ETV Bharat / state

World Emoji Day: ব্যানার নয়, এবার ইমোজিতেই চলছে পুজোর প্রচার - ইমোজিতে দুর্গা পুজোর প্রচার

আজ বিশ্ব ইমোজি দিবস ৷ ইমোজি আজ আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী ৷ যে কোনও ভাবপ্রকাশ খুব সহজেই হয়ে যায় ইমোজির মাধ্যমে ৷ ইমোজির এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এ বার দুর্গা পুজোর প্রচারে ইমোজির উপর আস্থা রাখছেন পুজো উদ্যোক্তারা ৷

World Emoji Day
World Emoji Day
author img

By

Published : Jul 17, 2023, 8:29 PM IST

কলকাতা, 17 জুলাই: আজ বিশ্ব ইমোজি দিবস ৷ মনের ভাব প্রকাশের মাধ্যম এখন ইমোজি । সোশাল মিডিয়ার দৌলতে এই ইমোজির ব্যবহার এখন সর্বাধিক । যে কোনও প্রশ্ন, ছবি বা ভিডিয়োর প্রতিক্রিয়ায় শুধু একটা ইমোজি, তাতেই লুকিয়ে উত্তর । এমনই মাহাত্ম্য ইমোজির ৷ জনপ্রিয় এই ইমোজিকেই প্রচারে ব্যবহার করার অভিনব ভাবনা নিল শহর কলকাতার বেশ কিছু পুজো উদ্যোক্তা । নিজেদের পুজোর প্রচার তাঁরা করছেন ইমোজির মাধ্যমে । মজার মজার সব ইমোজি দিয়ে তারা পালন করছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ।

পুজোর প্রচারে ইমোজি: কলকাতার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই চলছে পুজো প্রস্তুতি । প্রায় এক বছর ধরে ভেবে রাখা ভাবনাকেই এ বার সাজিয়ে তোলার পালা । তাই কোমর বেঁধে নেমে পড়েছে শহর কলকাতার ক্লাবগুলি । তবে এর মধ্যে বেশকিছু ক্লাব পরিবেশবান্ধব হিসেবে নিজেদের তুলে ধরার জন্য প্রচার করছে ডিজিটাল দুনিয়ার মাধ্যমে । বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এ বারের পুজোতেও রয়েছে সেই ছাপ । তাদের 70তম বছর উপলক্ষে প্লাস্টিক বর্জন করে পাটের ব্যবহারকেই গুরুত্ব দিয়ে তুলে ধরবে তারা । তবে এর সঙ্গে একটি ইমোজি তারা প্রকাশ করেছে ।

পরিবেশবান্ধব পুজোয় ব্যানারের বদলে ইমোজি: ওই ক্লাবের সভাপতি গৌতম গুহ বলেন, "ব্যানারের মাধ্যমে প্লাস্টিক অথবা পরিবেশ দূষণ হওয়ার একটা প্রবণতা থেকে যায় । তাই আমরা পরিবেশবান্ধব এবং জুট বা চটের ব্যবহারের কথা মাথায় রেখেই আমাদের মণ্ডপ সাজিয়ে দেব । তার সঙ্গে আমরা প্রচারের জন্য কোনও ব্যানার বা পোস্টার এ বছর ব্যবহার করছি না ৷ বরং ইমোজির সাহায্যে আমরা আমাদের প্রচার করছি ।" তারা যে ইমোজি প্রকাশ করেছে তাতে লেখা রয়েছে, 'চটালেই ভরে দেব' এবং রয়েছে একটি চটের বস্তা ।

মিত্রসংঘে মদন মিত্র মশাই: অন্যদিকে, বেহালার মিত্র সংঘ ক্লাবের এ বছর 75তম বছর । সেই কারণে বড় করে প্রচার চাইছেন ক্লাব কর্তারা । ফলে তাঁরাও বেছে নিয়েছেন সেই সোশাল মিডিয়া । নিজেদের তৈরি ইমোজি দিয়েই তারা আহ্বান জানাচ্ছে সকল দর্শনার্থীকে । তবে তাদের এই নিমন্ত্রণ পত্রে ভাগ বসিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ।

