ETV Bharat / state

All Party Meeting on Bye Poll : বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের প্রস্তুতিতে কমিশনের সর্বদলীয় বৈঠক

সামনেই বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন ৷ তার প্রস্তুতি নিতে সোমবার সর্বদলীয় বৈঠক করল নির্বাচন কমিশন (All Party Meeting on Ballygunge & Asansol Bye Poll) ৷

author img

By

Published : Mar 14, 2022, 5:50 PM IST

All Party Meeting on Ballygunge & Asansol Bye Poll
বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক

কলকাতা, 14 মার্চ : বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচন নিয়ে সোমবার দক্ষিণ কলকাতার ডিইও অফিসে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সমস্ত রাজনৈতিক দল ৷ তৃণমূল-সহ সবকটি বিরোধী রাজনৈতিক দলই বৈঠকে উপস্থিত ছিল (Election Commission held a Meeting With All Political Party) ৷

সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে নির্বাচন কমিশনের কাছে তাঁদের মতামত জানান ৷ এই বিষয়ে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে ও তা সময় অনুযায়ী জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন আধিকারিক (All Party Meeting on Ballygunge & Asansol Bye Poll) ।

তৃণমূলের পক্ষ থেকে দেবাশিস কুমার বলেন, "স্বচ্ছ এবং শান্তিপূর্ণ উপনির্বাচন করাতে আমাদের যে বক্তব্য রয়েছে, সেগুলি আমরা এই বৈঠকে জানিয়েছি ৷ যদিও কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে তা নিয়ে কোনও আলোচনা হয়নি । উপনির্বাচনের সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা পড়েছে । তাই যে স্কুলবাড়িগুলিকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে তাতে পরীক্ষার্থী এবং ভোটদাতাদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেই দিকে নজর দিতে বলেছি ।"

বৈঠকের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে, সেই বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন ডিইও অবনীন্দ্র সিং । উপনির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যাবলীর দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে ৷

  • 17 মার্চ বিজ্ঞপ্তি
  • 24 মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন
  • 25 মার্চ স্ক্রুটিনি
  • 28 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন
  • 12 এপ্রিল নির্বাচন
  • 16 এপ্রিল ভোট গণনা
  • 18 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ করতে হবে ভোট প্রক্রিয়া


দুই কেন্দ্র মিলিয়ে 119টি পোলিং স্টেশন রয়েছে । মূল ও অতিরিক্ত মিলিয়ে রয়েছে 347টি বুথ । তবে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রচার চলবে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ৷

আরও পড়ুন : Outsider Issue in BY Poll : উপনির্বাচনে তৃণমূলের জন্য এবার কি বুমেরাং হতে চলেছে বহিরাগত ইস্যু ?

কলকাতা, 14 মার্চ : বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচন নিয়ে সোমবার দক্ষিণ কলকাতার ডিইও অফিসে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সমস্ত রাজনৈতিক দল ৷ তৃণমূল-সহ সবকটি বিরোধী রাজনৈতিক দলই বৈঠকে উপস্থিত ছিল (Election Commission held a Meeting With All Political Party) ৷

সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে নির্বাচন কমিশনের কাছে তাঁদের মতামত জানান ৷ এই বিষয়ে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে ও তা সময় অনুযায়ী জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন আধিকারিক (All Party Meeting on Ballygunge & Asansol Bye Poll) ।

তৃণমূলের পক্ষ থেকে দেবাশিস কুমার বলেন, "স্বচ্ছ এবং শান্তিপূর্ণ উপনির্বাচন করাতে আমাদের যে বক্তব্য রয়েছে, সেগুলি আমরা এই বৈঠকে জানিয়েছি ৷ যদিও কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে তা নিয়ে কোনও আলোচনা হয়নি । উপনির্বাচনের সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা পড়েছে । তাই যে স্কুলবাড়িগুলিকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে তাতে পরীক্ষার্থী এবং ভোটদাতাদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেই দিকে নজর দিতে বলেছি ।"

বৈঠকের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে, সেই বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন ডিইও অবনীন্দ্র সিং । উপনির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যাবলীর দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে ৷

  • 17 মার্চ বিজ্ঞপ্তি
  • 24 মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন
  • 25 মার্চ স্ক্রুটিনি
  • 28 মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন
  • 12 এপ্রিল নির্বাচন
  • 16 এপ্রিল ভোট গণনা
  • 18 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ করতে হবে ভোট প্রক্রিয়া


দুই কেন্দ্র মিলিয়ে 119টি পোলিং স্টেশন রয়েছে । মূল ও অতিরিক্ত মিলিয়ে রয়েছে 347টি বুথ । তবে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রচার চলবে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ৷

আরও পড়ুন : Outsider Issue in BY Poll : উপনির্বাচনে তৃণমূলের জন্য এবার কি বুমেরাং হতে চলেছে বহিরাগত ইস্যু ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.