কলকাতা, 14 অক্টোবর : ঘরোয়াভাবে পুজো করার অনুমতি পাওয়ার পরও চাপের মুখে পিছিয়ে এলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্গাপুজোর উদ্যোক্তারা । বুধবার বিকালে ঘোষণা করা হয়, কলকাতা মেডিকেল কলেজে দুর্গাপুজো হচ্ছে না ।
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ এ-বছর দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল । পুজোর জন্য মেডিকেল কলেজের মূল ছাত্রাবাসের প্রাঙ্গণে মণ্ডপ তৈরির কাজও শুরু হয়েছিল । কৃষ্ণনগর থেকে প্রতিমা আনার ব্যবস্থা হয়েছিল ।
এদিকে মেডিকেলে পুজোকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক । একদিকে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে আশঙ্কা করা হচ্ছে, পুজোয় এবার মণ্ডপে মণ্ডপে জনসমাগম ঘটলে COVID-19-এর সংক্রমণ বেড়ে যেতে পারে । অন্যদিকে খোদ কলকাতা মেডিকেলেই চলছিল দুর্গাপুজোর আয়োজনের পরিকল্পনা । চিকিৎসকদের একাংশের কথায়, মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে দুর্গাপুজোর আয়োজন বাঞ্ছনীয় নয় ।
বিতর্ক শুরু হওয়ায় সোমবার আলোচনায় বসেন পুজোর উদ্যোক্তারা । গতকাল তাঁরা কথা বলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে । পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ প্রথমে জানায়, মেডিকেল কলেজে পুজো করা যাবে না । এরপরে স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষ জানায়, ঘরোয়াভাবে যদি পুজোর আয়োজন করতে পারেন উদ্যোক্তরা তাহলে তাঁরা পুজো করতে পারেন । এরপর আজ ফের বৈঠকে বসেন পুজোর উদ্যোক্তারা । সিদ্ধান্ত নেন, পুজো করবেন না ।
আরও পড়ুন : কোরোনা আবহে মেডিকেলে দুর্গাপুজো, শুরু বিতর্ক
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, যে সব COVID যোদ্ধা বাড়িতে ফিরতে পারবেন না, যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী COVID-19 রোগীদের জন্য ডিউটি করছেন, সাধারণের জন্য উন্মুক্ত পুজো মণ্ডপে যাওয়ার কোনও সুযোগ নেই তাঁদের । সুযোগ থাকা উচিতও নয়। এই কারণে নিজেদের উদ্যোগে ঘরোয়া, আড়ম্বরহীন পুজোর আয়োজন করা হয়েছিল। 'হাসপাতালে ক্যাম্পাসের বাইরে', 'নিরাপদ দূরত্বে', হস্টেল প্রাঙ্গণে পুজোর আয়োজন চলছিল । সিদ্ধান্ত হয়েছিল 'মডেল পুজো' হবে । দেখানো হবে, কীভাবে শারীরিক দূরত্ব বিধি মেনে, আড়ম্বরহীন ভাবে ঘরোয়াভাবে পুজো করা যায় ।"
উদ্যোক্তারা অবশ্য জানিয়েছেন, পুজোর সাত দিন আগে তাঁদের এই পুজো না করার সিদ্ধান্ত নিয়ে তাঁরা 'সচেতনতার' দৃষ্টান্ত স্থাপন করলেন । তাঁরা আশা করছেন, এবার রাজ্যবাসী পুজো বাতিল করে, মণ্ডপে না গিয়ে নিজেদের সচেতনতার পরিচয় দেবেন ।