কলকাতা, 17 মে: পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি । রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আছেন ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে আছেন এডিজি জ্ঞানবন্ত সিং-ও । এগরা থানার কাছ থেকে কেস ডাইরি বুঝে নেওয়ার সময় চোখ কপালে উঠেছে সিআইডি গোয়েন্দাদের । অভিযোগ, এগরায় বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় কোনও বিস্ফোরক ধারা দেয়নি স্থানীয় পুলিশ প্রশাসন ।
যদিও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরা । তবে এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্তভার বর্তমানে সিআইডির কাছে । ফলে তারা এই বিষয়ে কোনও মন্তব্য করবে না । যদিও এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক গোয়েন্দা আধিকারিক জানান, ঘটনাস্থলে যখন কোনও ঘটনা ঘটছে, সেই ঘটনার গুরুত্ব বুঝে ভারতীয় দণ্ডবিধি বসানো সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং ঘটনার আইও বা তদন্তকারী অফিসারের দায়িত্ব । এ ক্ষেত্রে কেন বিস্ফোরণের ধারা দেওয়া হল না সেই বিষয়ে রহস্য দানা বাঁধছে ।
গতকাল পূর্ব মেদিনীপুরের এগরায় একটি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় । সেই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন ৷ সেই ঘটনায় এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশ সবকিছুই জানত । পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি ইতিমধ্যেই এগরা থানার ইন্সপেক্টর ইনচার্জকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছেন । বিস্ফোরণের ঘটনা ঘটার পরেও কেন বিস্ফোরণের কোনও ধারা দেওয়া হল না, সেই বিষয়েও ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
এ দিকে, বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, এগরার ঘটনায় পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করছে ৷ তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: পঞ্চায়েতের আগে তৃণমূলের জন্যই বোমা তৈরি হচ্ছিল, এগরায় বিস্ফোরক শুভেন্দু