কলকাতা, 7 জুন: 10 বছর ধরে কলকাতা কর্পোরেশনে অল্প অল্প করে বিনোদন কর জমা করছিল নাইট রাইডার্স । কিন্তু তা সত্বেও বিপুল টাকা বকেয়া রয়ে গিয়েছিল । সেই বকেয়া দ্রুত আদায় করতে সম্প্রতি কলকাতা কর্পোরেশনের তরফে উদ্যোগ নেওয়া হয় ৷ তাই এবার আধিকারিকদের চাপের কাছে বকেয়া প্রায় 2 কোটি টাকা মেটাল কেকেআর বলেই জানা গিয়েছে কলকাতা কর্পোরেশন সূত্রে । তাও এখনও বাকি দেড় কোটি টাকা ৷ তবে এই বিপুল পরিমাণ টাকাও কেকেআরের কাছ থেকে মিলবে বলে আশাবাদী কলকাতা কর্পোরেশন ।
কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 10 বছর ধরে এই কর বকেয়া হয়েছিল । গত মে মাসের মাঝের দিকে বকেয়া টাকা আদায় করতে ময়দানে নামে কলকাতা কর্পোরেশনের বিনোদন কর বিভাগ । কলকাতা নাইট রাডার্সকে টাকা মেটাতে বলা হয় । 15 দিন সময় দেওয়া হয় কেকেআরকে । যদি এই বিষয় কোনও বক্তব্য থাকে লিখিত দিতে বলে । আর সেই দিনক্ষণের মধ্যেই বকেয়ার অনেকটাই প্রায় 2 কোটি টাকা মিটিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স ।
কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক এই বিষয় জানান, নাইটরা দাবি করেছিল যে পরিমাণ কর বাবদ তাদের থেকে চাওয়া হয়েছে সেটার অঙ্ক কম হবে । যাতে রিভিউ করা হয় । তার ভিত্তিতে কাগজপত্র জমা করতে বলা হয় তাদের । সেই অনুসারে তাদের নির্দিষ্ট সময়ও দেওয়া হয় । কিন্তু তার মধ্যে তারা বকেয়া সাড়ে তিন কোটি ৷ যার মধ্যে তিন কোটি মিটিয়ে দিয়েছে । আমরা আশাবাদী বাকিটা মিটিয়ে দেবে ।
উল্লেখ্য, খেলা থেকে সামাজিক অনুষ্ঠানে বিনোদন কর দিতে হয় কলকাতা কর্পোরেশনকে । প্রতি বছর আইপিএল খেলার মরশুম কলকাতা নাইট রাইডার্সকে বিনোদন করে বিল দেওয়া হত 65 থেকে 70 লক্ষ টাকা । নাইটরা মেটাতো 22-25 লক্ষ টাকা । সেই বাকি থাকা টাকা বাড়তে বাড়তে সাড়ে তিন কোটিতে ঠেকেছে ।
আরও পড়ুন : তিন কোটি বিনোদন কর বকেয়া নাইটদের! শাহরুখের দলকে নোটিশ ধরাল কেএমসি