ট বা নম্বর দেওয়া হয়নি বলেই জানিয়ে দিল খোদ কলকাতা পুলিশ ৷

বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, সবাইকে সেভাবে ব্যাকগ্রাউন্ড চেক না করে কিছু বলা সম্ভব নয় । তবে, কলকাতা পুলিশের নামে যে পোস্ট সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তা ঠিক নয় । কেন ওইভাবে পুলিশের নাম ব্যবহার করে কেউ পোস্ট করলেন তা খতিয়ে দেখছে পুলিশ ।

fake post
পুলিশের নাম করে দেওয়া সেই ভুয়ো পোস্ট

পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ধারণা, অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে ওই পোস্ট । বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ।

Intro:কলকাতা, 7;ডিসেম্বর: হায়দরাবাদ গণধর্ষণের পর, মানুষের অন্তরাত্মা যেন জেগে উঠেছে অনেকটাই। নরম মোমবাতির আলোয় যেমন ভাষা পাচ্ছে প্রতিবাদ, তেমনই সহনাগরিকের মর্মস্পর্শী হাতও দৃঢ় হচ্ছে যেন। যেটা হয়তো বা দিল্লির নির্ভয়া কাণ্ডের পর হয়নি। তখন শুধুই আগুনে রোষ আছড়ে পড়েছিল দিল্লির বুকে। সবাই চেয়েছিলেন বদলা। হায়দরাবাদের গণধর্ষিতার মর্মান্তিক মৃত্যুর পর সমাজ দেখাচ্ছে যেন অন্য এক "দিশা"। যা জাগিয়ে তুলছে নেটিজেনদের মনের ভিতরে থাকা আবেগটাকে। সকলে তাই তারা যেন বলছেন, "মানুষ মানুষের জন্যই।" সেই সূত্র ধরেই কলকাতা পুলিশের নামে ছড়িয়ে দেওয়া হয়েছিল একটি পোস্ট। যেখানে দেওয়া হয়েছিল একটি ফোন নাম্বার। বলা হয়েছিল বিপদে পড়লে ওই নম্বরে ফোন করতে। কিন্তু কলকাতা পুলিশ জানিয়ে দিল বিষয়টি একেবারে ফেক।


Body:হায়দরাবাদ গণধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় ওটা হচ্ছে নানা পোস্ট। নেটিজেনদের অনেকেই এগিয়ে এসেছেন মহিলাদের সুরক্ষা দিতে। তাদের দাবি, রাতে একা ফেরার সময় কোন সমস্যায় পড়লে ফোন করলে এগিয়ে আসবেন তারা। আবার ব্যক্তিগত উদ্যোগের ঊর্ধ্বে উঠে অনেক সংগঠন এগিয়ে এসেছে। "জাস্টিস ফর দিশা" আওয়াজ তোলার পাশাপাশি, এগিয়ে আসছেন মানুষের বিপদে। যেমন মিলিয়ন স্মাইল ফাউন্ডেশন। তাদের সদস্যরা জানিয়েছেন, কলকাতার বাশদ্রোনী, গড়িয়া, পাটুলি, বোড়াল এবং আশেপাশের এলাকায় মধ্যরাতে কোন “ মেয়ে" বিপদে পড়লে নির্দিষ্ট নম্বরে ফোন করতে। হাওড়ার প্রতিবাদ সংঘও একইভাবে এগিয়ে আসছে সহনাগরিকদের জন্য।


Conclusion:বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, সবাইকে সেভাবে ব্যাকগ্রাউন্ড চেক না করে বলা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে সাড়া দেবেন কিনা কোনো মহিলা সেটিও বলা সম্ভব নয়। তবে কলকাতা পুলিশের নামে যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তা ঠিক নয়। কেন ওইভাবে পুলিশের নাম ব্যবহার করে কেউ পোস্ট করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ধারণা, অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে ওই পোস্ট। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে কি মহিলাদের হেনস্থা করতেই কেউ কলকাতা পুলিশের নামে ওই পোস্ট করল? উত্তর খুঁজছে লালবাজার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.