ETV Bharat / state

Body Awareness: পুজো মিটতেই জ্বর জ্বর ভাব, সাবধান করছেন চিকিৎসকরা - Body Awareness

পুজো মিটতেই দেখা যাচ্ছে একটা ম্যাজম্যাজে ভাব । কারও আবার জ্বরও । চিকিৎসকের পরামর্শ না-নিয়ে নিজে থেকে প্যারাসিটামল খেয়ে নেওয়া উচিত নয় । প্রথমে সমস্যা দেখা না-গেলেও আসতে আসতে রক্তক্ষরণ ও শরীর ডিহাইড্রেট হয়ে যায়। যেটা ডেঙ্গির একটা ধাপ (Body Awareness)।

Body Awareness
পুজো মিটতেই জ্বর জ্বর ভাব, সাবধান করছেন চিকিৎসকরা
author img

By

Published : Oct 8, 2022, 9:11 PM IST

কলকাতা, 8 অক্টোবর: পুজো মিটতেই এক অদ্ভুদ অনুভূতি । কারও শরীর ম্যাজম্যাজে, কারও আবার বমি-পেট ব্যাথা । তবে এসব ক্ষেত্রে সাধারণ মানুষ ভরসা রাখে প্যারাসিটামলের উপর । কিন্ত সেটা কি আদ্যও ঠিক ? ভবিষ্যতে এই মাথা না-ঘামানোর বিষয়টাই মাথায় চেপে বসতে পারে বড় রকমে বলেই মনে করছেন চিকিৎসকদের (Body Awareness) ।

জনস্বার্থ বিশেষজ্ঞ অনির্বাণ দোলুই বলেন, "পুজোর সময় মানুষ একে অপরের কাছাকাছি হয়েছে । বিদেশ থেকেও আত্মীয় এসেছে অনেকের বাড়িতে । কেউই মাস্ক পড়েনি । আমরা কোভিড থেকে সুস্থ হয়ে উঠতে পারলেও পুরোপুরি কোভিড শেষ এটা বলা যাবে না ৷ তবে যেটা পুজো মিটতেই দেখা যাচ্ছে লোকের মধ্যে একটা ম্যাজম্যাজে ভাব । কারও আবার জ্বরও । এটা ফেলে না রেখে বা নিজে থেকে প্যারাসিটামল খেয়ে নেওয়া উচিত নয় । প্রথমে সমস্যা দেখা না গেলেও আসতে আসতে রক্তক্ষরণ ও শরীর ডিহাইড্রেট হয়ে যায় । যেটা ডেঙ্গির একটা ধাপ । আর সেটা মারাত্মক । তাই যদি কারও জ্বর হয়, তখন তাঁর উচিত সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ।"

আরও পড়ুন: ওমেগা-3 মধ্যবয়স্ক মানুষের জন্য মস্তিষ্কের উন্নতি প্রদান করতে পারে, বলছে সমীক্ষা

শুধু ডেঙ্গি নয়, এবারে পুজোয় বেড়েছে কোভিডও । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 150 জন । যা বৃহস্পতিবারের থেকে অনেকটাই বেশি । বর্তমানে পজিটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল 21 লক্ষ 15 হাজার 445 জন । একজনের প্রাণহানি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 21 হাজার 513 জন । মৃত্যু হার 1.02 শতাংশ ৷

কলকাতা, 8 অক্টোবর: পুজো মিটতেই এক অদ্ভুদ অনুভূতি । কারও শরীর ম্যাজম্যাজে, কারও আবার বমি-পেট ব্যাথা । তবে এসব ক্ষেত্রে সাধারণ মানুষ ভরসা রাখে প্যারাসিটামলের উপর । কিন্ত সেটা কি আদ্যও ঠিক ? ভবিষ্যতে এই মাথা না-ঘামানোর বিষয়টাই মাথায় চেপে বসতে পারে বড় রকমে বলেই মনে করছেন চিকিৎসকদের (Body Awareness) ।

জনস্বার্থ বিশেষজ্ঞ অনির্বাণ দোলুই বলেন, "পুজোর সময় মানুষ একে অপরের কাছাকাছি হয়েছে । বিদেশ থেকেও আত্মীয় এসেছে অনেকের বাড়িতে । কেউই মাস্ক পড়েনি । আমরা কোভিড থেকে সুস্থ হয়ে উঠতে পারলেও পুরোপুরি কোভিড শেষ এটা বলা যাবে না ৷ তবে যেটা পুজো মিটতেই দেখা যাচ্ছে লোকের মধ্যে একটা ম্যাজম্যাজে ভাব । কারও আবার জ্বরও । এটা ফেলে না রেখে বা নিজে থেকে প্যারাসিটামল খেয়ে নেওয়া উচিত নয় । প্রথমে সমস্যা দেখা না গেলেও আসতে আসতে রক্তক্ষরণ ও শরীর ডিহাইড্রেট হয়ে যায় । যেটা ডেঙ্গির একটা ধাপ । আর সেটা মারাত্মক । তাই যদি কারও জ্বর হয়, তখন তাঁর উচিত সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ।"

আরও পড়ুন: ওমেগা-3 মধ্যবয়স্ক মানুষের জন্য মস্তিষ্কের উন্নতি প্রদান করতে পারে, বলছে সমীক্ষা

শুধু ডেঙ্গি নয়, এবারে পুজোয় বেড়েছে কোভিডও । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 150 জন । যা বৃহস্পতিবারের থেকে অনেকটাই বেশি । বর্তমানে পজিটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল 21 লক্ষ 15 হাজার 445 জন । একজনের প্রাণহানি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 21 হাজার 513 জন । মৃত্যু হার 1.02 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.