ETV Bharat / state

Gopal Krishna Gandhi: রাজ্যপালের শপথগ্রহণে উপস্থিত প্রাক্তন গোপালকৃষ্ণ গান্ধি - শুভেন্দু অধিকারী

নতুন রাজ্যপালের শপথগ্রহণে উপস্থিত (Swearing-in Ceremony of New Governor) বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি (Ex-Governor of Bengal Gopal Krishna Gandhi) ৷ রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম তাঁকে স্বাগত জানান ৷

Ex-Governor of Bengal Gopal Krishna Gandhi Present as Invitee at Swearing-in Ceremony of New Governor
Ex-Governor of Bengal Gopal Krishna Gandhi Present as Invitee at Swearing-in Ceremony of New Governor
author img

By

Published : Nov 23, 2022, 10:55 AM IST

Updated : Nov 23, 2022, 11:52 AM IST

কলকাতা, 23 নভেম্বর: নতুন রাজ্যপালের শপথগ্রহণে (Swearing-in Ceremony of New Governor) আমন্ত্রিত হিসেবে সস্ত্রীক উপস্থিত বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি (Ex-Governor of Bengal Gopal Krishna Gandhi ) ৷ বুধবার সকাল 10টা নাগাদ রাজভবনে পৌঁছন প্রাক্তন এই রাজ্যপাল ৷ রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম তাঁকে স্বাগত জানান ৷ পাশাপাশি, নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়া বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নমস্কার করতে আসন ছেড়েও উঠে আসেন গোপালকৃষ্ণ গান্ধি ৷ তাঁকে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

অন্যদিকে, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল পদে শপথ নেওয়ার আগে, রাজভবনে উপস্থিত সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতা সারেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ৷ সেই আলাপপর্বে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় নবনিযুক্ত রাজ্যপালকে ৷ তবে, উল্লেখযোগ্যভাবে রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও এলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ যা নিয়ে পরবর্তী সময়ে একটি টুইট করেছেন শুভেন্দু ৷ সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া দুই বিধায়কের পাশে তাঁর আসন রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন: বঙ্গে শুরু 'আনন্দ' পর্ব, শপথ নয়া রাজ্যপালের

তবে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজ্যপাল সিভি আনন্দ বোসকে শপথবাক্য পাঠ করান ৷ পশ্চিমবঙ্গের 22 তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন তিনি ৷ মাঝে 1948 সাল থেকে 6 জন রাজ্যপাল দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করেন ৷ গত 18 নভেম্বর রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে সিভি আনন্দ বোসের নাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয় ৷ জানানো হয়, তাঁর দায়িত্বভার গ্রহণের দিন থেকে সময়কাল শুরু হবে ৷

কলকাতা, 23 নভেম্বর: নতুন রাজ্যপালের শপথগ্রহণে (Swearing-in Ceremony of New Governor) আমন্ত্রিত হিসেবে সস্ত্রীক উপস্থিত বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি (Ex-Governor of Bengal Gopal Krishna Gandhi ) ৷ বুধবার সকাল 10টা নাগাদ রাজভবনে পৌঁছন প্রাক্তন এই রাজ্যপাল ৷ রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম তাঁকে স্বাগত জানান ৷ পাশাপাশি, নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়া বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নমস্কার করতে আসন ছেড়েও উঠে আসেন গোপালকৃষ্ণ গান্ধি ৷ তাঁকে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

অন্যদিকে, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল পদে শপথ নেওয়ার আগে, রাজভবনে উপস্থিত সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতা সারেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose) ৷ সেই আলাপপর্বে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় নবনিযুক্ত রাজ্যপালকে ৷ তবে, উল্লেখযোগ্যভাবে রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও এলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ যা নিয়ে পরবর্তী সময়ে একটি টুইট করেছেন শুভেন্দু ৷ সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া দুই বিধায়কের পাশে তাঁর আসন রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন: বঙ্গে শুরু 'আনন্দ' পর্ব, শপথ নয়া রাজ্যপালের

তবে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজ্যপাল সিভি আনন্দ বোসকে শপথবাক্য পাঠ করান ৷ পশ্চিমবঙ্গের 22 তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন তিনি ৷ মাঝে 1948 সাল থেকে 6 জন রাজ্যপাল দায়িত্বপ্রাপ্ত হিসেবে কাজ করেন ৷ গত 18 নভেম্বর রাষ্ট্রপতি ভবনের সচিবালয় থেকে সিভি আনন্দ বোসের নাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয় ৷ জানানো হয়, তাঁর দায়িত্বভার গ্রহণের দিন থেকে সময়কাল শুরু হবে ৷

Last Updated : Nov 23, 2022, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.