ETV Bharat / state

SSC: অভিষেকের সঙ্গে বৈঠকের পরেও কাটছে না সংশয়, ভিডিয়ো বার্তা চাকরিপ্রার্থীদের

author img

By

Published : Aug 1, 2022, 7:35 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও নিয়োগ নিয়ে আশঙ্কিত এসএসসির কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা(SSC)৷ সেই আশঙ্কাতেই ভিডিয়ো বার্তা দিলেন চাকরিপ্রার্থীরা ৷

ssc candidate
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও সংশয়, ভিডিয়ো বার্তা দিলেন চাকরিপ্রার্থীরা

কলকাতা, 1 অগস্ট: বৈঠকে এসএসসির চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে আদৌ তাঁর এই প্রতিশ্রুতি ফলপ্রসূ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে ভিডিয়ো বার্তা দিলেন কর্মশিক্ষা ও শারীরশিক্ষার মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীরা(Even after the meeting with Abhishek ssc job seekers are worried)।

এসএসসির অন্তর্ভুক্ত কর্মশিক্ষা ও শারীরশিক্ষার মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 72 দিন ধরে অনশন অবস্থান করেন । চলতি বছর ঈদের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস পাওয়ার পরও কেটে গিয়েছে অনেকগুলো দিন । এখনও সেই আশ্বাস পূরণ হয়নি । শূন্যপদ তৈরি করা হলেও তা যথেষ্ট ছিল না । এরপর পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায় ।
রাজ্যের স্কুলগুলিতে লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে রয়েছে । 2016 সালে প্রথম এসএলএসটি স্কুল সার্ভিস কমিশন আয়োজিত শিক্ষা নিয়োগের মেধা তালিকাভুক্ত শরীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা এখনও চাকরি পায়নি ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও সংশয়, ভিডিয়ো বার্তা দিলেন চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন : কলেজ সার্ভিস নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠিতে অভিযোগ মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীদের
চলতি মাসের মে মাসে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসএসসি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোন করে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী তাঁদের বিষয়টি দেখবেন এবং নিয়োগ প্রক্রিয়া চালু করার আশ্বাস দিয়েছিলেন ।

এই বিষয়ে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা আন্দোলনকারীদের সভাপতি রাজু দাস বলেন, "সম্প্রতি এসএসসির বঞ্চিত চাকরিপ্রার্থীদের এক প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করেন । তারপর তাঁদের সঙ্গে আরও বৈঠক হয়েছে । আগামী 8 অগস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক রয়েছে । তবে তাতে যে কতটা কাজ হবে সেই বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে । কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঈদের দিন আমাদের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন যে যাতে আমাদের সকলের চাকরি হয় সেই বিষয়টি তিনি দেখবেন । কিন্তু প্রশাসনিক প্রধানের থেকে এই প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও আজও আমরা আমাদের ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হয়ে রয়েছি । তবে আমরা এখনও আশাবাদী এবং মুখ্যমন্ত্রীর আবেদন জানাচ্ছি যে, তিনি যেন আমাদের বিষয়টি দেখেন এবং সকল বঞ্চিত চাকরিপ্রার্থীরা যাতে চাকরি পায় সেই বিষয়টি নিশ্চিত করেন ।"
আরও পড়ুন : অভিষেকের সঙ্গে বৈঠক সফল, দাবি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের

কলকাতা, 1 অগস্ট: বৈঠকে এসএসসির চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে আদৌ তাঁর এই প্রতিশ্রুতি ফলপ্রসূ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে ভিডিয়ো বার্তা দিলেন কর্মশিক্ষা ও শারীরশিক্ষার মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীরা(Even after the meeting with Abhishek ssc job seekers are worried)।

এসএসসির অন্তর্ভুক্ত কর্মশিক্ষা ও শারীরশিক্ষার মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 72 দিন ধরে অনশন অবস্থান করেন । চলতি বছর ঈদের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস পাওয়ার পরও কেটে গিয়েছে অনেকগুলো দিন । এখনও সেই আশ্বাস পূরণ হয়নি । শূন্যপদ তৈরি করা হলেও তা যথেষ্ট ছিল না । এরপর পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যায় ।
রাজ্যের স্কুলগুলিতে লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে রয়েছে । 2016 সালে প্রথম এসএলএসটি স্কুল সার্ভিস কমিশন আয়োজিত শিক্ষা নিয়োগের মেধা তালিকাভুক্ত শরীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা এখনও চাকরি পায়নি ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও সংশয়, ভিডিয়ো বার্তা দিলেন চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন : কলেজ সার্ভিস নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠিতে অভিযোগ মেধাতালিকা ভুক্ত চাকরিপ্রার্থীদের
চলতি মাসের মে মাসে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসএসসি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোন করে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী তাঁদের বিষয়টি দেখবেন এবং নিয়োগ প্রক্রিয়া চালু করার আশ্বাস দিয়েছিলেন ।

এই বিষয়ে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা আন্দোলনকারীদের সভাপতি রাজু দাস বলেন, "সম্প্রতি এসএসসির বঞ্চিত চাকরিপ্রার্থীদের এক প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করেন । তারপর তাঁদের সঙ্গে আরও বৈঠক হয়েছে । আগামী 8 অগস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক রয়েছে । তবে তাতে যে কতটা কাজ হবে সেই বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে । কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঈদের দিন আমাদের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন যে যাতে আমাদের সকলের চাকরি হয় সেই বিষয়টি তিনি দেখবেন । কিন্তু প্রশাসনিক প্রধানের থেকে এই প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও আজও আমরা আমাদের ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হয়ে রয়েছি । তবে আমরা এখনও আশাবাদী এবং মুখ্যমন্ত্রীর আবেদন জানাচ্ছি যে, তিনি যেন আমাদের বিষয়টি দেখেন এবং সকল বঞ্চিত চাকরিপ্রার্থীরা যাতে চাকরি পায় সেই বিষয়টি নিশ্চিত করেন ।"
আরও পড়ুন : অভিষেকের সঙ্গে বৈঠক সফল, দাবি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.