ETV Bharat / state

ED Arrests Partha Update: দু'দিনের ইডি হেফাজত, স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে - সুকান্ত আচার্য

শেষমেশ গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে (ED Arrests Partha) ৷ আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও ৷ তাঁর ফ্ল্যাট থেকে গতকাল 21 কোটি টাকা উদ্ধার করেছে ইডি ৷ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ফোনে পাননি তৃণমূল সুপ্রিমোকে, জানালেন পার্থ ৷ এদিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁর 2 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন ৷

Partha Arrested
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার
author img

By

Published : Jul 23, 2022, 10:09 AM IST

Updated : Jul 23, 2022, 7:39 PM IST

কলকাতা, 23 জুলাই: দু'দিনের ইডি হেফাজত হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ৷ শনিবার তাঁর গ্রেফতারির পর পার্থকে ব্যঙ্কশাল কোর্টে নিয়ে যায় ইডি ৷ এই কেন্দ্রীয় সংস্থার তরফে পার্থ চট্টোপাধ্য়ায়ের 14 দিনের ইডি হেফাজত চাওয়া হয় ৷ তবে বিচারক তাঁর 2 দিনের ইডি হেফাজত মঞ্জুর করেন ৷ আদালতের নির্দেশের প্রেক্ষিতে এদিনই এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দীর্ঘ সাড়ে 27 ঘণ্টা ম্যারাথন জেরা চলার পর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা । এদিনই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয় ৷ মন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী ৷ কিন্তু এই গ্রেফতারির সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাননি তৃণমূল মহাসচিব ৷ এদিন গ্রেফতারির পর জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পার্থকে ৷ সেখান থেকে বেরোনোর পর তৃণমূল মহাসচিব জানান, 'দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পাইনি।' রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ও ৷ তাঁকে আটক করা হয়েছে এবং জেরা করা হবে ৷ পার্থকে ইডির বিশেষ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন আধিকারিকেরা ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সব প্রশ্নের জবাব ঠিকঠাক দেননি তৎকালীন শিক্ষামন্ত্রী, তা জানার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা (ED arrests Former Education Minister Partha Chatterjee over SSC Recruitment Scam Case in Kolkata) ৷

ব্যাঙ্কশাল আদালতে তোলা হল পার্থকে

পার্থ চট্টোপাধ্যায়ের পর তাঁর আপ্তসহায়ক সুকান্ত আচার্যকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে একাধিক তথ্য প্রমাণ পেয়ে সুকান্ত আচার্যকে একাধিকবার জেরা করে ইডি। জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত একাধিক তথ্য তিনি জানতেন । পাশাপাশি তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এসএসসি সংক্রান্ত বেশকিছু নথিপত্র উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ।

2019-এর ফেব্রুয়ারি, রাজ্যের এক প্রথমসারির পুলিশকর্তার হয়ে রাজপথে ধরনায় বসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । সে সময় তাঁর একটি মন্তব্য সংবাদ-শিরোনামে জায়গা করে নিয়েছিল, "... জন্য আমি জীবন দিতেও রাজি ।" আজ 2022-এর 23 জুলাই । গ্রেফতারির পর জোকায় স্বাস্থ্য পরীক্ষার করে বেরিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, "দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম । পাইনি ।" রাজনৈতিক মহল কিন্তু এই দু'টি ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজছেন ৷ প্রশ্ন তুলছেন কেন ফোনে পাওয়া গেল না নেত্রীকে !

গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়কে সোজা বেহালার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর ইসিজি-সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় । সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী-সহ ঘনিষ্ঠরা । ইডি সূত্রে খবর, এরপর তাঁকে নিয়ে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে । ইডির তরফে আদালতে জানানো হবে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে 21 কোটি টাকা-সহ একাধিক বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে । তাছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির সঙ্গে জিজ্ঞাসাবাদে কোনও রকম সহযোগিতা করেননি ৷ তাই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন ।

পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত এসএসসি এবং টেট দুর্নীতি কাণ্ডে যে সব প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে গিয়েছেন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে আপ্রাণ চেষ্টা চালাবেন ইডি আধিকারিকেরা । আজ সকাল দশটায নাগাদ নাকতলার বাড়িতে গ্রেফতার হন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

শুক্রবার আনুমানিক সকাল 8টা নাগাদ তাঁর নাকতলার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেরা করেছে ইডি ৷ জানা গিয়েছে, এর আগে এত দীর্ঘ সময় ধরে কোনও অভিযুক্তকে জেরা করেনি কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জিজ্ঞাসাবাদে ইডি আধিকারিকদের সহায়তা না-করার কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

গতকাল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র পায় তদন্তকারী সংস্থা ৷ তারপর সেখান থেকে রাতেই শিল্পমন্ত্রী তথা তৃণমূল নেতার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে খবর, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী-মডেল অর্পিতাও । দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ 21 কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি ৷ এই বিপুল টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে তিনটি মেশিন নিয়ে আসা হয়েছে, ডাকা হয়েছে ব্যাঙ্ক আধিকারিকদেরও ৷ এছাড়াও 50 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, 20টি মোবাইল পাওয়া গিয়েছে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে বিভিন্ন সরকারি কাগজপত্রে সই করানো হয়েছে । সেই সইয়ের কারণ জানতে চাইলে তিনি দাবি করছেন, তাঁর এখন কিছু মনে নেই ৷ এমনকী অনেক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পাওয়া গিয়েছে ৷ প্রথম সারির তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে থাকা যাবতীয় জিনিসপত্র তদন্তকারী সংস্থাকে হস্তান্তর করে দেওয়ার কথাও জানানো হয়েছে । অনুমান, নিরাপত্তার খাতিরে তাঁকে রাজ্যের বাইরে কোথাও নিয়ে যেতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সূত্রের খবর তেমনই ।

