ETV Bharat / state

Extra EMU Services for WBCS Exam: 1 অক্টোবর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বাড়তি লোকাল ট্রেন পরিষেবা

Howrah Division To Run Extra EMU Services: আগামিকাল রবিবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা রয়েছে ৷ সেই কারণে পূর্ব রেলের হাওড়া ডিভিশন বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ৷

EMU Services
EMU Services
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 7:54 PM IST

হাওড়া, 30 সেপ্টেম্বর: আগামিকাল 1 অক্টোবর (রবিবার) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা হতে চলেছে । তাই এই পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী, অভিভাবক ও কর্মীদের সুবিধার জন্য আগামিকাল অর্থাৎ রবিবার পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের পরিষেবা বাড়ানো হতে চলেছে । আজ, শনিবার এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

রবিবার ছুটির দিন বলে স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকে সবকিছুই । রবিবার ছুটির দিন হওয়ায় লোকাল ট্রেনও বাতিল থাকে বেশ কয়েকটি ৷ তবে আগামিকাল পরীক্ষার জন্য এই নিয়মের ব্যতিক্রম হতে চলেছে । সিভিল সার্ভিস পরীক্ষার জন্য রবিবার বাতিল থাকা ট্রেনগুলিও চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ পূর্ব রেলের তরফে আরও জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সকাল 7 টা থেকে বিকেল 6 টা পর্যন্ত পূর্ব রেল শাখায় চলবে সব ক’টি লোকাল ট্রেন ।

উল্লেখ্য, সারা রাজ্য থেকে হাজার হাজার পরীক্ষার্থী বসবেন এই পরীক্ষায়। কলকাতা বা সংলগ্ন অঞ্চলের অনেকে আছেন ৷ শহরতলি থেকে যাঁরা আসবেন বা সেদিকে যাঁরা যাবেন, তাঁদের কাছে ট্রেনে যাতায়াতই হবে সবচেয়ে সুবিধাজনক ৷ ফলে অন্য রবিবারের মতো আগামিকালও একই নিয়মে ট্রেন চললে ভিড় বাড়ত ৷ ভোগান্তিতে পড়তে হত পরীক্ষার্থী, অভিভাবক ও এই পরীক্ষার সঙ্গে যুক্ত থাকা কর্মীদের ৷ কিন্তু রেলের তরফে সপ্তাহের অন্যদিনের মতো স্বাভাবিক নিয়মে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়ায় ভোগান্তি কমবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ ৷

এই ধরনের পরীক্ষা থাকলে মেট্রো পরিষেবাও বাড়ানো হয় ৷ আগামিকাল মেট্রো পরিষেবা বাড়বে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন: যাত্রী স্বার্থে 'তুলির টান' লোকাল ট্রেনে

হাওড়া, 30 সেপ্টেম্বর: আগামিকাল 1 অক্টোবর (রবিবার) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা হতে চলেছে । তাই এই পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী, অভিভাবক ও কর্মীদের সুবিধার জন্য আগামিকাল অর্থাৎ রবিবার পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের পরিষেবা বাড়ানো হতে চলেছে । আজ, শনিবার এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

রবিবার ছুটির দিন বলে স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকে সবকিছুই । রবিবার ছুটির দিন হওয়ায় লোকাল ট্রেনও বাতিল থাকে বেশ কয়েকটি ৷ তবে আগামিকাল পরীক্ষার জন্য এই নিয়মের ব্যতিক্রম হতে চলেছে । সিভিল সার্ভিস পরীক্ষার জন্য রবিবার বাতিল থাকা ট্রেনগুলিও চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ৷ পূর্ব রেলের তরফে আরও জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সকাল 7 টা থেকে বিকেল 6 টা পর্যন্ত পূর্ব রেল শাখায় চলবে সব ক’টি লোকাল ট্রেন ।

উল্লেখ্য, সারা রাজ্য থেকে হাজার হাজার পরীক্ষার্থী বসবেন এই পরীক্ষায়। কলকাতা বা সংলগ্ন অঞ্চলের অনেকে আছেন ৷ শহরতলি থেকে যাঁরা আসবেন বা সেদিকে যাঁরা যাবেন, তাঁদের কাছে ট্রেনে যাতায়াতই হবে সবচেয়ে সুবিধাজনক ৷ ফলে অন্য রবিবারের মতো আগামিকালও একই নিয়মে ট্রেন চললে ভিড় বাড়ত ৷ ভোগান্তিতে পড়তে হত পরীক্ষার্থী, অভিভাবক ও এই পরীক্ষার সঙ্গে যুক্ত থাকা কর্মীদের ৷ কিন্তু রেলের তরফে সপ্তাহের অন্যদিনের মতো স্বাভাবিক নিয়মে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়ায় ভোগান্তি কমবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ ৷

এই ধরনের পরীক্ষা থাকলে মেট্রো পরিষেবাও বাড়ানো হয় ৷ আগামিকাল মেট্রো পরিষেবা বাড়বে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন: যাত্রী স্বার্থে 'তুলির টান' লোকাল ট্রেনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.