কলকাতা, 7 এপ্রিল : কোরোনা থেকে থাকতে দূরে, বিদ্যালয় আজ নিজের ঘরে । এই লাইনকেই হাতিয়ার করে প্রত্যেক পড়ুয়ার ঘরে বিদ্যালয় পৌঁছে দেওয়ার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে স্কুলশিক্ষা দপ্তর । তার মধ্যে একটি উদ্যোগ হল ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ুয়াদের বাড়িতে বসে করার জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া । শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্কুল শিক্ষা দপ্তরের অফিশিয়াল পোর্টাল 'বাংলার শিক্ষা'য় আপলোড করে দেওয়া হয়েছে ক্লাস ওয়ান থেকে টেনের বিভিন্ন বিষয়ের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক । যা পড়ুয়াদের নিজের ঘরে বসেই করতে বলা হয়েছে । স্কুল খুললে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে তা জমা করতে বলা হয়েছে ।
বাংলার শিক্ষা পোর্টালে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত গাইডলাইন দেওয়া হয়েছে । তাতে বলা হয়েছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য নির্ধারিত পাঠ্যসূচির উপর ভিত্তি করে টাস্কগুলি তৈরি করা হয়েছে । প্রয়োজনে অ্যাক্টিভিটি টাস্কগুলি করার আগে নির্ধারিত অধ্যায়গুলি পাঠ্যপুস্তক থেকে একবার দেখে নিতে পারে পড়ুয়ারা । প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের থেকে সাহায্যও নিতে বলা হয়েছে তাদের । এ ছাড়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা চাইলে দপ্তরের দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রয়োজনমতো পরিবর্তন করে তা ই-মেল, ফোন, SMS-এর মাধ্যম পড়ুয়াদের পাঠাতে পারেন ।
প্রত্যেক পড়ুয়াকে ঘরে বসে খাতায় এই টাস্কগুলির উত্তর লিখতে বলা হয়েছে । স্কুল খুললে সেগুলি জমা করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের কাছে । তবে, কোনও অবস্থাতেই এখন বাড়ির বাইরে পড়ুয়াদের বেরোতে নিষেধ করা হয়েছে । দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বরও । অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত কোনও সমস্যায় সেই নম্বরে ফোন করে সাহায্য পাওয়া যাবে । ইতিমধ্যে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বিভিন্ন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক PDF আকারে আপলোড করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের বাংলা শিক্ষা পোর্টালে । ক্লাস ওয়ান ও টু-এর ক্ষেত্রে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ও গণিতের টাস্ক আপলোড করা হয়েছে । ক্লাস থ্রি, ফোর ও ফাইভের জন্য প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত ও আমাদের পরিবেশের টাস্ক দেওয়া হয়েছে । ক্লাস সিক্স, সেভেন ও এইটের প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ ও বিজ্ঞানের টাস্ক আপলোড করা হয়েছে । নাইন ও টেনের জন্য দেওয়া হয়েছে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ।