সল্টলেক, 2 জুলাই : ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত রাজ্যে । আক্রান্ত বিজেপি কর্মী ও তাঁর পরিবার । ঘটনাটি সল্টলেকের সুকান্তনগরের । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, শুক্রবার দুপুরে সল্টলেকের সুকান্তনগরে বিজেপি কর্মী সুরজিৎ সরকারের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা । বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় । দুষ্কৃতীরা রড, বাঁশ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।
সেই সময় বাড়িতেই ছিলেন বিজেপি কর্মী সুরজিৎ সরকার, মা দুলু সরকার এবং বোন পুনম সরকার । বিজেপি কর্মীর পাশাপাশি পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ । তাঁদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
আরও পড়ুন: বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ
আক্রান্ত বিজেপি কর্মী সুরজিৎ সরকার জানিয়েছেন, গত দু'মাস ধরে ঘরছাড়া থাকার পর জুনের 19 তারিখ বেশ কয়েকটি বিজেপি কর্মীর পরিবারকে ঘরে ফেরায় রাজ্য নেতৃত্ব । তারপর থেকে প্রতিদিন রাতে বিজেপি কর্মীদের বাড়ির সামনে হুমকি দেওয়া হত । তিনি বলেন, ‘‘শুক্রবার দুপুরে বাড়িতে ঢুকে আমাকে এবং পরিবারের সদস্যদের মারধর করার পর আবার রাতে আসব বলে হুমকি দেয় তৃণমূল দুষ্কৃতীরা ।’’ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানায় আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এখন কাউকে গ্রেফতার করা হয়নি ।