ETV Bharat / state

14 সেপ্টেম্বর থেকে মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও, প্রয়োজন নেই ই-পাসের

author img

By

Published : Sep 11, 2020, 11:44 AM IST

14 সেপ্টেম্বর থেকেই চলবে ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো । লাগছে না ই-পাস । জানান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশি ।

metro
metro

কলকাতা, 11 সেপ্টেম্বর : নর্থ-সাউথ মেট্রোর সঙ্গেই শুরু হবে ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো পরিষেবা । 14 সেপ্টেম্বর থেকেই চলবে দুই রুটের মেট্রো । সাংবাদিক বৈঠকে একথা জানান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশি ।


আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও । সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেট্রোরেল । সল্টলেক সেক্টর V থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলাচল করবে মেট্রো । মনোজ জোশি বলেন, ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো পরিষেবা চালু করার চিন্তাভাবনা আগেই করা হয়েছিল । কিন্তু, পর্যাপ্ত মেট্রোকর্মী নিয়োগ করা যাবে কি না তা নিয়ে আমাদের আশঙ্কা ছিল । তবে পর্যালোচনা করা হয়েছে । মেট্রো কর্তৃপক্ষ ইস্ট-ওয়েস্ট পরিষেবাও একই দিনে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।

নর্থ-সাউথের মতো একই নিয়ম ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশন ও কোচগুলিতেও । যাত্রী সুরক্ষার কথা মাথা রেখে বসানো হয়েছে কন্ট্যাক্টলেস স্যানিটাইজে়শন মেশিন । মাস্ক পরা বাধ্যতামূলক । মানতে হবে সমাজিক দূরত্ব ।


নর্থ-সাউথের মতোই সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে । রবিবার বন্ধ থাকবে পরিষেবা । প্রতিদিন চালানো হবে মোট 72টি ট্রেন । 36 টি আপ ও 36টি ডাউন।

অন্যদিকে প্রস্তুত ফুলবাগান মেট্রো স্টেশনও । তিন মাস আগেই মিলেছে কমিশনার অফ রেলওয়ে সিকিউরিটির (CRS) ছাড়পত্রও । এই বিষয়ে মনোজবাবু বলেন, "ফুলবাগান মেট্রো স্টেশনটি তৈরি । কোভিড পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হলে পুজোর আগেই হয়ত চালু হতে পারে ফুলবাগান স্টেশনটি ।"

যে যাত্রীদের কাছে স্মার্টকার্ড রয়েছে শুধুমাত্র তাঁরাই যাতায়াত করতে পারবেন ইস্ট-ওয়েস্ট মেট্রোয় । তবে ইস্ট-ওয়েস্টের ক্ষেত্রে ই-পাসের প্রয়োজন পড়বে না ।


অন্যদিকে নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে স্লট বুক করতে হবে pathadisha.com/metro -র মাধ্যমে । প্রথমে যাত্রীকে নিজের নাম, যাত্রার সময়, গন্তব্য নথিভুক্ত করতে হবে । এরপর যে সময় সেই যাত্রী যাত্রা করতে চান সেই স্লটে আসন রয়েছে কি না সেইসব বিষয় জানিয়ে একটা QR কোড পাঠানো হবে । এই QR কোডটির একটি রঙিন প্রিন্ট আউট নিতে হবে । যাত্রা করার সময় সেই প্রিন্ট-আউটটি প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় গেটে দেখতে হবে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : নর্থ-সাউথ মেট্রোর সঙ্গেই শুরু হবে ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো পরিষেবা । 14 সেপ্টেম্বর থেকেই চলবে দুই রুটের মেট্রো । সাংবাদিক বৈঠকে একথা জানান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ জোশি ।


আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও । সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেট্রোরেল । সল্টলেক সেক্টর V থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চলাচল করবে মেট্রো । মনোজ জোশি বলেন, ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রো পরিষেবা চালু করার চিন্তাভাবনা আগেই করা হয়েছিল । কিন্তু, পর্যাপ্ত মেট্রোকর্মী নিয়োগ করা যাবে কি না তা নিয়ে আমাদের আশঙ্কা ছিল । তবে পর্যালোচনা করা হয়েছে । মেট্রো কর্তৃপক্ষ ইস্ট-ওয়েস্ট পরিষেবাও একই দিনে চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।

নর্থ-সাউথের মতো একই নিয়ম ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশন ও কোচগুলিতেও । যাত্রী সুরক্ষার কথা মাথা রেখে বসানো হয়েছে কন্ট্যাক্টলেস স্যানিটাইজে়শন মেশিন । মাস্ক পরা বাধ্যতামূলক । মানতে হবে সমাজিক দূরত্ব ।


নর্থ-সাউথের মতোই সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে । রবিবার বন্ধ থাকবে পরিষেবা । প্রতিদিন চালানো হবে মোট 72টি ট্রেন । 36 টি আপ ও 36টি ডাউন।

অন্যদিকে প্রস্তুত ফুলবাগান মেট্রো স্টেশনও । তিন মাস আগেই মিলেছে কমিশনার অফ রেলওয়ে সিকিউরিটির (CRS) ছাড়পত্রও । এই বিষয়ে মনোজবাবু বলেন, "ফুলবাগান মেট্রো স্টেশনটি তৈরি । কোভিড পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হলে পুজোর আগেই হয়ত চালু হতে পারে ফুলবাগান স্টেশনটি ।"

যে যাত্রীদের কাছে স্মার্টকার্ড রয়েছে শুধুমাত্র তাঁরাই যাতায়াত করতে পারবেন ইস্ট-ওয়েস্ট মেট্রোয় । তবে ইস্ট-ওয়েস্টের ক্ষেত্রে ই-পাসের প্রয়োজন পড়বে না ।


অন্যদিকে নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে স্লট বুক করতে হবে pathadisha.com/metro -র মাধ্যমে । প্রথমে যাত্রীকে নিজের নাম, যাত্রার সময়, গন্তব্য নথিভুক্ত করতে হবে । এরপর যে সময় সেই যাত্রী যাত্রা করতে চান সেই স্লটে আসন রয়েছে কি না সেইসব বিষয় জানিয়ে একটা QR কোড পাঠানো হবে । এই QR কোডটির একটি রঙিন প্রিন্ট আউট নিতে হবে । যাত্রা করার সময় সেই প্রিন্ট-আউটটি প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় গেটে দেখতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.