কলকাতা, 16 অগাস্ট : ফের মাদক উদ্ধার হল কলকাতায় । নারকেলডাঙা থানা এলাকা থেকে উদ্ধার হল প্রায় ৪৫ লাখ টাকার হেরোইন । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক মাদক পাচারকারীকে।
নদিয়া থেকে হেরোইন ঢুকছে কলকাতায় । এই খবর বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলেন গোয়েন্দারা । সোর্স মারফত গতরাতে খবর পাওয়া যায়, এক ব্যক্তি নদিয়া থেকে মাদক নিয়ে এসেছে শহরে । দ্রুত সেখানে পৌঁছান লালবাজারের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেলের অফিসাররা । প্রথমে আটক করা হয় শান্তিপদ পাল নামে এক ব্যক্তিকে । সে নদিয়ার কালীগঞ্জের বড় চাঁদঘর এলাকার বাসিন্দা । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 400 গ্রাম হেরোইন ।
গোয়েন্দারা জানাচ্ছেন, একটা সময় নদিয়ার বড় অংশে বেআইনিভাবে পোস্ত চাষ হত । নারকোটিক কন্ট্রোল বুরোর রিপোর্টে একটা সময় জেলার বড় অংশ ছিল পোস্ত চাষের "রেড এরিয়া"। বারবার ধরপাকড় চালিয়ে সেই ট্রেন্ড কিছুটা কমেছিল । এমনকী হিরোইন তৈরির ল্যাবের সন্ধানও পাওয়া গিয়েছিল নদিয়ায় । তবে কি ফের নদিয়ায় শুরু হয়েছে পোস্ত চাষ? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই হেরোইনের উৎস জানার চেষ্টা চলছে ।