আরও পড়ুন: পুজোর থিমে পিরিয়ডস নিয়ে মিথ ভাঙার বার্তা, বিশ্ব ঋতুচক্র দিবসে উন্মোচিত হল ব্যানার

ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, "বেহালার বহু পুরনো পুজো আমাদের । এ বছর 75তম বছর, তাই বহু মানুষ আসুক এটাই চাই । যেহেতু সোশাল মিডিয়ার দৌলতে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, তাই এই ইমোজি তৈরি করেছি । তাদের ইমোজিতে হাতজোড় করে রয়েছেন বিধায়ক মদন মিত্র, গোলাপ হাতে শত্রুতার বদলে মিত্রতার বার্তা দিচ্ছেন তিনি । এ বছর মিত্র সংঘের ভাবনা রয়েছে 'মানত'। উত্তরপ্রদেশ এবং গুজরাতের একটি জনজাতির উপর ভিত্তি করেই তারা সাজিয়ে তুলছে তাদের মণ্ডপ ।

ইমোজিতে সার্কাস: একদিকে সকলেই রয়েছে খুশিতে, অন্যদিকে ভিড় বাড়ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে । নিজের দুঃখ-কষ্টকে মনের ভিতর রেখেই হাসিমুখে সমাজে এগিয়ে চলাই যেন বর্তমানে চল । নিজের সমস্যার কথাও তাই তুলে ধরতে পিছিয়ে যান বহু মানুষ । শত চিন্তায় যখন ঘুম আসে না তখন ঘুমের ওষুধই হয়ে ওঠে একমাত্র উপায় । অদ্ভুত এক সার্কাসে যেন এগিয়ে চলেছে জনজীবন । তাই এ বারে বেলঘরিয়ার আর্যনগর কিশোর সংঘ পুজোমণ্ডপ সেজে উঠছে 'রিং মাস্টার'-এর থিমে ।

এই বছর তাদেরও 75তম বছর । ফলে নতুন ইমোজি এনে তাক লাগিয়ে দিয়েছে তারাও । ক্লাবের সভাপতি সৌমিত্র দেব চৌধুরী জানান, "এখন মানুষের হাতে সময় অনেক কমে গিয়েছে । এক লাইন লিখতেও যে সময় লাগে তা এখন ব্যয় করি না আমরা । তাই অদ্ভুত এক সার্কাস চলছে, এটা বোঝাতেই আমরা এই ইমোজি প্রকাশ করেছি ।"

কলকাতা, 17 জুলাই: আজ বিশ্ব ইমোজি দিবস ৷ মনের ভাব প্রকাশের মাধ্যম এখন ইমোজি । সোশাল মিডিয়ার দৌলতে এই ইমোজির ব্যবহার এখন সর্বাধিক । যে কোনও প্রশ্ন, ছবি বা ভিডিয়োর প্রতিক্রিয়ায় শুধু একটা ইমোজি, তাতেই লুকিয়ে উত্তর । এমনই মাহাত্ম্য ইমোজির ৷ জনপ্রিয় এই ইমোজিকেই প্রচারে ব্যবহার করার অভিনব ভাবনা নিল শহর কলকাতার বেশ কিছু পুজো উদ্যোক্তা । নিজেদের পুজোর প্রচার তাঁরা করছেন ইমোজির মাধ্যমে । মজার মজার সব ইমোজি দিয়ে তারা পালন করছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ।

পুজোর প্রচারে ইমোজি: কলকাতার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই চলছে পুজো প্রস্তুতি । প্রায় এক বছর ধরে ভেবে রাখা ভাবনাকেই এ বার সাজিয়ে তোলার পালা । তাই কোমর বেঁধে নেমে পড়েছে শহর কলকাতার ক্লাবগুলি । তবে এর মধ্যে বেশকিছু ক্লাব পরিবেশবান্ধব হিসেবে নিজেদের তুলে ধরার জন্য প্রচার করছে ডিজিটাল দুনিয়ার মাধ্যমে । বাগুইআটির রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এ বারের পুজোতেও রয়েছে সেই ছাপ । তাদের 70তম বছর উপলক্ষে প্লাস্টিক বর্জন করে পাটের ব্যবহারকেই গুরুত্ব দিয়ে তুলে ধরবে তারা । তবে এর সঙ্গে একটি ইমোজি তারা প্রকাশ করেছে ।

পরিবেশবান্ধব পুজোয় ব্যানারের বদলে ইমোজি: ওই ক্লাবের সভাপতি গৌতম গুহ বলেন, "ব্যানারের মাধ্যমে প্লাস্টিক অথবা পরিবেশ দূষণ হওয়ার একটা প্রবণতা থেকে যায় । তাই আমরা পরিবেশবান্ধব এবং জুট বা চটের ব্যবহারের কথা মাথায় রেখেই আমাদের মণ্ডপ সাজিয়ে দেব । তার সঙ্গে আমরা প্রচারের জন্য কোনও ব্যানার বা পোস্টার এ বছর ব্যবহার করছি না ৷ বরং ইমোজির সাহায্যে আমরা আমাদের প্রচার করছি ।" তারা যে ইমোজি প্রকাশ করেছে তাতে লেখা রয়েছে, 'চটালেই ভরে দেব' এবং রয়েছে একটি চটের বস্তা ।

মিত্রসংঘে মদন মিত্র মশাই: অন্যদিকে, বেহালার মিত্র সংঘ ক্লাবের এ বছর 75তম বছর । সেই কারণে বড় করে প্রচার চাইছেন ক্লাব কর্তারা । ফলে তাঁরাও বেছে নিয়েছেন সেই সোশাল মিডিয়া । নিজেদের তৈরি ইমোজি দিয়েই তারা আহ্বান জানাচ্ছে সকল দর্শনার্থীকে । তবে তাদের এই নিমন্ত্রণ পত্রে ভাগ বসিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ।

আরও পড়ুন: পুজোর থিমে পিরিয়ডস নিয়ে মিথ ভাঙার বার্তা, বিশ্ব ঋতুচক্র দিবসে উন্মোচিত হল ব্যানার

ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, "বেহালার বহু পুরনো পুজো আমাদের । এ বছর 75তম বছর, তাই বহু মানুষ আসুক এটাই চাই । যেহেতু সোশাল মিডিয়ার দৌলতে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, তাই এই ইমোজি তৈরি করেছি । তাদের ইমোজিতে হাতজোড় করে রয়েছেন বিধায়ক মদন মিত্র, গোলাপ হাতে শত্রুতার বদলে মিত্রতার বার্তা দিচ্ছেন তিনি । এ বছর মিত্র সংঘের ভাবনা রয়েছে 'মানত'। উত্তরপ্রদেশ এবং গুজরাতের একটি জনজাতির উপর ভিত্তি করেই তারা সাজিয়ে তুলছে তাদের মণ্ডপ ।

ইমোজিতে সার্কাস: একদিকে সকলেই রয়েছে খুশিতে, অন্যদিকে ভিড় বাড়ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে । নিজের দুঃখ-কষ্টকে মনের ভিতর রেখেই হাসিমুখে সমাজে এগিয়ে চলাই যেন বর্তমানে চল । নিজের সমস্যার কথাও তাই তুলে ধরতে পিছিয়ে যান বহু মানুষ । শত চিন্তায় যখন ঘুম আসে না তখন ঘুমের ওষুধই হয়ে ওঠে একমাত্র উপায় । অদ্ভুত এক সার্কাসে যেন এগিয়ে চলেছে জনজীবন । তাই এ বারে বেলঘরিয়ার আর্যনগর কিশোর সংঘ পুজোমণ্ডপ সেজে উঠছে 'রিং মাস্টার'-এর থিমে ।

এই বছর তাদেরও 75তম বছর । ফলে নতুন ইমোজি এনে তাক লাগিয়ে দিয়েছে তারাও । ক্লাবের সভাপতি সৌমিত্র দেব চৌধুরী জানান, "এখন মানুষের হাতে সময় অনেক কমে গিয়েছে । এক লাইন লিখতেও যে সময় লাগে তা এখন ব্যয় করি না আমরা । তাই অদ্ভুত এক সার্কাস চলছে, এটা বোঝাতেই আমরা এই ইমোজি প্রকাশ করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.