কলকাতা, 6 অক্টোবর: দক্ষিণ 24 পরগনার জয়নগরে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল । ধর্মতলার অনশন মঞ্চ থেকে দেবাশিস হালদার, কিঞ্জল নন্দী-সহ মোট 5 জনের প্রতিনিধি দল রবিবার জয়নগরের উদ্দেশে রওনা দিয়েছেন ।
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের আবহে শুক্রবার মাঝরাতে জয়নগরে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে ৷ ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ওই ঘটনায় ৷ সেই ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে কথা বলতে আজ জয়নগরের পথে রওনা দেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল ৷
জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "আমরা নতুন করে অভয়ার ঘটনা চাই না । একারণেই আমাদের আন্দোলন । কিন্তু, আমরা দেখলাম আরজি করে যে ঘটনা ঘটেছে তাতে পুলিশের যেমন ভূমিকা ছিল এক্ষেত্রেও তাই । যা লজ্জাজনক । আমরা ওই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতেই যাচ্ছি । এ ছাড়া আমরা আর কী করতে পারি ।"
এ দিকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রাক্তনীদের পক্ষ থেকে আজ আর্থিক সাহায্য দেওয়া হল জুনিয়র চিকিৎসকদের । ওই প্রাক্তনীরা জানাচ্ছেন, তাঁরা সকলেই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের 1987 সালের ব্যাচের ডাক্তারি পড়ুয়া ছিলেন । 2023 সালে রিইউনিয়ন করেছিলেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে ৷ সেখানেই সংগ্রহ করা কিছু টাকা জুনিয়র চিকিৎসকদের দিলেন সিনিয়র চিকিৎসকেরা । পরবর্তীতেও এই ভাবেই সমস্ত দিক দিয়ে তাঁরা জুনিয়রদের পাশে থাকবেন বলে জানিয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিক্যালে কলেজের প্রাক্তনীরা । এ দিন প্রায় 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের ।
ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে 10 দফা দাবিতে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারেরা ৷ সেই দাবিগুলি হল:
- দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না-করে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে ।
- স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে ।
- অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে ।
- প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে ।
- অতিদ্রুত সব কটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি-সহ কলেজভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজনমাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে ।
- হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে । সিভিক ভলান্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করতে হবে ।
- হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে ৷
- প্রতিটি মেডিক্যাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে । রাজ্যস্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে ।
- অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে । সব কটি কলেজে আরডিএকে স্বীকৃতি দিতে হবে । কলেজ/হাসপাতাল পরিচালনার সব কটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে ।
- WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে ।