ETV Bharat / state

শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারের দিকে সুড়ঙ্গ খননের কাজ - East West Metro

প্রথমে ধস, তারপর আইনি জটিলতা । নানা সমস্যা পেরিয়ে একাই টানেল বোরিং মেশিন (টিবিএম)-2 উর্বি শেষ করল হাওড়া ময়দান থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত সুড়ঙ্গের কাজ ।

East West Metro
ইস্ট ওয়েস্ট মেট্রো
author img

By

Published : Jan 5, 2021, 2:57 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের শেষ পর্বের কাজ শুরু ৷ অবশিষ্ট 800 মিটারের জন্য কাজ শুরু হল ৷ হাওড়া স্টেশনের দিকের কাজ শেষ করে এবারে বউবাজারের দিকের কাজ শেষের পালা ৷

প্রথমে ধস তারপর আইনি জটিলতা । নানা সমস্যা পেরিয়ে একাই টানেল বোরিং মেশিন (টিবিএম)-2 উর্বি শেষ করল হাওড়া ময়দান থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত সুড়ঙ্গের কাজ । এবার টিবিএম-1 চন্ডীর অসমাপ্ত কাজটিও করবে উর্বি । শুরু হল লাইন-2 এর কাজ । গত বছরের অক্টোবর মাসে উর্বি শিয়ালদহ স্টেশনে ব্রেক থ্রুর কাজ সম্পন্ন করে । এরপর মেশিনটিকে লাইন-1 থেকে উঠিয়ে লাইন-2 তে নিয়ে আসা হয় । এবার উর্বির মুখ রয়েছে বউবাজারের দিকে । শুরু হবে শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ ৷

আরও পড়ুন : কোনও বড় সমস্যা নেই, কালই বাড়ি ফিরবেন সৌরভ

এরপর টিবিএমটি বউবাজার চৌবাচ্চার কাছে পৌঁছলে প্রথমে চণ্ডিকে তারপর উর্বিকে তুলে আনা হবে । টিবিএম S-616 বা উর্বি এক দিকের কাজ সম্পন্ন করে আজ শিয়ালদহ স্টেশন থেকে রওনা হল বউবাজার শাফটের দিকে । প্রায় 800 মিটার পথ অতিক্রম করতে হবে উর্বিকে ।

প্রথমে এসপ্ল্যানেড থেকে টিবিএম-1 চান্ডি ও টিবিএম-2 উর্বি কাজ শুরু করে । এরপর বউবাজারের ধস নামলে সেখানেই আটকে যায় চন্ডি । ঠিক তার পেছনেই আটকে যায় উর্বিও । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার কাজ শুরু হয় । এগোতে থাকার উর্বি । যাত্রা পথে নানা বাধা অতিক্রম করে গত মার্চ মাসে উর্বি থেকে এগোতে থাকে ।

কলকাতা, 5 জানুয়ারি : ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের শেষ পর্বের কাজ শুরু ৷ অবশিষ্ট 800 মিটারের জন্য কাজ শুরু হল ৷ হাওড়া স্টেশনের দিকের কাজ শেষ করে এবারে বউবাজারের দিকের কাজ শেষের পালা ৷

প্রথমে ধস তারপর আইনি জটিলতা । নানা সমস্যা পেরিয়ে একাই টানেল বোরিং মেশিন (টিবিএম)-2 উর্বি শেষ করল হাওড়া ময়দান থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত সুড়ঙ্গের কাজ । এবার টিবিএম-1 চন্ডীর অসমাপ্ত কাজটিও করবে উর্বি । শুরু হল লাইন-2 এর কাজ । গত বছরের অক্টোবর মাসে উর্বি শিয়ালদহ স্টেশনে ব্রেক থ্রুর কাজ সম্পন্ন করে । এরপর মেশিনটিকে লাইন-1 থেকে উঠিয়ে লাইন-2 তে নিয়ে আসা হয় । এবার উর্বির মুখ রয়েছে বউবাজারের দিকে । শুরু হবে শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ ৷

আরও পড়ুন : কোনও বড় সমস্যা নেই, কালই বাড়ি ফিরবেন সৌরভ

এরপর টিবিএমটি বউবাজার চৌবাচ্চার কাছে পৌঁছলে প্রথমে চণ্ডিকে তারপর উর্বিকে তুলে আনা হবে । টিবিএম S-616 বা উর্বি এক দিকের কাজ সম্পন্ন করে আজ শিয়ালদহ স্টেশন থেকে রওনা হল বউবাজার শাফটের দিকে । প্রায় 800 মিটার পথ অতিক্রম করতে হবে উর্বিকে ।

প্রথমে এসপ্ল্যানেড থেকে টিবিএম-1 চান্ডি ও টিবিএম-2 উর্বি কাজ শুরু করে । এরপর বউবাজারের ধস নামলে সেখানেই আটকে যায় চন্ডি । ঠিক তার পেছনেই আটকে যায় উর্বিও । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার কাজ শুরু হয় । এগোতে থাকার উর্বি । যাত্রা পথে নানা বাধা অতিক্রম করে গত মার্চ মাসে উর্বি থেকে এগোতে থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.