ETV Bharat / state

JU Student Death: সেই রাতে রক্তাক্ত ছেলেটিকে নিয়ে কয়েকজন তাঁর ট্যাক্সিতে ওঠেন, তদন্তকারীদের জানালেন চালক - ট্যাক্সিচালক তুলসী যাদব

Jadavpur Student Death: সেই রাতে রক্তাক্ত ছেলেটিকে নিয়ে কয়েকজন ছাত্র তাঁর ট্যাক্সিতে উঠেছিলেন ৷ তদন্তকারীদের এ কথা জানালেন সেই ট্যাক্সির চালক তুলসী যাদব ৷

JU Student Death
যাদবপুরে ছাত্রমৃত্যু
author img

By

Published : Aug 17, 2023, 7:15 PM IST

কলকাতা, 17 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনার আট দিন পর উদ্ধার হল সেই হলুদ ট্যাক্সি । যে হলুদ ট্যাক্সি করে রক্তাক্ত অবস্থায় যাদবপুর মেন হস্টেলের বেশ কিছু আবাসিক ওই পড়ুয়াকে নিয়ে কেপিসি হাসপাতলে গিয়েছিলেন ।

লালবাজার সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর থানা ও কেপিসি হাসপাতালের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রায় রাত বারোটা নাগাদ ওই ট্যাক্সির একটি ছবি পান তদন্তকারীরা । ট্যাক্সির নম্বর দেখে ট্যাক্সির মালিক ও চালকের পরিচয় পাওয়া যায় । জানা যায়, ওই ট্যাক্সিচালকের নাম তুলসী যাদব । তুলসী যাদবকে যাদবপুর থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ।

যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকদের ট্যাক্সিচালক তুলসী যাদব জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ 9 তারিখ রাত 12টা নাগাদ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন । সেই সময় বেশ কিছু ছাত্র তাঁর ট্যাক্সি থামান এবং তাঁকে মেন হস্টেলের গেটের কাছে যেতে বলেন । এরপর গেটের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় একটি ছেলেকে তাঁর ট্যাক্সির পিছনের আসনে বসিয়ে আরও কয়েকজন উঠে পড়েন ট্যাক্সিতে ৷ তাঁকে বলা হয়, কেপিসি হাসপাতালে নিয়ে যেতে । বেশ কয়েকজন যুবক ওই রক্তাক্ত ছেলেটির মাথায় কাপড় ও গামছা চেপে ধরেছিলেন বলে জানিয়েছেন ট্যাক্সিচালক । তাঁর মতে, খুব সম্ভবত ওই ছেলেটির চোখ, মাথা ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল ।

আরও পড়ুন: নতুন আবাসিকদের থেকে চাঁদা তুলতেন 'হস্টেলের বাবা' সৌরভ

ট্যাক্সিচালক তুলসী যাদবের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই সংশ্লিষ্ট গাড়িটি ফরেনসিক পরীক্ষা করা হবে বলে লালবাজার সূত্রের খবর । তদন্তকারীদের অনুমান, এই ঘটনার রহস্যভেদ করতে ট্যাক্সিচালক তুলসী যাদব অন্যতম ভূমিকা পালন করতে পারেন । তদন্তকারীরা প্রশ্ন করেন যে, তিনি ছাত্রদের দেখলে চিনতে পারবেন কি না । জবাবে তুলসী যাদব নামে ওই ট্যাক্সিচালক তদন্তকারীদের বলেন, কিছুক্ষণের জন্য ট্যাক্সির ভিতরে থাকা হলুদ লাইট তিনি জ্বালিয়েছিলেন ৷ কিন্তু ওই রক্তাক্ত ছাত্রকে নিয়ে যাঁরা ট্যাক্সিতে উঠেছিলেন, তাঁদের প্রত্যেকের মুখ ঢাকা অবস্থায় ছিল বলে জানিয়েছেন ট্যাক্সিচালক ।

কলকাতা, 17 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনার আট দিন পর উদ্ধার হল সেই হলুদ ট্যাক্সি । যে হলুদ ট্যাক্সি করে রক্তাক্ত অবস্থায় যাদবপুর মেন হস্টেলের বেশ কিছু আবাসিক ওই পড়ুয়াকে নিয়ে কেপিসি হাসপাতলে গিয়েছিলেন ।

লালবাজার সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর থানা ও কেপিসি হাসপাতালের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রায় রাত বারোটা নাগাদ ওই ট্যাক্সির একটি ছবি পান তদন্তকারীরা । ট্যাক্সির নম্বর দেখে ট্যাক্সির মালিক ও চালকের পরিচয় পাওয়া যায় । জানা যায়, ওই ট্যাক্সিচালকের নাম তুলসী যাদব । তুলসী যাদবকে যাদবপুর থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ।

যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকদের ট্যাক্সিচালক তুলসী যাদব জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ 9 তারিখ রাত 12টা নাগাদ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন । সেই সময় বেশ কিছু ছাত্র তাঁর ট্যাক্সি থামান এবং তাঁকে মেন হস্টেলের গেটের কাছে যেতে বলেন । এরপর গেটের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় একটি ছেলেকে তাঁর ট্যাক্সির পিছনের আসনে বসিয়ে আরও কয়েকজন উঠে পড়েন ট্যাক্সিতে ৷ তাঁকে বলা হয়, কেপিসি হাসপাতালে নিয়ে যেতে । বেশ কয়েকজন যুবক ওই রক্তাক্ত ছেলেটির মাথায় কাপড় ও গামছা চেপে ধরেছিলেন বলে জানিয়েছেন ট্যাক্সিচালক । তাঁর মতে, খুব সম্ভবত ওই ছেলেটির চোখ, মাথা ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল ।

আরও পড়ুন: নতুন আবাসিকদের থেকে চাঁদা তুলতেন 'হস্টেলের বাবা' সৌরভ

ট্যাক্সিচালক তুলসী যাদবের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই সংশ্লিষ্ট গাড়িটি ফরেনসিক পরীক্ষা করা হবে বলে লালবাজার সূত্রের খবর । তদন্তকারীদের অনুমান, এই ঘটনার রহস্যভেদ করতে ট্যাক্সিচালক তুলসী যাদব অন্যতম ভূমিকা পালন করতে পারেন । তদন্তকারীরা প্রশ্ন করেন যে, তিনি ছাত্রদের দেখলে চিনতে পারবেন কি না । জবাবে তুলসী যাদব নামে ওই ট্যাক্সিচালক তদন্তকারীদের বলেন, কিছুক্ষণের জন্য ট্যাক্সির ভিতরে থাকা হলুদ লাইট তিনি জ্বালিয়েছিলেন ৷ কিন্তু ওই রক্তাক্ত ছাত্রকে নিয়ে যাঁরা ট্যাক্সিতে উঠেছিলেন, তাঁদের প্রত্যেকের মুখ ঢাকা অবস্থায় ছিল বলে জানিয়েছেন ট্যাক্সিচালক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.