কলকাতা, 24 ফেব্রুয়ারি: নতুন কর্মী নিয়োগের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সল্টলেক সিজিও কমপ্লেক্সের (CGO Complex) দফতরে নতুন একটি দফতর পেতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Gets New Office)।
দিল্লি থেকে আসেন ইডি অধিকর্তা: ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে এই রাজ্যের একাধিক মামলা জমে রয়েছে । সে জন্য চলতি সপ্তাহেই দিল্লি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা সঞ্জয় মিশ্র সিজিও কমপ্লেক্সে আসেন এবং পূর্বাঞ্চলের সব ইডি আধিকারিকদের সঙ্গে তিনি একত্রিত হয়ে ও পৃথক পৃথকভাবে বিভিন্ন তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠক করেন । এই বৈঠকে নিজেদের নানা অভাব অভিযোগ তুলে ধরেন আধিকারিকরা । এরপরই সল্টলেক সিজিও কমপ্লেক্সে ওই একই বিল্ডিং-এ অতিরিক্ত একটি দফতর নিচ্ছে ইডি ।
নতুন অফিসে আধুনিক গ্যাজেট: ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে সারদা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলা রয়েছে । তার বেশিরভাগই এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি । সূত্রের মারফৎ জানা যাচ্ছে যে, এই নতুন অফিসে অত্যন্ত আধুনিক মানের ইলেকট্রনিক্স গ্যাজেট এবং অন্য জায়গার অতিরিক্ত ইডি আধিকারিকদের নিয়োগ করা হবে ।
থাকবে দুটি আধুনিক লকআপ: এই নতুন অফিসে তৈরি করা হচ্ছে দুটি আধুনিক মানের লকআপ । এই লকআপে অভিযুক্তদের রাখা হবে । এর কারণ ইডি দফতরে প্রাথমিক পর্যায়ে একটি লকআপ রয়েছে । সেই লকআপে একাধিক অভিযুক্তকে একসঙ্গে রাখা যেত না ।
আরও পড়ুন:
কেন্দ্রীয় বাহিনীর জন্য পৃথক জায়গা: এ ছাড়াও ইডি সূত্রের খবর, ওই নতুন অফিসে কেন্দ্রীয় বাহিনীর জন্য পৃথক একটি জায়গাও চিহ্নিত করা হয়েছে । জানা গিয়েছে, নতুন অফিসে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল এবং সেই ফাইলগুলি কড়া নজরদারিতে রাখার জন্য যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন, ঠিক সেই রকমই সংশ্লিষ্ট অফিসের পাশে বসছে আধুনিক মানের একাধিক সিসিটিভি ক্যামেরা ।
নানা এসেছে দিল্লির সদর দফতর থেকে: ইতিমধ্যেই ইডি আধিকারিকরা দিল্লিতে সদর দফতরের সঙ্গে এই রাজ্যে নিষ্পত্তি না হওয়া একাধিক মামলা সম্পর্কে আলোচনা করেছেন এবং সেই মামলাগুলি কীভাবে দ্রুত নিষ্পত্তি ঘটানো সম্ভব হবে, সেই নিয়েও একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে ৷