কলকাতা, 1 জুন: এসপ্ল্যাানেড অঞ্চলে মেট্রোর কাজের জন্য এবার স্থানান্তরিত করা হচ্ছে ধর্মতলার বিধান মার্কেট। মেট্রোর পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যাানেড পর্যন্ত রুটের কাজের জন্য ডাফিন রোডের বিধান মার্কেট অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে।
শহর কলকাতাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জুড়তে জোর কদমে এগোচ্ছে মেট্রোর কাজ। ইতিমধ্যেই একাধিক রুটে যাত্রী পরিবহণ শুরু হয়ে গিয়েছে। হুগলি নদী নীচ দিয়ে মেট্রোর কাজও এগোচ্ছে পুরোদমে। ঠিকঠাক কাজ এগোলে এই বছরের মধ্যে দুই পড়শি শহর কলকাতা এবং হাওড়া যুক্ত হয়ে যাবে মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে।
ইতিমধ্যেই পার্পল লাইনের একটি অংশ অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে গিয়েছে। এবার তারাতলা থেকে এসপ্ল্যাানেড পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ যার ফলে এবার এই অংশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিধান মার্কেট সরানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
পাশাপাশি মার্কেট কোথায় সরানো হবে তাও জানানো হয়েছে ইতিমধ্যেই ৷ মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, রানি রাসমণি অ্যাভিনিউ ও সিধু কানহু ডহরের মাঝামাঝি জায়গায় মার্কেটটি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই জায়গায় দোকানঘর তৈরির কাজও প্রায় শেষ হয়ে এসেছে।
আরও পড়ুন: বিকল্প উপায়ে চলতি বছরেই প্রায় 16 কোটি টাকা আয় হল কলকাতা মেট্রোর
কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, শপিং মলের ধাঁচেই একটি দু'তলা বিল্ডিং তৈরি করা হয়েছে ৷ যেখানে এই মার্কেটের সবকটি দোকান স্থানান্তরিত করা হবে। বিল্ডিংটি প্রায় 4720 বর্গমিটার জায়গা নিয়ে তৈরি হয়েছে। ফুড কোর্ট থেকে শুরু করে পার্কিং লট, শৌচাগার, অত্যাধুনিক আগুন নির্বাপন ব্যবস্থা এবং নিকাশি ব্যবস্থাও থাকবে নবনির্মিত বিধান মার্কেটে ৷ জানা গিয়েছে, আগামী বছরের মধ্যেই নতুন বিল্ডিং-এ পুরনো বিধান মার্কেটের দোকানগুলোকে স্থানান্তরিত করার কাজ শেষ করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ।