কলকাতা, ২২ এপ্রিল : নিজের কেন্দ্রের প্রচার শেষ হয়ে গেছে। তারপরও মুর্শিদাবাদের BJP প্রার্থী হুমায়ুন কবীর উঠে পড়লেন যোগী আদিত্যনাথের সভামঞ্চে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তুলে ধরলেন হুমায়ুন কবীরের হাত। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নজরে এসেছে নির্বাচন কমিশনের। তড়িঘড়ি এই বিষয়ে মুর্শিদাবাদের জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল কমিশন। বিষয়টি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে কি না তা খতিয়ে দেখছে কমিশন।
আজ বহরমপুরে যোগী আদিত্যনাথের সভামঞ্চে হাজির হন হুমায়ুন। শুধু তাই নয়, সভার শেষ পর্যায়ে হুমায়ুন কবীরের হাত তুলে ধরেন যোগী। সেই সভার লাইভ সম্প্রচার মিডিয়া ওয়াচেও ধরা পড়ে। তারপরই তড়িঘড়ি রিপোর্ট চাওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর। বিষয়টিতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে কি না তা খতিয়ে দেখছে কমিশন। যেহেতু তিনি নিজের কেন্দ্রের বাইরে প্রচারমঞ্চে ছিলেন, তাই তৈরি হয়েছে ধন্দ। আদর্শ আচরণ বিধি বলছে, প্রচার শেষ হয়ে যাওয়ার পর কোনও কেন্দ্রের কোনও প্রার্থী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন না। এমন কী মুখে দলের প্রতীক লাগিয়ে ঘোরার যে রেওয়াজ ইদানিং শুরু হয়েছে সেটিও তিনি করতে পারেন না। এই বিষয়ে এবার নির্বাচনে অনেকগুলি অভিযোগ জমা পড়েছে।
অতীতে নানা সময়ে হুমায়ন কবীরের বিতর্কিত মন্তব্য নিয়ে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। তবে এবার নির্বাচনে তাঁর বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ ওঠেনি। নির্বাচনের ঠিক একদিন আগে গুরুতর নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।