কলকাতা, 26 জুন : CBSE, CISCE-র পথে হেঁটে বাতিল করা হল রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ও বিশেষজ্ঞ কমিটির পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।"
কোরোনা আবহে মাঝপথে স্থগিত হয়ে গেছিল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তিনদিনে মোট 15টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। সেই পরীক্ষাগুলির নতুন নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছিল জুন মাসের প্রথমেই। সেই অনুযায়ী আগামী 2, 6 ও 8 জুলাই হওয়ার কথা ছিল দ্বিতীয় পর্যায়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা। নির্ঘন্ট অনুযায়ী 2 জুলাই পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা, 6 জুলাই রসায়ন, অর্থনীতি, জার্নালিজ়ম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি এবং ফরাসির পরীক্ষা এবং শেষদিন 8 জুলাই স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল। এবার সেই পরীক্ষাগুলি বাতিলের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী । বলেন, "বিশেষজ্ঞ কমিটি ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সুপারিশ অনুযায়ী 2,6 ও 8 জুলাইয়ের পরীক্ষা বাতিল করল স্কুল শিক্ষা দপ্তর । ওইদিনগুলিতে কোনও পরীক্ষা হবে না।"
বাকি থাকা বিষয়গুলির মূল্যায়ণ কী করে করা হবে, তা উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ ঠিক করছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "বাকি থাকা যে পরীক্ষাগুলি বাতিল করা হল তার মূল্যায়ন কী করে করা হবে, সেই বিষয়ে বিধি তৈরি করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তারা সেটা জানিয়ে দেবে ।"
ফলপ্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ জুলাইয়ে হতে পারে । 31 জুলাইের মধ্য ফলপ্রকাশের চেষ্টা করা হচ্ছে ।