কলকাতা, 6 অক্টোবর: "আমি এই ব্যাপারে কোনও আলোচনায় আগ্রহী নই ৷" হকি বেঙ্গলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে মন্তব্য স্বপন বন্দ্যোপাধ্যায়ের। শনিবার ছিল হকি বেঙ্গলের নির্বাচন। সেখানে বিদায়ী প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে অভিযোগ। হকি বেঙ্গলের নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। প্রেসিডেন্ট বদলের পিছনে অভিযোগ তির সচিব ইস্তেয়াক আলির দিকে। তিনিই নাকি হকি ইন্ডিয়ার নিয়ম অনুসারে কুলিং অফ পিরিয়ডে যাওয়ার বিষয়টি স্বপন বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়েছিলেন।
সুজিত বসুর নেতৃত্বাধীন হকি বেঙ্গলের নয়া কমিটিতে স্বপন বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউকেই রাখা হয়নি বলে অভিযোগ। স্বপন বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শব্দ খরচ করতে রাজি নন। তবে তার বৃত্তের লোকেরা সরব। কেউ বলছেন, "বাবুন দা যাঁদের উপর বিশ্বাস করেছিলেন, তাঁরাই পিছন থেকে ছুরি মারল। হকি ইন্ডিয়ার নিয়ম দেখিয়ে কুলিং পিরিয়ডে যাওয়ার কথা দাদাকে বোঝানো হয়েছিল। দাদা বিশ্বাস করে নিয়মের কারণে পদত্যাগ করেছিল।" বাবুন ঘনিষ্ঠদের অভিযোগ তারপরই আসল খেলা শুরু হয়।
শনিবার দ্রুততার সঙ্গে নির্বাচন সারা হয় বলেও তাঁদের অভিযোগ। মাত্র একঘণ্টায় সবকিছু শেষ। বাবুন ঘনিষ্ঠরা আরও বলছেন, "মনোনয়ন দেওয়ার সময়ও অন্ধকারে রাখা হয়েছিল। আমরা যখন বুঝতে পারলাম বিশ্বাসঘাতকতা হয়েছে, তখন সবকিছু হাতের বাইরে চলে গিয়েছে। সুজিত বসুকে প্রেসিডেন্ট করা হয়েছে সবাইকে না জানিয়ে। এই পুরো অঙ্কটা সাজিয়েছেন সচিব ইস্তেয়াক আলি।" নতুন কমিটিতেও সচিব রয়েছেন ইস্তেয়াক আলি। এই বিষয়ে ইস্তেয়াক আলিকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
হকি বেঙ্গলের একটি সূত্র বলছে হকি ইন্ডিয়ার নিয়ম বাংলার হকিতে প্রযোজ্য নয়। বাবুন-ঘনিষ্ঠরা অভিযোগের সুরে বলছেন, "বেঙ্গল হকি শুরু হয়েছে চারবছর আগে। তার আগে ছিল বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। এই বদলের সঙ্গে পদের মেয়াদও নতুনভাবে গোনা হবে। কিন্তু সভাপতির ক্ষেত্রেই কেন এই নিয়ম হল তা নতুনভাবে তৈরি হওয়া কমিটি বলতে পারছে না ৷" কোনও সন্দেহ নেই বাংলার হকিতে নতুন জোয়ার এসেছে। ময়দানের দুই প্রধান হকি লিগে অংশ নিচ্ছে। বেটন কাপ হচ্ছে অ্যাস্ট্রোটার্ফে। হকির জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন এবং ডুমুরজোলায় আলাদা স্টেডিয়াম তৈরি হচ্ছে। যেখানে খেলা হবে অ্যাস্ট্রোটার্ফে। জেলায় হকির প্রসারের কাজ চলছে। এই পরিস্থিতিতে বেঙ্গল হকি প্রশাসনে বড় অদলবদল নিঃসন্দেহে ধাক্কা।