ETV Bharat / state

কলকাতা ডার্বির ফিরতি লড়াই 19 ফেব্রুয়ারি

author img

By

Published : Jan 3, 2021, 6:56 AM IST

বর্তমানে একটি দল দ্বিতীয় স্থানে, অন্যটি দশম । কিন্তু ডার্বি মানেই স্কিল ছাপিয়ে স্নায়ুর লড়াইয়ে টেক্কা দেওয়ার ম্যাচ । তাই প্রথম পর্বের ফলাফলকে আপাতত দূরে সরিয়ে রেখে মাঠে নামার পরিকল্পনা করছে দুই শিবিরই ।

আইএসএল
আইএসএল

কলকাতা, 3 জানুয়ারি : কলকাতা ডার্বির ফিরতি লড়াই 19 ফেব্রুয়ারি । শনিবার আইএসএলের দ্বিতীয় দফার ক্রীড়াসূচি প্রকাশ হয়েছে । 11 জানুয়ারি প্রথম পর্ব শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্ব শুরু হবে 12 জানুয়ারি থেকে । প্রথম পর্বে 20 নভেম্বর এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে চলতি মরশুমে আইএসএলের যাত্রা হয়েছিল । দ্বিতীয় পর্বের খেলা হাবাসের দল শেষ করবে 28 ফেব্রুয়ারি । সেদিন রয় কৃষ্ণদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ।

19 ফেব্রুয়ারি ডার্বি ছাড়া এটিকে মোহনবাগানের দ্বিতীয় পর্বে বাকি ম্যাচের তালিকা দেখে নেওয়া যাক । 17 জানুয়ারি প্রতিপক্ষ এফসি গোয়া, 21 জানুয়ারি প্রতিপক্ষ চেন্নায়িন সিটি এফসি, 26 জানুয়ারি প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড, 31 জানুয়ারি প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, 6 ফেব্রুয়ারি প্রতিপক্ষ ওড়িশা এফসি, 14 ফেব্রুয়ারি প্রতিপক্ষ জামশেদপুর এফসি, 22ফেব্রুয়ারি প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি, 28 ফেব্রুয়ারি প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ।

দ্বিতীয় পর্বে এসসি ইস্টবেঙ্গলের প্রথম খেলা 15 জানুয়ারি । প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স । 18 জানুয়ারি চেন্নায়িন সিটি এফসির বিরুদ্ধে খেলবে ফাওলারের ছেলেরা । 22 জানুয়ারি প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ।29 জানুয়ারি লাল হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া । 2 ফেব্রুয়ারি পিলকিংটনদের খেলতে হবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে । 7ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি । 12 ফেব্রুয়ারি প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । 27 ফেব্রুয়ারি ফাওলারের লাল হলুদ খেলবে ওড়িশা এফসির বিরুদ্ধে ।

আরও পড়ুন : কৃষ্ণ, মনবীরের গোলে আইএসএল-ডার্বির রং সবুজ-মেরুন

28ফেব্রুয়ারি লিগের সব খেলা শেষ হলে পয়েন্টের ভিত্তিতে প্রথম চার দলকে নিয়ে শেষচারের লড়াই শুরু হবে । এদিকে প্রথম পর্বের ডার্বিতে শেষ হাসি হেসেছিলেন হাবাসের ছেলেরা । দিনের শেষে এটিকে-মোহনবাগানের পক্ষে 2-0 গোল এলেও মাঝমাঠে বলদখলের লড়াইতে কিন্তু অনেকটাই এগিয়ে ছিল লাল-হলুদ শিবির । তবে শেষ পর্যন্ত মর্যাদার ডার্বিতে জয়ী হয়েছিল হাবাসের দল । এবার আরও একটি ডার্বি । বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা, তাতে সবুজ-মেরুনরা 8 ম্যাচে 17 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে । অন্যদিকে ফাওলারের লাল-হলুদরা রয়েছে দশম স্থানে । 7 ম্যাচে লাল-হলুদের দখলে মাত্র 3 পয়েন্ট । ডার্বি মানেই স্কিল ছাপিয়ে স্নায়ুর লড়াইয়ে টেক্কা দেওয়ার ম্যাচ । তাই আগের ম্যাচের ফলাফলকে পাশে সরিয়ে রেখে নতুন করে অতি সাবধানতার সঙ্গে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে দুই শিবিরই ।

