ETV Bharat / state

বৈঠকখানা বাজারে তোলাবাজ হামলা, জখম 6

বৈঠকখানা বাজারে স্বাভাবিক ব্যস্ততার মাঝে আজ সকালে কয়েকজন তোলাবাজ দাপাদাপি শুরু করে। ব‍্যবসায়ীদের জানিয়ে দেয়, ব্যবসা করতে গেলে তোলা দিতে হবে । বাজারের ব্যবসায়ীরা তা দিতে অস্বীকার করে । আর তখনই ভোজালি, চপার নিয়ে তোলাবাজের দল চড়াও হয় ব্যবসায়ীদের ওপর । ঘটনায় ছয়জন গুরুতর জখম হয়েছেন ।

kolkata news
kolkata news
author img

By

Published : Sep 19, 2020, 12:55 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : সাতসকালে বৈঠকখানা বাজারে দুষ্কৃতী হামলা । ভোজালি, চপার নিয়ে বৈঠকখানা বাজারের ব্যবসায়ীদের মাঝে রীতিমতো দাপিয়ে বেড়াল কয়েকজন দুষ্কৃতী । ব্যবসায়ীরা তোলা দিতে না চাওয়ায়, দেওয়া হল চপারের কোপ । ঘটনায় ছয়জন জখম হয়েছেন । তদন্ত শুরু করেছে পুলিশ।

মূলত কাগজের মার্কেট হলেও, বৈঠকখানা বাজারে রয়েছে বেশকিছু ছাপাখানা । সঙ্গে আছে ডিমপট্টি । শিয়ালদা লাগোয়া এই এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাইকারি বাজারও রয়েছে । ফলে সকাল থেকেই গমগম করে গোটা এলাকা । স্বাভাবিক ব্যস্ততার মাঝে আজ সকালে কয়েকজন তোলাবাজ দাপাদাপি শুরু করে। ব‍্যবসায়ীদের জানিয়ে দেয়, ব্যবসা করতে গেলে তোলা দিতে হবে । বাজারের ব্যবসায়ীরা তা দিতে অস্বীকার করে । আর তখনই ভোজালি, চপার নিয়ে তোলাবাজের দল চড়াও হয় ব্যবসায়ীদের ওপর । ঘটনায় ছয়জন গুরুতর জখম হয়েছেন । তাঁদের নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় মুচিপাড়া থানার পুলিশ । যদিও ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । পুলিশ ওই এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে । চিহ্নিত করার চেষ্টা চলছে তোলাবাজদের ।

কলকাতা, 19 সেপ্টেম্বর : সাতসকালে বৈঠকখানা বাজারে দুষ্কৃতী হামলা । ভোজালি, চপার নিয়ে বৈঠকখানা বাজারের ব্যবসায়ীদের মাঝে রীতিমতো দাপিয়ে বেড়াল কয়েকজন দুষ্কৃতী । ব্যবসায়ীরা তোলা দিতে না চাওয়ায়, দেওয়া হল চপারের কোপ । ঘটনায় ছয়জন জখম হয়েছেন । তদন্ত শুরু করেছে পুলিশ।

মূলত কাগজের মার্কেট হলেও, বৈঠকখানা বাজারে রয়েছে বেশকিছু ছাপাখানা । সঙ্গে আছে ডিমপট্টি । শিয়ালদা লাগোয়া এই এলাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাইকারি বাজারও রয়েছে । ফলে সকাল থেকেই গমগম করে গোটা এলাকা । স্বাভাবিক ব্যস্ততার মাঝে আজ সকালে কয়েকজন তোলাবাজ দাপাদাপি শুরু করে। ব‍্যবসায়ীদের জানিয়ে দেয়, ব্যবসা করতে গেলে তোলা দিতে হবে । বাজারের ব্যবসায়ীরা তা দিতে অস্বীকার করে । আর তখনই ভোজালি, চপার নিয়ে তোলাবাজের দল চড়াও হয় ব্যবসায়ীদের ওপর । ঘটনায় ছয়জন গুরুতর জখম হয়েছেন । তাঁদের নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় মুচিপাড়া থানার পুলিশ । যদিও ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । পুলিশ ওই এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে । চিহ্নিত করার চেষ্টা চলছে তোলাবাজদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.