কলকাতা, 10 নভেম্বর: গরুপাচার কাণ্ডে একের পর এক হেভিওয়েটকে দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) বা ইডি (ED) ৷ অন্যদিকে, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Scam) দু'বার দিল্লিতে ইডি-এর সদর দফতরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ সামলেছেন লম্বা জিজ্ঞাসাবাদ ৷ প্রশ্ন উঠছে, এবার কি তাঁর শ্যালিকাকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে ? এর উত্তর মিলতে পারে আগামী 16 নভেম্বর ৷ কারণ, ওই দিনই এই সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷
উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেকের শ্যালিকা মানেকা গম্ভীরকে (Menaka Gambhir) ৷ কিন্তু, পরবর্তীতে ইডি-এর তরফ থেকে জানানো হয়, তদন্তের স্বার্থে মানেকাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা ৷ বেঁকে বসেন মানেকা ৷ কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে মানেকার আইনজীবী আবেদন করেন, তাঁর মক্কেলকে যদি জিজ্ঞাসাবাদ করতেই হয়, তবে তা কলকাতাতেই করা হোক ৷ গত 30 অগস্ট সেই মামলার রায় মানেকার পক্ষে যায় ৷ বিচাপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, মানেকাকে ইডি-এর কলকাতা কার্যালয়েই জিজ্ঞাসাবাদ করতে হবে ৷
আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির
পরবর্তীতে, সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে ইডি ৷ এবার মামলা করা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ আগামী 16 নভেম্বর সেই মামলারই শুনানি হবে ৷ প্রসঙ্গত, কয়লাপাচার মামলায় মানেকার পাশাপাশি তাঁর দিদি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ রুচিরাকেও দিল্লিতে তলব করা হয়েছিল ৷ কিন্তু, তিনি দিল্লি যাননি ৷ পরবর্তীতে কলকাতায় তাঁর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এদিকে, সম্প্রতি মানেকা বিদেশ যেতে চাইলে দমদম বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয় ৷ তারপর থেকেই দফায় দফায় আদালতের চক্কর কাটতে হচ্ছে মানেকাকে ৷