কলকাতা, 3 জানুয়ারি : কলকাতা ডার্বির ফিরতি লড়াই 19 ফেব্রুয়ারি । শনিবার আইএসএলের দ্বিতীয় দফার ক্রীড়াসূচি প্রকাশ হয়েছে । 11 জানুয়ারি প্রথম পর্ব শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্ব শুরু হবে 12 জানুয়ারি থেকে । প্রথম পর্বে 20 নভেম্বর এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে চলতি মরশুমে আইএসএলের যাত্রা হয়েছিল । দ্বিতীয় পর্বের খেলা হাবাসের দল শেষ করবে 28 ফেব্রুয়ারি । সেদিন রয় কৃষ্ণদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ।

19 ফেব্রুয়ারি ডার্বি ছাড়া এটিকে মোহনবাগানের দ্বিতীয় পর্বে বাকি ম্যাচের তালিকা দেখে নেওয়া যাক । 17 জানুয়ারি প্রতিপক্ষ এফসি গোয়া, 21 জানুয়ারি প্রতিপক্ষ চেন্নায়িন সিটি এফসি, 26 জানুয়ারি প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড, 31 জানুয়ারি প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, 6 ফেব্রুয়ারি প্রতিপক্ষ ওড়িশা এফসি, 14 ফেব্রুয়ারি প্রতিপক্ষ জামশেদপুর এফসি, 22ফেব্রুয়ারি প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি, 28 ফেব্রুয়ারি প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ।

দ্বিতীয় পর্বে এসসি ইস্টবেঙ্গলের প্রথম খেলা 15 জানুয়ারি । প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স । 18 জানুয়ারি চেন্নায়িন সিটি এফসির বিরুদ্ধে খেলবে ফাওলারের ছেলেরা । 22 জানুয়ারি প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি ।29 জানুয়ারি লাল হলুদের প্রতিপক্ষ এফসি গোয়া । 2 ফেব্রুয়ারি পিলকিংটনদের খেলতে হবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে । 7ফেব্রুয়ারি এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি । 12 ফেব্রুয়ারি প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি । 27 ফেব্রুয়ারি ফাওলারের লাল হলুদ খেলবে ওড়িশা এফসির বিরুদ্ধে ।

আরও পড়ুন : কৃষ্ণ, মনবীরের গোলে আইএসএল-ডার্বির রং সবুজ-মেরুন

28ফেব্রুয়ারি লিগের সব খেলা শেষ হলে পয়েন্টের ভিত্তিতে প্রথম চার দলকে নিয়ে শেষচারের লড়াই শুরু হবে । এদিকে প্রথম পর্বের ডার্বিতে শেষ হাসি হেসেছিলেন হাবাসের ছেলেরা । দিনের শেষে এটিকে-মোহনবাগানের পক্ষে 2-0 গোল এলেও মাঝমাঠে বলদখলের লড়াইতে কিন্তু অনেকটাই এগিয়ে ছিল লাল-হলুদ শিবির । তবে শেষ পর্যন্ত মর্যাদার ডার্বিতে জয়ী হয়েছিল হাবাসের দল । এবার আরও একটি ডার্বি । বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা, তাতে সবুজ-মেরুনরা 8 ম্যাচে 17 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে । অন্যদিকে ফাওলারের লাল-হলুদরা রয়েছে দশম স্থানে । 7 ম্যাচে লাল-হলুদের দখলে মাত্র 3 পয়েন্ট । ডার্বি মানেই স্কিল ছাপিয়ে স্নায়ুর লড়াইয়ে টেক্কা দেওয়ার ম্যাচ । তাই আগের ম্যাচের ফলাফলকে পাশে সরিয়ে রেখে নতুন করে অতি সাবধানতার সঙ্গে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে দুই শিবিরই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.