ETV Bharat / state

Coal Smuggling Scam: কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য জিটি ভাইকে দিল্লিতে তলব ইডির - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিক মনজিত সিং জিত্তর ওরফে জিটি ভাইকে দিল্লিতে তলব করল ইডি (ED Summons South Kolkata Dhaba Owner) ৷ তাঁকে তাঁর পারিবারিক ব্যবসার সব নথি সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে ৷

Money Recovered from Ballygunge
Money Recovered from Ballygunge
author img

By

Published : Feb 11, 2023, 4:21 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: বালিগঞ্জে এক কোটি 40 লক্ষ টাকা উদ্ধারের (Money Recovered from Ballygunge) ঘটনায় এবার দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিক জিটি ভাই ওরফে মনজিত সিং জিত্তরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) । জানা গিয়েছে, আগামী বুধবার সকাল 10টার মধ্যে দিল্লিতে ইডি সদর দফতরে মনজিত সিং জিত্তরকে যেতে হবে । সূত্রের খবর, মনজিতকে তাঁর পারিবারিক ব্যবসার কাগজপত্র নিয়ে ইডির (ED) দফতরে আসার জন্য বলা হয়েছে ৷

গত বুধবার সন্ধে নাগাদ বালিগঞ্জে গজরাজ সংস্থায় তল্লাশি অভিযান চালান ইডির গোয়েন্দারা । প্রায় ঘণ্টাখানেক ধরে তল্লাশি অভিযান চালানোর পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এক কোটি 40 লক্ষ টাকা । জানা গিয়েছে, ওই টাকাগুলি কয়লা পাচারের টাকা । এরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা গজরাজ সংস্থার একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানতে পারেন যে দক্ষিণ কলকাতায় চক্রবেরিয়া রোডের কাছে একটি গেস্ট হাউস কিনেছিলেন দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিক (South Kolkata Dhaba Owner) ৷ যাঁর নাম মনজিত সিং জিত্তর ওরফে জিটি ভাই ।

ইডি সূত্রে খবর, মনজিত সিং নামে ওই ধাবার মালিক দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের হয়ে চক্রবেরিয়া রোডের কাছে দশ কাঠা জমির উপর একটি গেস্ট হাউস কিনছিলেন ৷ যার বাজার মূল্য 12 কোটি টাকা । কিন্তু খাতায়-কলমে দেখানো হয়েছিল 9 কোটি টাকায় তিনি ওই গেস্ট হাউসটি কিনেছেন । বাকি তিন কোটি টাকার মধ্যে এক কোটি 40 লক্ষ টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা উদ্ধার করেন ৷ জানা যায়, কয়লা পাচারের কালো টাকা সাদা করার জন্যই এই কারবার দীর্ঘদিন ধরে চলছিল ।

চক্রবেড়িয়া রোডের ওই গেস্ট হাউসেও হানা দেয় গোয়েন্দারা । ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই ধাবার ওই মালিককে দিল্লিতে তলব করা হয়েছে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে । সূত্রের খবর, মনজিত সিং একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ওঠাবসা করেছেন । ইডির অভিযোগ, ওই রাজনৈতিক নেতাদের হয়ে একাধিক বেআইনি ব্যবসা দেখভালের দায়িত্ব ছিল মনজিতের উপর ।

আরও পড়ুন: কলকাতায় ফের বান্ডিল-বান্ডিল নোট ! নির্মাণ সংস্থার অফিস থেকে কোটি টাকা বাজেয়াপ্ত ইডির

কলকাতা, 11 ফেব্রুয়ারি: বালিগঞ্জে এক কোটি 40 লক্ষ টাকা উদ্ধারের (Money Recovered from Ballygunge) ঘটনায় এবার দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিক জিটি ভাই ওরফে মনজিত সিং জিত্তরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) । জানা গিয়েছে, আগামী বুধবার সকাল 10টার মধ্যে দিল্লিতে ইডি সদর দফতরে মনজিত সিং জিত্তরকে যেতে হবে । সূত্রের খবর, মনজিতকে তাঁর পারিবারিক ব্যবসার কাগজপত্র নিয়ে ইডির (ED) দফতরে আসার জন্য বলা হয়েছে ৷

গত বুধবার সন্ধে নাগাদ বালিগঞ্জে গজরাজ সংস্থায় তল্লাশি অভিযান চালান ইডির গোয়েন্দারা । প্রায় ঘণ্টাখানেক ধরে তল্লাশি অভিযান চালানোর পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এক কোটি 40 লক্ষ টাকা । জানা গিয়েছে, ওই টাকাগুলি কয়লা পাচারের টাকা । এরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা গজরাজ সংস্থার একাধিক কর্মীর সঙ্গে কথা বলে জানতে পারেন যে দক্ষিণ কলকাতায় চক্রবেরিয়া রোডের কাছে একটি গেস্ট হাউস কিনেছিলেন দক্ষিণ কলকাতার একটি ধাবার মালিক (South Kolkata Dhaba Owner) ৷ যাঁর নাম মনজিত সিং জিত্তর ওরফে জিটি ভাই ।

ইডি সূত্রে খবর, মনজিত সিং নামে ওই ধাবার মালিক দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের হয়ে চক্রবেরিয়া রোডের কাছে দশ কাঠা জমির উপর একটি গেস্ট হাউস কিনছিলেন ৷ যার বাজার মূল্য 12 কোটি টাকা । কিন্তু খাতায়-কলমে দেখানো হয়েছিল 9 কোটি টাকায় তিনি ওই গেস্ট হাউসটি কিনেছেন । বাকি তিন কোটি টাকার মধ্যে এক কোটি 40 লক্ষ টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা উদ্ধার করেন ৷ জানা যায়, কয়লা পাচারের কালো টাকা সাদা করার জন্যই এই কারবার দীর্ঘদিন ধরে চলছিল ।

চক্রবেড়িয়া রোডের ওই গেস্ট হাউসেও হানা দেয় গোয়েন্দারা । ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই ধাবার ওই মালিককে দিল্লিতে তলব করা হয়েছে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে । সূত্রের খবর, মনজিত সিং একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ওঠাবসা করেছেন । ইডির অভিযোগ, ওই রাজনৈতিক নেতাদের হয়ে একাধিক বেআইনি ব্যবসা দেখভালের দায়িত্ব ছিল মনজিতের উপর ।

আরও পড়ুন: কলকাতায় ফের বান্ডিল-বান্ডিল নোট ! নির্মাণ সংস্থার অফিস থেকে কোটি টাকা বাজেয়াপ্ত ইডির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.