কলকাতা, 12 মার্চ : সারদাকাণ্ডে মদন মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরের গোয়েন্দারা। জানা গেছে আগামী 18 মার্চ তাঁকে সিজিও কমপ্লেক্সে সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে নতুন করে সারদা মামলার নথিপত্র ঘেঁটে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের খবর, একাধিকবার সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিয়েছিলেন প্রভাবশালী ব্য়ক্তিরা। সেই টাকা নেওয়ার তালিকায় মদন মিত্রর নাম ছিল। ফলে গোটা ব্যাপারটি নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে ইডির আধিকারিকদের৷ সেবিষয়ে জানতেই সিজিও ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মদন মিত্রকে।
আরও পড়ুন- আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের
এর আগেও সারদা মামলায় আর্থিক তছরুপ এবং একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র ।
এদিকে আইকোর চিটফান্ড কাণ্ড নিয়ে সিবিআই ডেকে পাঠিয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷ যদিও তিনি এখনও চিঠি পাননি বলে জানিয়েছেন ৷ চিঠি পেলে অবশ্য়ই যাবেন বলে জানিয়েছেন ৷