ETV Bharat / state

কনকনে শীতের অনুভুতি বাড়ছে রাজ্যে - weather_update_winte

আজ সকালে কলকাতায় সামান্য কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকলেও , বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ হয়েছে ।

weather_update_winte
শীতের অনুভুতি বাড়ছে রাজ্যে
author img

By

Published : Dec 29, 2020, 12:42 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : গত শনিবারই কলকাতায় ছিল শীতলতম দিন ৷ তাপমাত্রা ছিল 11 ডিগ্রির ঘরেই ৷ আজও কলকাতায় তাপমাত্রার পারদ 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই । গোটা রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত । আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বছরের শেষ কয়েকটা দিন এই পরিস্থিতি বজায় থাকবে । বছর শেষের দিনগুলিতে তাপমাত্রার পারদ 12 থেকে 13 ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতায় । তাই বর্ষবিদায় ও বর্ষবরণে কনকনে শীত অনুভূত হবে ।

কলকাতায় সকাল থেকেই জাঁকিয়ে শীতের অনুভূতি আজও । সকালে কলকাতায় সামান্য কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকলেও , বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ হয়েছে । সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি ছিল , যা স্বাভাবিকের থেকের 2 ডিগ্রি কম । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 99 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ । আগামী 48 ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে । আগামী কয়েকদিন জেলাগুলিতে 10-এর কাছাকাছি তাপমাত্রা থাকবে । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে । কলকাতায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে বছরের বাকি ক'টা দিন । বর্ষবরণের দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে । জানিয়েছে আবহাওয়া অফিস ৷

আরও পড়ুন : আজ বোলপুরে পদযাত্রা মমতার

উত্তর-পশ্চিম ভারতের পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাত ও শৈত্যপ্রবাহ চলছে । দু'দিন শৈত্যপ্রবাহের সর্তকতা পঞ্জাব হরিয়ানা চণ্ডিগড় দিল্লি ও উত্তরাখণ্ডে । উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে । দুদিন পরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে । আগামী কয়েকদিন ঘন কুয়াশা হবে উত্তর-পশ্চিম ভারতে । পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশে আগামী কয়েকদিন ঘন কুয়াশার সর্তকতা ।

কলকাতা, 29 ডিসেম্বর : গত শনিবারই কলকাতায় ছিল শীতলতম দিন ৷ তাপমাত্রা ছিল 11 ডিগ্রির ঘরেই ৷ আজও কলকাতায় তাপমাত্রার পারদ 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই । গোটা রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত । আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বছরের শেষ কয়েকটা দিন এই পরিস্থিতি বজায় থাকবে । বছর শেষের দিনগুলিতে তাপমাত্রার পারদ 12 থেকে 13 ডিগ্রির মধ্যেই থাকবে কলকাতায় । তাই বর্ষবিদায় ও বর্ষবরণে কনকনে শীত অনুভূত হবে ।

কলকাতায় সকাল থেকেই জাঁকিয়ে শীতের অনুভূতি আজও । সকালে কলকাতায় সামান্য কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকলেও , বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ হয়েছে । সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি ছিল , যা স্বাভাবিকের থেকের 2 ডিগ্রি কম । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 99 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ । আগামী 48 ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে । আগামী কয়েকদিন জেলাগুলিতে 10-এর কাছাকাছি তাপমাত্রা থাকবে । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে । কলকাতায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে বছরের বাকি ক'টা দিন । বর্ষবরণের দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে । জানিয়েছে আবহাওয়া অফিস ৷

আরও পড়ুন : আজ বোলপুরে পদযাত্রা মমতার

উত্তর-পশ্চিম ভারতের পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাত ও শৈত্যপ্রবাহ চলছে । দু'দিন শৈত্যপ্রবাহের সর্তকতা পঞ্জাব হরিয়ানা চণ্ডিগড় দিল্লি ও উত্তরাখণ্ডে । উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে । দুদিন পরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে । আগামী কয়েকদিন ঘন কুয়াশা হবে উত্তর-পশ্চিম ভারতে । পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশে আগামী কয়েকদিন ঘন কুয়াশার সর্তকতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.