ETV Bharat / state

Menaka Gambhir: মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি, শুনানি 16 নভেম্বর - জিজ্ঞাসাবাদ

কয়লাপাচার মামলায় (Coal Smuggling Scam) মানেকা গম্ভীরকে (Menaka Gambhir) দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED)-এর ৷ মামলার শুনানি হবে আগামী 16 নভেম্বর ৷

ED appeals permission from Calcutta High Court Division Bench to interrogate Menaka Gambhir in Delhi regarding Coal Smuggling Scam
Menaka Gambhir: মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ডিভিশন বেঞ্চে ইডি, শুনানি 16 নভেম্বর
author img

By

Published : Nov 10, 2022, 8:06 PM IST

কলকাতা, 10 নভেম্বর: গরুপাচার কাণ্ডে একের পর এক হেভিওয়েটকে দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ অন্যদিকে, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Scam) দু'বার দিল্লিতে ইডি-এর সদর দফতরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ সামলেছেন লম্বা জিজ্ঞাসাবাদ ৷ প্রশ্ন উঠছে, এবার কি তাঁর শ্যালিকাকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে ? এর উত্তর মিলতে পারে আগামী 16 নভেম্বর ৷ কারণ, ওই দিনই এই সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷

উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেকের শ্যালিকা মানেকা গম্ভীরকে (Menaka Gambhir) ৷ কিন্তু, পরবর্তীতে ইডি-এর তরফ থেকে জানানো হয়, তদন্তের স্বার্থে মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা ৷ বেঁকে বসেন মানেকা ৷ কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে মানেকার আইনজীবী আবেদন করেন, তাঁর মক্কেলকে যদি জিজ্ঞাসাবাদ করতেই হয়, তবে তা কলকাতাতেই করা হোক ৷ গত 30 অগস্ট সেই মামলার রায় মানেকার পক্ষে যায় ৷ বিচাপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, মানেকাকে ইডি-এর কলকাতা কার্যালয়েই জিজ্ঞাসাবাদ করতে হবে ৷

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

পরবর্তীতে, সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে ইডি ৷ এবার মামলা করা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ আগামী 16 নভেম্বর সেই মামলারই শুনানি হবে ৷ প্রসঙ্গত, কয়লাপাচার মামলায় মানেকার পাশাপাশি তাঁর দিদি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ রুচিরাকেও দিল্লিতে তলব করা হয়েছিল ৷ কিন্তু, তিনি দিল্লি যাননি ৷ পরবর্তীতে কলকাতায় তাঁর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এদিকে, সম্প্রতি মানেকা বিদেশ যেতে চাইলে দমদম বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয় ৷ তারপর থেকেই দফায় দফায় আদালতের চক্কর কাটতে হচ্ছে মানেকাকে ৷

কলকাতা, 10 নভেম্বর: গরুপাচার কাণ্ডে একের পর এক হেভিওয়েটকে দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ অন্যদিকে, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Scam) দু'বার দিল্লিতে ইডি-এর সদর দফতরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ সামলেছেন লম্বা জিজ্ঞাসাবাদ ৷ প্রশ্ন উঠছে, এবার কি তাঁর শ্যালিকাকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে ? এর উত্তর মিলতে পারে আগামী 16 নভেম্বর ৷ কারণ, ওই দিনই এই সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷

উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেকের শ্যালিকা মানেকা গম্ভীরকে (Menaka Gambhir) ৷ কিন্তু, পরবর্তীতে ইডি-এর তরফ থেকে জানানো হয়, তদন্তের স্বার্থে মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা ৷ বেঁকে বসেন মানেকা ৷ কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে মানেকার আইনজীবী আবেদন করেন, তাঁর মক্কেলকে যদি জিজ্ঞাসাবাদ করতেই হয়, তবে তা কলকাতাতেই করা হোক ৷ গত 30 অগস্ট সেই মামলার রায় মানেকার পক্ষে যায় ৷ বিচাপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, মানেকাকে ইডি-এর কলকাতা কার্যালয়েই জিজ্ঞাসাবাদ করতে হবে ৷

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

পরবর্তীতে, সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে ইডি ৷ এবার মামলা করা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ আগামী 16 নভেম্বর সেই মামলারই শুনানি হবে ৷ প্রসঙ্গত, কয়লাপাচার মামলায় মানেকার পাশাপাশি তাঁর দিদি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ রুচিরাকেও দিল্লিতে তলব করা হয়েছিল ৷ কিন্তু, তিনি দিল্লি যাননি ৷ পরবর্তীতে কলকাতায় তাঁর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এদিকে, সম্প্রতি মানেকা বিদেশ যেতে চাইলে দমদম বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয় ৷ তারপর থেকেই দফায় দফায় আদালতের চক্কর কাটতে হচ্ছে মানেকাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.