ETV Bharat / state

অরাজকতা নিয়ন্ত্রণের পথ জানে না রাজ্য, ধর্ষণ-খুনের ঘটনায় তোপ রাজ্যপালের - Governor C V Ananda Bose

আরজি করের পর একই ঘটনা ঘটেছে জয়নগরে ৷ এরপর ভূপতিনগরেও ৷ রাজ্যে এই বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ কী ? কী বললেন রাজ্যপাল ?

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

West Bengal Governor C V Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ছবি সৌজন্য: রাজ্যপালের এক্স হ্যান্ডেল)

কলকাতা, 6 অক্টোবর: সময়মতো পদক্ষেপ করা হচ্ছে না বলে রাজ্যে দিনে দিনে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে ৷ সংবাদসংস্থা পিটিআই-কে একথাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

9 অগস্ট আরজি কর হাসপাতালের চার তলায় সেমিনার রুমে এক তরুণী চিকিৎসক-পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় ৷ জানা যায়, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও উত্তপ্ত রাজ্য ৷ এরই মধ্যে শনিবার ভোররাতে জয়নগর থানা এলাকায় এক চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার হয় ৷ এখানেও অভিযোগ 9 বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এমন ঘটনায় ধুন্ধুমার কাণ্ড বাধে জয়নগরে ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে ৷ এসব নিয়েই সংবাদাসংস্থাকে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

একের পর এক নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে ৷ তার কারণ সময়মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ আরজি করের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি ৷ তার ফলে দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে ৷ রাজ্য সরকারের বোঝা উচিত সময়ের মধ্যে পদক্ষেপ করলে অনেক জীবন বাঁচানো যায় ৷"

রাজ্যপাল এই পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গ সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ তিনি বলেন, "বাংলার সরকারের কাছে এই অরাজকতা নিয়ন্ত্রণের কোনও পথ নেই ৷" তিনি জোর দিয়ে জানান, সরকার যদি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় তাহলে তা এ ধরনের নৃশংস অপরাধের পরিমাণ কমবে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, "তা না হলে রাজ্যে এই ধর্ষণ ও খুনের ঘটনা আরও বাড়বে ৷ রাজ্য সরকারের জন্য এটাই সবচেয়ে ভালো সময়। তাদের বুঝতে হবে, ক্ষত নিরাময়ের আগেই ক্ষতকে প্রতিরোধ করতে হয় ৷"

কলকাতা, 6 অক্টোবর: সময়মতো পদক্ষেপ করা হচ্ছে না বলে রাজ্যে দিনে দিনে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে ৷ সংবাদসংস্থা পিটিআই-কে একথাই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

9 অগস্ট আরজি কর হাসপাতালের চার তলায় সেমিনার রুমে এক তরুণী চিকিৎসক-পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় ৷ জানা যায়, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও উত্তপ্ত রাজ্য ৷ এরই মধ্যে শনিবার ভোররাতে জয়নগর থানা এলাকায় এক চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার হয় ৷ এখানেও অভিযোগ 9 বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এমন ঘটনায় ধুন্ধুমার কাণ্ড বাধে জয়নগরে ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে ৷ এসব নিয়েই সংবাদাসংস্থাকে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

একের পর এক নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে ৷ তার কারণ সময়মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ আরজি করের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি ৷ তার ফলে দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে ৷ রাজ্য সরকারের বোঝা উচিত সময়ের মধ্যে পদক্ষেপ করলে অনেক জীবন বাঁচানো যায় ৷"

রাজ্যপাল এই পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গ সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ তিনি বলেন, "বাংলার সরকারের কাছে এই অরাজকতা নিয়ন্ত্রণের কোনও পথ নেই ৷" তিনি জোর দিয়ে জানান, সরকার যদি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় তাহলে তা এ ধরনের নৃশংস অপরাধের পরিমাণ কমবে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, "তা না হলে রাজ্যে এই ধর্ষণ ও খুনের ঘটনা আরও বাড়বে ৷ রাজ্য সরকারের জন্য এটাই সবচেয়ে ভালো সময়। তাদের বুঝতে হবে, ক্ষত নিরাময়ের আগেই ক্ষতকে প্রতিরোধ করতে হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.