ETV Bharat / state

Teacher Recruitment Scam: কুন্তলের ধূসর ডায়েরিতে 'মিউজিক্যাল নোট' ! - ইডি

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Teacher Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষের একটি ডায়েরি থেকে পাওয়া গেল মিউজিক্যাল নোট (Musical Note in a Grey Diary) ! এ আবার কোন রহস্যের ইঙ্গিত ?

ED found Musical Note in a Grey Diary seized from Kuntal Ghosh House
ফাইল ছবি
author img

By

Published : Feb 4, 2023, 5:53 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া ধূসর ডায়েরিতে মিলল মিউজিক্যাল নোট (Musical Note in a Grey Diary seized from Kuntal Ghosh House) ! আর তা ঘিরেই বাড়ছে রহস্য ৷ ইডি আধিকারিকদের দাবি, বিষয়টি নিয়ে কুন্তলকে একাধিকবার প্রশ্ন করেছেন তাঁরা ৷ জবাবে তৃণমূল কংগ্রেসের যুব নেতা জানিয়েছেন, ওই মিউজিক্যাল নোট আসলে তাঁর লেখা গানের 'কম্পোজিশন' ! কুন্তলের দাবি, তিনি গান লিখতে ভালোবাসেন ৷ বিশেষ করে রাজনৈতিক প্রচারমূলক গান ৷ ইডি সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে ৷

কুন্তল যাই বলুন, তাঁর ধূসর ডায়েরিতে লেখা এইসব মিউজিক্যাল নোট গভীর ভাবনায় ফেলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের ৷ তাঁদের সামনে পরপর অনেকগুলি বিষয় রয়েছে ৷ যেমন, কুন্তলের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ইডি সেসব জিনিস বাজেয়াপ্ত করেছে, তার মধ্যে একাধিক ডায়েরি রয়েছে ৷ সেইসব ডায়েরি থেকে ইতিমধ্য়েই অনেক সূত্র মিলেছে ৷ কোনও ডায়েরিতে রয়েছে বহু মানুষের মোবাইল নম্বর ও তাঁদের ই-মেল আইডি ৷ আবার কোনওটা থেকে পাওয়া গিয়েছে টাকার হিসাব ৷ উদ্ধার হয়েছে সাংকেতিক ভাষায় নানা লেখাও !

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির টাকা কুন্তলের থেকেও পেয়েছিলেন পার্থ, দাবি ইডির

ইডি-র হাতে আসা তথ্য বলছে, টলিউডের সঙ্গে ভালোই যোগযোগ ছিল কুন্তল ঘোষের ৷ তিনি একটি মিউজিক ভিডিয়ো তৈরি করার পরিকল্পনা করেছিলেন বলেও মনে করছেন গোয়েন্দারা ৷ এর জন্য টলিউডে মোটা টাকা বিনিয়োগ করা হয়েছিল ৷ সেই প্রকল্পে একজন ব্যবসায়িক অংশীদার ছিলেন কুন্তলের ৷ সেই অংশীদার নাকি কোনও এক মহিলা ! তবে, কে সেই মহিলা, সেই সম্পর্কে এখনও পর্যন্ত ইডি প্রকাশ্যে কিছু জানায়নি ৷ অন্যদিকে প্রশ্ন উঠছে, টলিউডে বিপুল আর্থিক বিনিয়োগ নিয়েও ৷ তাহলে কি নিয়োগ দুর্নীতির টাকা দিয়েই টলিউডে নিজের কেরিয়ার তৈরি করার ছক কষেছিলেন কুন্তল ?

উল্লেখ্য, শুক্রবারই কুন্তলকে কলকাতার ব্য়াংকশাল আদালতে পেশ করা হয়েছিল ৷ আদালতে তাঁর জামিনের আবেদন গ্রাহ্য করা হয়নি ৷ আদালতকে ইডি-র আইনজীবী জানান, কুন্তলের সঙ্গে প্রভাবশালীদের সরাসরি যোগাযোগ ছিল ৷ এমনকী, নিয়োগ দুর্নীতির মাধ্যমে কুন্তল যে টাকা তুলতেন, তার একটা অংশ পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছেও যেত বলে দাবি করেছেন ইডির আইনজীবী ৷ এখন দেখার, কুন্তলের ডায়ারি থেকে যে সাংকেতিক ভাষা এবং মিউজিক্য়াল নোট পাওয়া গিয়েছে, তার মাধ্যমে নিয়োগ দুর্নীতি সম্পর্কে আরও কোনও তথ্য সামনে আসে কি না !

