ETV Bharat / state

তারকেশ্বরে “ছাপ্পার" বুথে পুনর্নির্বাচন

author img

By

Published : May 11, 2019, 1:55 AM IST

Updated : May 11, 2019, 9:18 AM IST

হুগলির তারকেশ্বরের নস্করপুরের 110 নম্বর বুথে তৃণমূল যুবনেতার বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে । আবার ব্যারাকপুরের বীজপুরের 116 নম্বর বুথে মকপোল ডিলিট করতে ভুলে যান প্রিজ়াইডিং অফিসার । এই দুই বুথে রবিবার হবে পুনর্নির্বাচন । কমিশনের ঘোষণা মতো কেতুগ্রামের 52 নম্বর বুথেও পুনর্নির্বাচন হবে ।

ছবিটি প্রতীকী

কলকাতা, 11 মে : ষষ্ঠ দফার ভোটের সঙ্গেই পঞ্চম দফার দুটি বুথেও হবে পুনর্নির্বাচন । নির্বাচন সদনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে সে কথা । আর কেতুগ্রামের 52 নম্বর বুথে পুনর্নির্বাচনের কথা আগেই জানিয়ে দিয়েছিল কমিশন । অর্থাৎ ওই দিন মোট তিনটি বুথে পুনর্নির্বাচন হবে ।

কমিশন সূত্রে খবর, পঞ্চম দফার দুটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ আসে জেলা থেকে । হুগলির তারকেশ্বরের নস্করপুরের 110 নম্বর বুথে তৃণমূল যুবনেতার বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে । এই ঘটনায় ওই বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয় । জেলা প্রশাসনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে সেই বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয় । পাশাপাশি, ব্যারাকপুরের বীজপুরের 116 নম্বর বুথে মকপোল ডিলিট করতে ভুলে যান প্রিজ়াইডিং অফিসার । এরপরও প্রায় 85 জনের ভোট হয় । এই ঘটনাতেও সরিয়ে দেওয়া হয় সেখানকার প্রিজ়াইডিং অফিসারকে । এই বুথেও জেলা থেকে সুপারিশ করা হয় পুনর্নির্বাচনের । গতকাল স্ক্রুটিনিগুলি ভ্যালিডেট করেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । তারপর তা পাঠানো হয় দিল্লির নির্বাচন সদনে ।

সেই সুপারিশের পরিপ্রেক্ষিতেই ওই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন । কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার পুনর্নির্বাচন হবে।

কলকাতা, 11 মে : ষষ্ঠ দফার ভোটের সঙ্গেই পঞ্চম দফার দুটি বুথেও হবে পুনর্নির্বাচন । নির্বাচন সদনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে সে কথা । আর কেতুগ্রামের 52 নম্বর বুথে পুনর্নির্বাচনের কথা আগেই জানিয়ে দিয়েছিল কমিশন । অর্থাৎ ওই দিন মোট তিনটি বুথে পুনর্নির্বাচন হবে ।

কমিশন সূত্রে খবর, পঞ্চম দফার দুটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ আসে জেলা থেকে । হুগলির তারকেশ্বরের নস্করপুরের 110 নম্বর বুথে তৃণমূল যুবনেতার বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে । এই ঘটনায় ওই বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয় । জেলা প্রশাসনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে সেই বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয় । পাশাপাশি, ব্যারাকপুরের বীজপুরের 116 নম্বর বুথে মকপোল ডিলিট করতে ভুলে যান প্রিজ়াইডিং অফিসার । এরপরও প্রায় 85 জনের ভোট হয় । এই ঘটনাতেও সরিয়ে দেওয়া হয় সেখানকার প্রিজ়াইডিং অফিসারকে । এই বুথেও জেলা থেকে সুপারিশ করা হয় পুনর্নির্বাচনের । গতকাল স্ক্রুটিনিগুলি ভ্যালিডেট করেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । তারপর তা পাঠানো হয় দিল্লির নির্বাচন সদনে ।

সেই সুপারিশের পরিপ্রেক্ষিতেই ওই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন । কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার পুনর্নির্বাচন হবে।

Intro:কলকাতা, ১০ মে: ষষ্ঠ দফার ভোটে সঙ্গেই পঞ্চম দফার দুটি বুথেও হবে পুনর্নির্বাচন। কিছুক্ষণ আগেই নির্বাচন সদনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেওয়া হয়েছে সে কথা। আর কেতুগ্রামের 52 নম্বর বুথে পুনর্নির্বাচনের কথা আগেই জানিয়ে দিয়েছিল কমিশন। অর্থাৎ ওই দিন মোট তিনটি বুথে পুননির্বাচন হবে।
Body:কমিশন সূত্রে খবর, পঞ্চম দফার দুটি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ আসে জেলা থেকে। হুগলির তারকেশ্বরের নস্করপুরের 110 নম্বর বুথে তৃণমূল যুব নেতার বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয় সেই বুথে পুনর্নির্বাচন। পাশাপাশি, ব্যারাকপুরের বিজপুরের 116 নম্বর বুথে মকপোল ডিলিট করতে ভুলে যান প্রিজ়াইডিং অফিসার । এরপর প্রায় 85 জনের ভোট হয়ে যায় । এই ঘটনায় সরিয়ে দেওয়া হয় সেখানকার প্রিজ়াইডিং অফিসারকে । জেলা থেকে সুপারিশ করা হয় পুনর্নির্বাচনের । গতকাল স্ক্রুটিনিগুলি ভ্যালিডেট করেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক । তারপর তা পাঠানো হয় দিল্লির নির্বাচন সদনে ।Conclusion:সেই সুপারিশের পরিপ্রেক্ষিতেই ওই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন । কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী রবিবার অভিযোগ পুনর্নির্বাচন নেওয়া হবে।
Last Updated : May 11, 2019, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.