ETV Bharat / state

Eid Namaz at Red Road : দু'বছর পর রেড রোডে ফিরছে ঈদের নমাজ

author img

By

Published : May 2, 2022, 5:40 PM IST

রেড রোডে এই নমাজ পাঠ উপলক্ষে কয়েক লক্ষ মানুষ জমায়েত হতে পারেন বলে মনে করা হচ্ছে (Eid Namaz at Red Road) ৷

red road namaz
দু'বছর পর রেড রোডে ফিরছে ঈদের নামাজ

কলকাতা, 2 মে : করোনা সংক্রমণের কারণে গত 2 বছর বন্ধ থাকার পর, এবছর ফের রেড রোডে ঈদের নমাজ (Eid Namaz at Red Road) পড়তে চলেছেন মুসলিম ধর্মাবলম্বীরা ৷ মঙ্গলবার ঈদ উপলক্ষে রেড রোডে ধর্মীয় প্রার্থনার পর খুশির আলিঙ্গনে পরস্পরের সঙ্গে আবদ্ধ হবেন হাজারো ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ ৷ মনে করা হচ্ছে, রমজান মাস শেষে এই ঈদের নমাজ পড়তে মঙ্গলবার রেড রোডে জমায়েত হবে কয়েক লাখ মানুষের ৷

করোনার কারণে জমায়েত এড়াতে গত দু'বছর বাড়িতে বসেই ঈদের নমাজ পড়ার আহবান জানিয়েছিলেন ইমামরা । তবে বর্তমানে করোনা অনেকটাই কম । জনজীবন আবার ফিরেছে স্বাভাবিক ছন্দে । তাই এ বছর ঈদ উপলক্ষ্যে রেড রোডে ফের বসবে নমাজ পাঠের আসর ৷ মঙ্গলবার (3 মে) সকাল সাড়ে আট'টার সময় নমাজ পড়া শুরু হবে । নমাজ পড়াবেন ইমাম কোয়ারি ফজলুর রহমান । এবছরের ঈদ প্রসঙ্গে তিনি বলেন, "2020 ও 2021 সালে রেড রোডের নামাজ পড়া বন্ধ ছিল । তবে এখন করোনার ভ্রুকুটি কেটেছে । তাই আগামীকাল আবার রেড রোডে নামাজে সামিল হবেন লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষজন । সবাই পড়বেন নমাজ ।"

আরও পড়ুন : মাথার উপর বাঙ্কার ভেঙে পড়াতেই আহত যাত্রীরা, জানালেন চিকিৎসক

তিনি আরও জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি আঁটোসাঁটো করা হয়েছে রেড রোডে । রেড রোডের নমাজ পড়ার পুরো ব্যবস্থাপনা করা হয় ক্যালকাটা খিলাফত কমিটির পক্ষ থেকে । কমিটির পক্ষ থেকে যুগ্ম সম্পাদক ইসাক মল্লিক বলেন, "পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখন প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষের সমাগম হত রেড রোডে নমাজ পড়তে । এবার দু'বছর পর আবার রেড রোডে নমাজ পড়া হবে, তাই স্বাভাবিকভাবেই বহু মানুষ আসতে পারেন বলে আমরা মনে করছি । সমস্ত করোনা বিধি মেনে কালকে প্রার্থনা হবে । সবার উদ্দেশ্যে আমরা আবেদন জানিয়েছি, তাঁরা যেন মাস্ক পড়েন,স্যানিটাইজার ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ পড়েন ।" মঙ্গলবার রেড রোডে নমাজের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামিল হবেন ঈদের শুভেচ্ছা বিনিময়ে । এমনটাই জানানো হয়েছে খিলাফত কমিটির পক্ষ থেকে । আগামিকাল শুধু রেড রোডেই নয়, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ-সহ ছোট বড় সব মসজিদেই হবে নমাজপাঠ ৷

কলকাতা, 2 মে : করোনা সংক্রমণের কারণে গত 2 বছর বন্ধ থাকার পর, এবছর ফের রেড রোডে ঈদের নমাজ (Eid Namaz at Red Road) পড়তে চলেছেন মুসলিম ধর্মাবলম্বীরা ৷ মঙ্গলবার ঈদ উপলক্ষে রেড রোডে ধর্মীয় প্রার্থনার পর খুশির আলিঙ্গনে পরস্পরের সঙ্গে আবদ্ধ হবেন হাজারো ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ ৷ মনে করা হচ্ছে, রমজান মাস শেষে এই ঈদের নমাজ পড়তে মঙ্গলবার রেড রোডে জমায়েত হবে কয়েক লাখ মানুষের ৷

করোনার কারণে জমায়েত এড়াতে গত দু'বছর বাড়িতে বসেই ঈদের নমাজ পড়ার আহবান জানিয়েছিলেন ইমামরা । তবে বর্তমানে করোনা অনেকটাই কম । জনজীবন আবার ফিরেছে স্বাভাবিক ছন্দে । তাই এ বছর ঈদ উপলক্ষ্যে রেড রোডে ফের বসবে নমাজ পাঠের আসর ৷ মঙ্গলবার (3 মে) সকাল সাড়ে আট'টার সময় নমাজ পড়া শুরু হবে । নমাজ পড়াবেন ইমাম কোয়ারি ফজলুর রহমান । এবছরের ঈদ প্রসঙ্গে তিনি বলেন, "2020 ও 2021 সালে রেড রোডের নামাজ পড়া বন্ধ ছিল । তবে এখন করোনার ভ্রুকুটি কেটেছে । তাই আগামীকাল আবার রেড রোডে নামাজে সামিল হবেন লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষজন । সবাই পড়বেন নমাজ ।"

আরও পড়ুন : মাথার উপর বাঙ্কার ভেঙে পড়াতেই আহত যাত্রীরা, জানালেন চিকিৎসক

তিনি আরও জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি আঁটোসাঁটো করা হয়েছে রেড রোডে । রেড রোডের নমাজ পড়ার পুরো ব্যবস্থাপনা করা হয় ক্যালকাটা খিলাফত কমিটির পক্ষ থেকে । কমিটির পক্ষ থেকে যুগ্ম সম্পাদক ইসাক মল্লিক বলেন, "পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখন প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষের সমাগম হত রেড রোডে নমাজ পড়তে । এবার দু'বছর পর আবার রেড রোডে নমাজ পড়া হবে, তাই স্বাভাবিকভাবেই বহু মানুষ আসতে পারেন বলে আমরা মনে করছি । সমস্ত করোনা বিধি মেনে কালকে প্রার্থনা হবে । সবার উদ্দেশ্যে আমরা আবেদন জানিয়েছি, তাঁরা যেন মাস্ক পড়েন,স্যানিটাইজার ব্যবহার করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ পড়েন ।" মঙ্গলবার রেড রোডে নমাজের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামিল হবেন ঈদের শুভেচ্ছা বিনিময়ে । এমনটাই জানানো হয়েছে খিলাফত কমিটির পক্ষ থেকে । আগামিকাল শুধু রেড রোডেই নয়, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ-সহ ছোট বড় সব মসজিদেই হবে নমাজপাঠ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.