কলকাতা, 1 সেপ্টেম্বর: ভর সন্ধ্যায় বৃদ্ধর গলা কেটে খুন ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজারহাটের নারায়ণপুরের রায়গাছি শিখের বাগান এলাকায় ৷ ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ। উত্তেজিত বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ৷ মৃত ব্যক্তির নাম হারুনাল রশিদ (68) ৷
এলাকার বাসিন্দা অভিযোগ করে বলেন, "সম্পর্কে হারুনাল রশিদ জামাইবাবু হন ৷ তাঁর 22 বিঘা জমি ছিল ৷ কয়েকজন গুণ্ডারা মিলে এর আগে তিনবার জামাইবাবুকে মারার চেষ্টা করেছিল ৷ এই ঘটনায় রাজনীতির অনেকে জড়িয়ে রয়েছেন ৷ সন্ধ্যায় জামাইবাবু নমাজ পড়তে যাচ্ছিলেন ৷ এই দিন তাঁকে টার্গেট করা হয়েছে ৷ আমি দোকানে ছিলাম ৷ খবর পেয়ে ছুটে আসি ৷ এসে দেখি তিনি মাটিতে পড়ে রয়েছেন ৷ পাশে একটা ছুরি পরেছিল ৷ আমরা এই ঘটনার বিচার চাই ৷"
এদিন সন্ধ্যায় নামাজ পড়তে যাওয়ার সময় শিখের বাগান এলাকায় হারুনাল রশিদ (68) নামে ওই ব্যক্তিকে একা পান দুষ্কৃতীরা ৷ অভিযোগ তারা বাইকে করে এসে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধর গলার নলি কেটে চম্পট দেয়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা হারুনালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পাওয়ার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশি আশ্বাসে অবরোধ তোলেন স্থানীয়রা।
আরও পড়ুন: শুয়োর চরানো নিয়ে 2 পারিবারে বিবাদ, নৃশংস হত্যা 3 জনকে
মৃতের আত্মীয়ের দাবি, হারবাবু এলাকায় জলাশয় ভরাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বলে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। তাঁকে এর আগে প্রাণে মারার হুমকি দিয়েছিল। অভিযোগ, 22 বিঘা জমি প্রমোটাররা নিতে চেয়েছিল ৷ তার বিরোধিতা করেছিলেন হারুনাল। সেই জন্যই তাঁকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা আসেন ৷ তাঁরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চালান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাস্থলে দু'জন দুষ্কৃতি ছিল। তবে এর পিছনে আর কারা যুক্ত রয়েছে তা তদন্তে করে দেখা হচ্ছে।