আরও পড়ুন: "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই", সাফাই কুণালের

কলকাতা, 23 জুলাই: দু'দিনের ইডি হেফাজত হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ৷ শনিবার তাঁর গ্রেফতারির পর পার্থকে ব্যঙ্কশাল কোর্টে নিয়ে যায় ইডি ৷ এই কেন্দ্রীয় সংস্থার তরফে পার্থ চট্টোপাধ্য়ায়ের 14 দিনের ইডি হেফাজত চাওয়া হয় ৷ তবে বিচারক তাঁর 2 দিনের ইডি হেফাজত মঞ্জুর করেন ৷ আদালতের নির্দেশের প্রেক্ষিতে এদিনই এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত দীর্ঘ সাড়ে 27 ঘণ্টা ম্যারাথন জেরা চলার পর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা । এদিনই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয় ৷ মন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী ৷ কিন্তু এই গ্রেফতারির সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাননি তৃণমূল মহাসচিব ৷ এদিন গ্রেফতারির পর জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় পার্থকে ৷ সেখান থেকে বেরোনোর পর তৃণমূল মহাসচিব জানান, 'দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পাইনি।' রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ও ৷ তাঁকে আটক করা হয়েছে এবং জেরা করা হবে ৷ পার্থকে ইডির বিশেষ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন আধিকারিকেরা ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সব প্রশ্নের জবাব ঠিকঠাক দেননি তৎকালীন শিক্ষামন্ত্রী, তা জানার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা (ED arrests Former Education Minister Partha Chatterjee over SSC Recruitment Scam Case in Kolkata) ৷

ব্যাঙ্কশাল আদালতে তোলা হল পার্থকে

পার্থ চট্টোপাধ্যায়ের পর তাঁর আপ্তসহায়ক সুকান্ত আচার্যকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে একাধিক তথ্য প্রমাণ পেয়ে সুকান্ত আচার্যকে একাধিকবার জেরা করে ইডি। জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত একাধিক তথ্য তিনি জানতেন । পাশাপাশি তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এসএসসি সংক্রান্ত বেশকিছু নথিপত্র উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ।

2019-এর ফেব্রুয়ারি, রাজ্যের এক প্রথমসারির পুলিশকর্তার হয়ে রাজপথে ধরনায় বসেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । সে সময় তাঁর একটি মন্তব্য সংবাদ-শিরোনামে জায়গা করে নিয়েছিল, "... জন্য আমি জীবন দিতেও রাজি ।" আজ 2022-এর 23 জুলাই । গ্রেফতারির পর জোকায় স্বাস্থ্য পরীক্ষার করে বেরিয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, "দলনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম । পাইনি ।" রাজনৈতিক মহল কিন্তু এই দু'টি ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজছেন ৷ প্রশ্ন তুলছেন কেন ফোনে পাওয়া গেল না নেত্রীকে !

গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়কে সোজা বেহালার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর ইসিজি-সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় । সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী-সহ ঘনিষ্ঠরা । ইডি সূত্রে খবর, এরপর তাঁকে নিয়ে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে । ইডির তরফে আদালতে জানানো হবে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে 21 কোটি টাকা-সহ একাধিক বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে । তাছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির সঙ্গে জিজ্ঞাসাবাদে কোনও রকম সহযোগিতা করেননি ৷ তাই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন ।

পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত এসএসসি এবং টেট দুর্নীতি কাণ্ডে যে সব প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে গিয়েছেন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে আপ্রাণ চেষ্টা চালাবেন ইডি আধিকারিকেরা । আজ সকাল দশটায নাগাদ নাকতলার বাড়িতে গ্রেফতার হন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

শুক্রবার আনুমানিক সকাল 8টা নাগাদ তাঁর নাকতলার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেরা করেছে ইডি ৷ জানা গিয়েছে, এর আগে এত দীর্ঘ সময় ধরে কোনও অভিযুক্তকে জেরা করেনি কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জিজ্ঞাসাবাদে ইডি আধিকারিকদের সহায়তা না-করার কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার ইডি'র

গতকাল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র পায় তদন্তকারী সংস্থা ৷ তারপর সেখান থেকে রাতেই শিল্পমন্ত্রী তথা তৃণমূল নেতার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে খবর, এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী-মডেল অর্পিতাও । দক্ষিণ কলকাতায় তাঁর ডায়মন্ড সিটি সাউথের আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ 21 কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি ৷ এই বিপুল টাকা গোনার জন্য ব্যাঙ্ক থেকে তিনটি মেশিন নিয়ে আসা হয়েছে, ডাকা হয়েছে ব্যাঙ্ক আধিকারিকদেরও ৷ এছাড়াও 50 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, 20টি মোবাইল পাওয়া গিয়েছে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে বিভিন্ন সরকারি কাগজপত্রে সই করানো হয়েছে । সেই সইয়ের কারণ জানতে চাইলে তিনি দাবি করছেন, তাঁর এখন কিছু মনে নেই ৷ এমনকী অনেক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পাওয়া গিয়েছে ৷ প্রথম সারির তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে থাকা যাবতীয় জিনিসপত্র তদন্তকারী সংস্থাকে হস্তান্তর করে দেওয়ার কথাও জানানো হয়েছে । অনুমান, নিরাপত্তার খাতিরে তাঁকে রাজ্যের বাইরে কোথাও নিয়ে যেতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সূত্রের খবর তেমনই ।

আরও পড়ুন: "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই", সাফাই কুণালের

Last Updated : Jul 23, 2022, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.