ETV Bharat / state

36টি পুজো পেল কলকাতাশ্রী শারদ সম্মান - kolkatashri

আজ মহাষষ্ঠী ৷ দুপুরেই ঘোষণা করা হল কলকাতা শ্রী শারদ সম্মান ৷ কলকাতা পৌরনিগম ও CESC -র যৌথ উদ্যোগে এই সম্মান দেওয়া হয়৷ সম্মানের কথা ঘোষণা করেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

p
author img

By

Published : Oct 4, 2019, 11:44 PM IST

কলকাতা , 4 অক্টোবর : আজ মহাষষ্ঠী ৷ দুপুরেই ঘোষণা করা হল কলকাতা শ্রী শারদ সম্মান ৷ কলকাতা পৌরনিগম ও CESC -র যৌথ উদ্যোগে এই সম্মান দেওয়া হয়৷ সম্মানের কথা ঘোষণা করেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এই বছরের কলকাতা শ্রী প্রতিযোগিতায় মোট নয়টি বিভাগে চারটি করে পুরস্কার দেওয়া হয়েছে । 36 টি পুজো কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়েছে । বিভাগে রয়েছে সেরার সেরা, সেরা পুজো, সেরা প্রতিমা , সেরা পরিবেশ সহ মোট 9টি বিভাগ । এছাড়াও রয়েছে 'মেয়র চয়েজ়' । সেই বিভাগে পুরস্কৃত করা হয়েছে মোট 63টি পুজোকে । তার মধ্যে রয়েছে 22 পল্লী , 62 পল্লী , 64 পল্লী সার্বোজনীন কমিটি ৷

মোট 400টি পুজো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল । তার মধ্যে 36টি পুজো পুরস্কৃত হয়েছে । বিজয়ী পুজো কমিটিকে 50 হাজার টাকা পুরস্কার দেওয়া হয় । 2010 থেকে কলকাতাশ্রী পুরস্কারের সূচনা ৷ । এই বছর প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী, বিশিষ্ট সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ক্রীড়াবিদ দোলা বন্দ্যোপাধ্যায়, ও CESC জেনারেল ম্যানেজার অমিতাভ সোম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ।

অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম বলেন, " এই বছর মন্দার বাজার ৷ গোটা দেশ আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে । তার প্রভাব পড়েছে দুর্গা পুজোতেও । ধার করে পুজো করতে হচ্ছে অনেক পুজো কমিটিকে ৷ আর্থিক মন্দার জন্য বড় বড় সংস্থাগুলি বিজ্ঞাপন কমিয়ে দিয়েছে । পুজো কমিটির কাছে যথেষ্ট পরিমাণ অর্থ নেই । তিনি আরও বলেন , " আয়কর দপ্তরের নজরদারি পুজো কমিটির গুলির ওপর ক্রমাগত চালানো ঠিক হচ্ছে না । এই কড়াকড়ির ফলেও সমস্যায় পড়ছেন সাধারণ পুজো উদ্যোক্তারা । "

কলকাতা , 4 অক্টোবর : আজ মহাষষ্ঠী ৷ দুপুরেই ঘোষণা করা হল কলকাতা শ্রী শারদ সম্মান ৷ কলকাতা পৌরনিগম ও CESC -র যৌথ উদ্যোগে এই সম্মান দেওয়া হয়৷ সম্মানের কথা ঘোষণা করেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এই বছরের কলকাতা শ্রী প্রতিযোগিতায় মোট নয়টি বিভাগে চারটি করে পুরস্কার দেওয়া হয়েছে । 36 টি পুজো কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়েছে । বিভাগে রয়েছে সেরার সেরা, সেরা পুজো, সেরা প্রতিমা , সেরা পরিবেশ সহ মোট 9টি বিভাগ । এছাড়াও রয়েছে 'মেয়র চয়েজ়' । সেই বিভাগে পুরস্কৃত করা হয়েছে মোট 63টি পুজোকে । তার মধ্যে রয়েছে 22 পল্লী , 62 পল্লী , 64 পল্লী সার্বোজনীন কমিটি ৷

