ETV Bharat / state

কলকাতায় বাজেয়াপ্ত 25 কোটি টাকার হেরোইন, গ্রেফতার 1 - হেরোইন উদ্ধার

কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা গতকাল রাতে প্রগতি ময়দান থানা এলাকার ক্যাপ্টেন ভেড়ির কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ৷ ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় 5 কেজির বেশি হেরোইন ।

হেরোইন উদ্ধার
হেরোইন উদ্ধার
author img

By

Published : Jul 18, 2021, 11:08 AM IST

Updated : Jul 18, 2021, 12:59 PM IST

কলকাতা, 18 জুলাই : কলকাতা থেকে বাজেয়াপ্ত হল প্রায় 25.88 কোটি টাকার হেরোইন । ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে । ধৃতের নাম তাপস রায় । বাড়ি বীরভূম জেলায় । তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক । ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার বিস্তারিত জানতে চাইবেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা গতকাল রাতে প্রগতি ময়দান থানা এলাকার ক্যাপ্টেন ভেড়ির কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 5 কেজির বেশি হেরোইন । প্রাথমিক জেরায় সে মুখ খুলতে চায়নি বলে জানা গিয়েছে । ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমননেশা কুমার বলেন, "খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃত ব্যক্তি কাদের এই বিপুল পরিমাণের মাদক সরবরাহ করতে এসেছিল তা জানার চেষ্টা চলছে ৷"

কলকাতায় 25 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে
কলকাতায় 25 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে

আরও পড়ুন, Heroin Seized in Delhi : দিল্লিতে আড়াই হাজার কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত 4

সম্প্রতি কলকাতার একাধিক পাঁচতারা হোটেলে সামাজিক বিধিনিষেধ চলাকালীন একাধিক অনুষ্ঠান করার জন্য ধরপাকড় চালাচ্ছে পুলিশ । সন্দেহ সেখানে মদের সঙ্গে মাদকের সেবনও চলত । আর ঠিক সেই সময় খোদ কলকাতা থেকে 25 কোটি টাকার বেশি মাদক বাজেয়াপ্তের ঘটনায় ফের একবার সেই প্রশ্নই উস্কে দিল ।

কলকাতা, 18 জুলাই : কলকাতা থেকে বাজেয়াপ্ত হল প্রায় 25.88 কোটি টাকার হেরোইন । ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে । ধৃতের নাম তাপস রায় । বাড়ি বীরভূম জেলায় । তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক । ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার বিস্তারিত জানতে চাইবেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা গতকাল রাতে প্রগতি ময়দান থানা এলাকার ক্যাপ্টেন ভেড়ির কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 5 কেজির বেশি হেরোইন । প্রাথমিক জেরায় সে মুখ খুলতে চায়নি বলে জানা গিয়েছে । ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমননেশা কুমার বলেন, "খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃত ব্যক্তি কাদের এই বিপুল পরিমাণের মাদক সরবরাহ করতে এসেছিল তা জানার চেষ্টা চলছে ৷"

কলকাতায় 25 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে
কলকাতায় 25 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে

আরও পড়ুন, Heroin Seized in Delhi : দিল্লিতে আড়াই হাজার কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত 4

সম্প্রতি কলকাতার একাধিক পাঁচতারা হোটেলে সামাজিক বিধিনিষেধ চলাকালীন একাধিক অনুষ্ঠান করার জন্য ধরপাকড় চালাচ্ছে পুলিশ । সন্দেহ সেখানে মদের সঙ্গে মাদকের সেবনও চলত । আর ঠিক সেই সময় খোদ কলকাতা থেকে 25 কোটি টাকার বেশি মাদক বাজেয়াপ্তের ঘটনায় ফের একবার সেই প্রশ্নই উস্কে দিল ।

Last Updated : Jul 18, 2021, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.