কলকাতা, 27 অক্টোবর : বল নিয়ে মাঠে নেমে পড়ল ইস্টবেঙ্গল । আজ দলের অন্যতম সহকারী কোচ রেনেডি সিংয়ের অধীনে অনুশীলন করলেন দলের বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার । 16 অক্টোবর গোয়ায় পা দেওয়ার পর এই প্রথমবার বল নিয়ে মাঠে নামল ইস্টবেঙ্গল । কোচ রবি ফাওলারের বাধ্যতামূলক স্বেচ্ছানির্বাসন চলছে । এরমধ্যে যেসব ফুটবলারের কোয়ারানটিনের মেয়াদ শেষ হয়েছে তাদের নিয়েই রেনেডি সিং মাঠে নামলেন ।
বল নিয়ে নাড়াচাড়ার চেয়ে ফিজ়িকাল ফিটনেসের উপর জোর দেওয়া হয়েছে । ইতিমধ্যে দলের কোচিং ব্রিগেডের অন্যতম সদস্য গ্র্যান্ট বলেন, ঘরবন্দী থাকলেও ফুটবলারদের নির্দিষ্ট ট্রেনিং শিডিউল দেওয়া হয়েছে । সেভাবেই তাঁরা তৈরি হচ্ছেন । ISL-এ দলের ভালো পারফরম্যান্সের ব্যাপারে তিনি আশাবাদী । এদিকে লাল হলুদ শিবিরে এখন T-20 মেজাজে ইনিংস গোছানোর তৎপরতা । এবং সেই কাজে নেতৃত্বে অবশ্যই কোচ রবি ফাওলার । নভেম্বর মাসের 20 তারিখ ISL-এ বল গড়াবে । শোনা যাচ্ছে প্রথম পর্বের শেষভাগে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে । তাহলেও হাতে একমাসের কম সময় । রবি ফাওলার সহ দলের সিংহভাগ বিদেশি ব্রিগেডের স্বেচ্ছা নির্বাসন পর্ব এই মাসের শেষ দিন অতিক্রান্ত হবে । ফলে ইস্টবেঙ্গল অনুশীলন পুরোদমে শুরু করবে আগামী মাসের শুরুতে ।
ভারতীয় ফুটবলাররা সকলেই চলে এসেছেন এবং মাঠে নেমে পড়েছেন । স্কট নেভিল,ড্যানি ফক্স,অ্যান্টনি পিলকিংটন, জ্যাকুয়াস ম্যাঘোমা, মাত্তি স্টেইনম্যান, অ্যারন আমাডি হলোওয়ে ছ'জন বিদেশিদের সকলেই গোয়ায় রয়েছেন । ভারতীয় ফুটবলারদের প্রথম দিনের বল নিয়ে অনুশীলন পর্ব, ঘরবন্দী অবস্থায় ফুটবলারদের ট্রেনিং শিডিউল এবং গত মরশুমের ISL-র ম্যাচের ভিডিয়ো ফাওলার খুঁটিয়ে দেখছেন বলে খবর । একই সঙ্গে দলের ভারতীয় ফুটবলারদের খেলার ভিডিয়ো দেখে পুরো দল সম্পর্কে ধারণা তৈরি করার চেষ্টা করছেন লিভারপুলের প্রাক্তনী ।
ISl-এর দিন ঘোষণা হয়েছে । সূচি দ্রুত প্রকাশিত হবে । ইস্টবেঙ্গল যেহেতু সবার শেষে ISL-এ অন্তর্ভুক্ত হয়েছে, তাই তাদের ব্যাপারে বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারটি পরোক্ষভাবে FSDL করছে । হয়তো সূচিতে প্রথম পর্বের শেষে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে । তবে লাল হলুদের অন্দরে এই বিষয়ে রাশ আলগা করার কোনও ইঙ্গিত নেই । বরং প্রথম ম্যাচ খেলতে হবে ধরে নিয়ে প্রস্তুতির তৎপরতা ।