ETV Bharat / state

হটস্পট জ়োন থেকে আসা প্রসূতিকে ভরতি না নেওয়ার অভিযোগ NRS-র চিকিৎসকদের বিরুদ্ধে - Coronavirus

হটস্পট জ়োন হাওড়া থেকে NRS-র প্রসূতি বিভাগে ভরতি হতে এসেছিলেন এক যুবতি ৷ কিন্তু, কোরোনা সংক্রমণের আশঙ্কায় তাঁকে চিকিৎসকরা ভরতি করেননি বলে অভিযোগ ৷ পরে বাড়িতেই সন্তান প্রসব করেন তিনি ৷ তবে, সন্তানটিকে বাঁচানো সম্ভব হয়নি ৷ ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর ৷

নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল
নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল
author img

By

Published : Apr 19, 2020, 4:10 PM IST

কলকাতা, 19 এপ্রিল : কয়েকদিন আগেই হাওড়াকে কোরোনা হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ সেই হাওড়া থেকে আসায় এক প্রসূতিকে ভরতি নিতে চাননি চিকিৎসকরা । এমনই অভিযোগ উঠল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । এদিকে, ভরতি হতে না পেরে বাড়ি ফিরে যান প্রসূতি ওই যুবতি । বাড়িতেই সন্তানের জন্ম দেন তিনি । তবে, সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি । ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ।

হাসপাতাল সূত্রে খবর, গতকাল হাওড়ার বাসিন্দা এক প্রসূতিকে নিয়ে আসা হয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে । অভিযোগ, হাওড়াকে হটস্পট ঘোষণা করায় কোরোনা সংক্রমণের আশঙ্কায় ওই প্রসূতিকে ভরতি নিতে চাননি কর্তব্যরত চিকিৎসকদের একাংশ । তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয় বলেও অভিযোগ । প্রসূতি ও তাঁর পরিবারের অনুরোধ সত্ত্বেও তাঁকে ভরতি নেওয়া হয়নি । বাধ্য হয়ে হাওড়ায় বাড়ি ফিরে যান ওই প্রসূতি ।

ওই যুবতিকে অন্য কোথায় নিয়ে যাওয়া হবে, সেই বিষয়ে খোঁজখবর করছিল পরিবারের লোকজন । ওই সময় বাড়িতেই প্রসব করেন তিনি । তবে, তাঁর সদ্যোজাত সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি । ঘটনায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই অভিযোগের বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । স্বাস্থ্য দপ্তরের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । হাসপাতাল সূত্রে খবর, গতকাল প্রসূতি বিভাগে কর্তব্যরত যে পাঁচ-ছয় জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে । তবে, কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ।

কলকাতা, 19 এপ্রিল : কয়েকদিন আগেই হাওড়াকে কোরোনা হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ সেই হাওড়া থেকে আসায় এক প্রসূতিকে ভরতি নিতে চাননি চিকিৎসকরা । এমনই অভিযোগ উঠল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । এদিকে, ভরতি হতে না পেরে বাড়ি ফিরে যান প্রসূতি ওই যুবতি । বাড়িতেই সন্তানের জন্ম দেন তিনি । তবে, সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি । ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ।

হাসপাতাল সূত্রে খবর, গতকাল হাওড়ার বাসিন্দা এক প্রসূতিকে নিয়ে আসা হয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে । অভিযোগ, হাওড়াকে হটস্পট ঘোষণা করায় কোরোনা সংক্রমণের আশঙ্কায় ওই প্রসূতিকে ভরতি নিতে চাননি কর্তব্যরত চিকিৎসকদের একাংশ । তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয় বলেও অভিযোগ । প্রসূতি ও তাঁর পরিবারের অনুরোধ সত্ত্বেও তাঁকে ভরতি নেওয়া হয়নি । বাধ্য হয়ে হাওড়ায় বাড়ি ফিরে যান ওই প্রসূতি ।

ওই যুবতিকে অন্য কোথায় নিয়ে যাওয়া হবে, সেই বিষয়ে খোঁজখবর করছিল পরিবারের লোকজন । ওই সময় বাড়িতেই প্রসব করেন তিনি । তবে, তাঁর সদ্যোজাত সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি । ঘটনায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই অভিযোগের বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । স্বাস্থ্য দপ্তরের তরফে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । হাসপাতাল সূত্রে খবর, গতকাল প্রসূতি বিভাগে কর্তব্যরত যে পাঁচ-ছয় জন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে । তবে, কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.