মোট 400টি পুজো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল । তার মধ্যে 36টি পুজো পুরস্কৃত হয়েছে । বিজয়ী পুজো কমিটিকে 50 হাজার টাকা পুরস্কার দেওয়া হয় । 2010 থেকে কলকাতাশ্রী পুরস্কারের সূচনা ৷ । এই বছর প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী, বিশিষ্ট সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ক্রীড়াবিদ দোলা বন্দ্যোপাধ্যায়, ও CESC জেনারেল ম্যানেজার অমিতাভ সোম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ।

অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম বলেন, " এই বছর মন্দার বাজার ৷ গোটা দেশ আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে । তার প্রভাব পড়েছে দুর্গা পুজোতেও । ধার করে পুজো করতে হচ্ছে অনেক পুজো কমিটিকে ৷ আর্থিক মন্দার জন্য বড় বড় সংস্থাগুলি বিজ্ঞাপন কমিয়ে দিয়েছে । পুজো কমিটির কাছে যথেষ্ট পরিমাণ অর্থ নেই । তিনি আরও বলেন , " আয়কর দপ্তরের নজরদারি পুজো কমিটির গুলির ওপর ক্রমাগত চালানো ঠিক হচ্ছে না । এই কড়াকড়ির ফলেও সমস্যায় পড়ছেন সাধারণ পুজো উদ্যোক্তারা । "

Intro:ষষ্ঠীর দুপুরেই ঘোষণা করা হল কলকাতা পৌরনিগম ও cesc যৌথ উদ্যোগে কলকাতার 2019 এর বিজয়ী পুজো কমিটি নাম। এ বছরের কলকাতা শ্রী প্রতিযোগিতায় মোট নয়টি বিভাগে চারজন করে পুরস্কার দেওয়া হয়েছে। এবছর 36 টি পুজো কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়। বিভাগগুলি মধ্যে রয়েছে সেরা সেরা, সেরা পুজো, সেরা প্রতিমা ,সেরা পরিবেশ, সহ মোট 9টি বিভাগ। এছাড়াও রয়েছে মেয়র চয়েজ। সেই বিভাগে পুরস্কৃত করা হয়েছে মোট 63 টি পুজো কে।


Body:400 টি পুজো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তারমধ্যে 36 টি পুজো পুরস্কৃত হয়েছে। বিজয়ী পুজো কমিটিকে 50 হাজার টাকা পুরস্কৃত করা হয়। 2010 থেকে শুরু হওয়া কলকাতা শ্রী এবার 9তম বর্ষে পদার্পণ করল। এবছর কলকাতা শ্রী প্রতিযোগিতায় পুরস্কার বিচারক মধ্যে ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী, বিশিষ্ট সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিশিষ্ট ক্রীড়াবিদ দোলা বন্দ্যোপাধ্যায়, ও সি ই এস সি জেনারেল ম্যানেজার অমিতাভর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


Conclusion:এই অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম বলেন এবছর বাজার ভীষণ মন্দা। গোটা দেশ আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। তার প্রভাব পড়েছে দুর্গা পুজোতেও। অনেক ধার বাকি করে পুজো করতে হচ্ছে অনেক পুজো কমিটি গুলিকে। আর্থিক মন্দার জন্য বড় বড় কোম্পানি সংস্থাগুলি বিজ্ঞাপন কমিয়ে দিয়েছে। এর ফলেই কমিটি দের হাতে যথেষ্ট পরিমাণ অর্থ নেই। তাই ধারদেনা করে পুজো করতে হচ্ছে। তিনি বলেন সেই সঙে আয় দপ্তরের নজরদারি পুজো কমিটির গুলির ওপর চালানো ঠিক নয়। আয়কর দপ্তরের এই কড়াকড়ির ফলে সমস্যায় পড়ছেন সাধারণ পুজো উদ্যোক্তারা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.