কলকাতা, 17 নভেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) জড়িয়ে রয়েছেন বাংলার একাধিক প্রভাবশালী ব্যক্তি ৷ অনুব্রতকে সামনে রেখেই তাঁরা এই চক্রে জড়িত ছিলেন ৷ এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা ৷ অনুব্রতকে জেরা করলে তাঁদের নাগাল পাওয়া যাবে বলেই মত গোয়েন্দাদের ৷ ইডি সূত্রে তেমনটাই জানা গিয়েছে ৷ গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হল ৷
ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ আগেই পেয়েছিলেন আধিকারিকরা । অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক নথিপত্র ইতিমধ্যেই তাঁদের হাতে এসেছে । বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল তথ্য মিলেছিল ৷
ইডি (ED) সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ফলে গরুপাচার কাণ্ডে বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যে শুধুই যুক্ত রয়েছেন তেমনটা নয়, বরং ইডির গোয়েন্দারা মনে করছেন যে টাকা লেনদেনের ক্ষেত্রে অনুব্রত মণ্ডল ছিলেন চালিকাশক্তি ৷ তাঁকে কেন্দ্র করে ছিলেন একাধিক হেভিওয়েট ব্যক্তি । অনুব্রত মণ্ডলকে জেরা করে এখন সেই সকল প্রভাবশালী ব্যক্তিদের নাগাল পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
গত অগস্টে অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে গ্রেফতার করে সিবিআই (CBI) ৷ বীরভূমের বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তার পর থেকে তিনি প্রথমে ছিলেন সিবিআই হেফাজতে ৷ পরে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত ৷ এই মামলার তদন্ত করছে ইডি ৷ তারা মূলত আর্থিক লেনদেনে কোনও গরমিল আছে কি না, সেই বিষয়টি দেখছে ৷ তারা ইতিমধ্যে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল-সহ একাধিক ব্যক্তি এই মামলায় জেরা করেছে ৷
সম্প্রতি আদালত অনুব্রতকে জেলে গিয়ে জেরা করার জন্য ইডিকে অনুমতি দেয় ৷ তার পর বৃহস্পতিবার আসানসোল বিশেষ সংশোধনাগারে যান ইডির আধিকারিকরা ৷ প্রায় সাড়ে পাঁচঘণ্টা জেরার পর ইডির তরফে জানা যায় যে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ আগামিকালই তাঁকে আবার আদালতে পেশ করা হবে বলে খবর ৷ তাঁকেও দিল্লি নিয়ে যেতে পারে ইডি ৷
গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ৷ তাঁকে প্রথমে সিবিআই গ্রেফতার করে ৷ সিবিআই হেফাজত শেষে তিনিও বিচারবিভাগীয় হেফাজতে আসানসোল বিশেষ সংশোধনাগারে ছিলেন ৷ তাঁকেও জেরার পর গ্রেফতার করে ইডি ৷ পরে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয় ৷ সেই কারণেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এখন দেখার ইডি আদালতে কী আবেদন করে, আর তার প্রেক্ষিতে আদালত কী নির্দেশ দেয় ৷
আরও পড়ুন: গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার অনুব্রত, এবার কি তবে দিল্লির পথে ?