কলকাতা, 4 ফেব্রুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া ধূসর ডায়েরিতে মিলল মিউজিক্যাল নোট (Musical Note in a Grey Diary seized from Kuntal Ghosh House) ! আর তা ঘিরেই বাড়ছে রহস্য ৷ ইডি আধিকারিকদের দাবি, বিষয়টি নিয়ে কুন্তলকে একাধিকবার প্রশ্ন করেছেন তাঁরা ৷ জবাবে তৃণমূল কংগ্রেসের যুব নেতা জানিয়েছেন, ওই মিউজিক্যাল নোট আসলে তাঁর লেখা গানের 'কম্পোজিশন' ! কুন্তলের দাবি, তিনি গান লিখতে ভালোবাসেন ৷ বিশেষ করে রাজনৈতিক প্রচারমূলক গান ৷ ইডি সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে ৷

কুন্তল যাই বলুন, তাঁর ধূসর ডায়েরিতে লেখা এইসব মিউজিক্যাল নোট গভীর ভাবনায় ফেলে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের ৷ তাঁদের সামনে পরপর অনেকগুলি বিষয় রয়েছে ৷ যেমন, কুন্তলের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ইডি সেসব জিনিস বাজেয়াপ্ত করেছে, তার মধ্যে একাধিক ডায়েরি রয়েছে ৷ সেইসব ডায়েরি থেকে ইতিমধ্য়েই অনেক সূত্র মিলেছে ৷ কোনও ডায়েরিতে রয়েছে বহু মানুষের মোবাইল নম্বর ও তাঁদের ই-মেল আইডি ৷ আবার কোনওটা থেকে পাওয়া গিয়েছে টাকার হিসাব ৷ উদ্ধার হয়েছে সাংকেতিক ভাষায় নানা লেখাও !

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির টাকা কুন্তলের থেকেও পেয়েছিলেন পার্থ, দাবি ইডির

ইডি-র হাতে আসা তথ্য বলছে, টলিউডের সঙ্গে ভালোই যোগযোগ ছিল কুন্তল ঘোষের ৷ তিনি একটি মিউজিক ভিডিয়ো তৈরি করার পরিকল্পনা করেছিলেন বলেও মনে করছেন গোয়েন্দারা ৷ এর জন্য টলিউডে মোটা টাকা বিনিয়োগ করা হয়েছিল ৷ সেই প্রকল্পে একজন ব্যবসায়িক অংশীদার ছিলেন কুন্তলের ৷ সেই অংশীদার নাকি কোনও এক মহিলা ! তবে, কে সেই মহিলা, সেই সম্পর্কে এখনও পর্যন্ত ইডি প্রকাশ্যে কিছু জানায়নি ৷ অন্যদিকে প্রশ্ন উঠছে, টলিউডে বিপুল আর্থিক বিনিয়োগ নিয়েও ৷ তাহলে কি নিয়োগ দুর্নীতির টাকা দিয়েই টলিউডে নিজের কেরিয়ার তৈরি করার ছক কষেছিলেন কুন্তল ?

উল্লেখ্য, শুক্রবারই কুন্তলকে কলকাতার ব্য়াংকশাল আদালতে পেশ করা হয়েছিল ৷ আদালতে তাঁর জামিনের আবেদন গ্রাহ্য করা হয়নি ৷ আদালতকে ইডি-র আইনজীবী জানান, কুন্তলের সঙ্গে প্রভাবশালীদের সরাসরি যোগাযোগ ছিল ৷ এমনকী, নিয়োগ দুর্নীতির মাধ্যমে কুন্তল যে টাকা তুলতেন, তার একটা অংশ পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছেও যেত বলে দাবি করেছেন ইডির আইনজীবী ৷ এখন দেখার, কুন্তলের ডায়ারি থেকে যে সাংকেতিক ভাষা এবং মিউজিক্য়াল নোট পাওয়া গিয়েছে, তার মাধ্যমে নিয়োগ দুর্নীতি সম্পর্কে আরও কোনও তথ্য সামনে আসে কি না !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.