ETV Bharat / state

Dilip Ghosh : ভবানীপুরে দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় কমিশনে রিপোর্ট জমা দিল রাজ্য - নির্বাচন কমিশন

30 সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ৷ আর আজ তার প্রচারের শেষ দিন ৷ সেক্ষেত্রে, প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও দলই ৷ বিজেপির তরফে আজ ভবানীপুরে প্রচারে যান দিলীপ ঘোষ ৷ যদুবাবুর বাজারে লিফলেট বিলি করছিলেন তিনি ৷ অভিযোগ, সেইসময় হঠাৎ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষের উপর হামলায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
author img

By

Published : Sep 27, 2021, 4:36 PM IST

Updated : Sep 27, 2021, 5:29 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : ভবানীপুরে বিজেপির প্রচারে দিলীপ ঘোষকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দিকে ৷ এই ঘটনায় কারণ জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন ৷ ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার ৷ সেই রিপোর্ট পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে।

সোমবার ভবানীপুরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারের ভিডিও ফুটেজ জমা পড়েছে নির্বাচন কমিশনে। পাশাপাশি বিস্তারিত রিপোর্টও জমা পড়েছে বলে জানা গিয়েছে ৷ এদিন ভবানীপুরে নির্বাচনী প্রচার করতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির প্রচারকে কেন্দ্র করে যে অশান্তি হয়েছিল, রাজ্য সরকারের কাছে তার রিপোর্ট চেয়েছিল কমিশন ৷ বিকেল চারটের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল ৷ কিছুক্ষণ আগেই সেই রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশন জমা পড়েছে ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

অশান্তির কারণ ও কোন পরিস্থিতিতে দিলীপ ঘোষের দেহরক্ষীরা ‘সার্ভিস পিস্তল’ উঁচিয়ে ধরে, রাজ্যের কাছে নির্বাচন কমিশন তার ব্যাখ্যা চেয়েছিল ৷ সোমবার ভবানীপুরে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ যদুবাবুর বাজারে লিফলেট বিলি করছিলেন তিনি ৷ সেই সময় হঠাৎ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ দিলীপ ঘোষকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ বিজেপির কয়েকজন কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে ৷ 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয় ৷ পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান দেন দিলীপ ঘোষ ৷ বিক্ষোভকারীদের দিকে ‘সার্ভিস পিস্তল’ উঁচিয়ে তাক করেন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা ৷

আরও পড়ুন : ভবানীপুরে বিজেপির প্রচারে উত্তেজনা, দিলীপ ঘোষকে হেনস্থার অভিযোগ

30 সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ৷ আজই ছিল প্রচারের শেষ দিন ৷ প্রচারে খামতি না-রাখতে এদিন এলাকায় গিয়েছিলেন বিজেপির তাবড় নেতারা ৷ উপনির্বাচনে লড়াই মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের মধ্যে ৷ ভবানীপুরে প্রচারে গিয়ে বারবার বাধার সম্মুখীন হয়েছেন বিজেপির নেতারা বল অভিযোগ তুলেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ প্রাচারের শেষ দিনেও এই অভিযোগে সরগরম থাকল ভবানীপুর ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর : ভবানীপুরে বিজেপির প্রচারে দিলীপ ঘোষকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের দিকে ৷ এই ঘটনায় কারণ জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন ৷ ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার ৷ সেই রিপোর্ট পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে।

সোমবার ভবানীপুরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারের ভিডিও ফুটেজ জমা পড়েছে নির্বাচন কমিশনে। পাশাপাশি বিস্তারিত রিপোর্টও জমা পড়েছে বলে জানা গিয়েছে ৷ এদিন ভবানীপুরে নির্বাচনী প্রচার করতে গিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির প্রচারকে কেন্দ্র করে যে অশান্তি হয়েছিল, রাজ্য সরকারের কাছে তার রিপোর্ট চেয়েছিল কমিশন ৷ বিকেল চারটের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল ৷ কিছুক্ষণ আগেই সেই রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশন জমা পড়েছে ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারের রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

অশান্তির কারণ ও কোন পরিস্থিতিতে দিলীপ ঘোষের দেহরক্ষীরা ‘সার্ভিস পিস্তল’ উঁচিয়ে ধরে, রাজ্যের কাছে নির্বাচন কমিশন তার ব্যাখ্যা চেয়েছিল ৷ সোমবার ভবানীপুরে নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ যদুবাবুর বাজারে লিফলেট বিলি করছিলেন তিনি ৷ সেই সময় হঠাৎ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ দিলীপ ঘোষকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ বিজেপির কয়েকজন কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে ৷ 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয় ৷ পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান দেন দিলীপ ঘোষ ৷ বিক্ষোভকারীদের দিকে ‘সার্ভিস পিস্তল’ উঁচিয়ে তাক করেন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা ৷

আরও পড়ুন : ভবানীপুরে বিজেপির প্রচারে উত্তেজনা, দিলীপ ঘোষকে হেনস্থার অভিযোগ

30 সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ৷ আজই ছিল প্রচারের শেষ দিন ৷ প্রচারে খামতি না-রাখতে এদিন এলাকায় গিয়েছিলেন বিজেপির তাবড় নেতারা ৷ উপনির্বাচনে লড়াই মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের মধ্যে ৷ ভবানীপুরে প্রচারে গিয়ে বারবার বাধার সম্মুখীন হয়েছেন বিজেপির নেতারা বল অভিযোগ তুলেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ প্রাচারের শেষ দিনেও এই অভিযোগে সরগরম থাকল ভবানীপুর ৷

Last Updated : Sep 27, 2021, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.