কলকাতা, 7 জুলাই: কলকাতা জুড়ে ছড়িয়ে পড়েছে স্ক্রাব টাইফাস আতঙ্ক । ইতিমধ্যেই একাধিক হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কিছু স্ক্রাব টাইফাস আক্রান্ত রোগী । তবে এই রোগ থেকে থেকে রক্ষা পেতে এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি কোনও ভ্যাকসিন । ছোট থেকে বড়, সকল স্ক্রাব টাইফাস আক্রান্তদের কী করণীয় তা জানাচ্ছেন চিকিৎসকরা(doctors advise for scrub typhus prevention)৷ ছোট থেকে বড় সকলকেই শিশুদের রক্ষা পেতে কী ব্যবস্থা নেওয়া যায় তাই জানালেন চিকিৎসকরা ।
শিশু চিকিৎসক অনিরুদ্ধ ঘোষের কথায়,"ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া । তারপর এটা শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় । যদি দ্রুত এই রোগের চিকিৎসা না-হয় তবে আক্রান্ত রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে । মূলত ঝোপঝাড় সংলগ্ন এলাকা ও পুরনো বাড়ির আসবাবপত্রে এই রোগ বহনকারী পোকা লুকিয়ে থাকে । খুব ছোট এক ধরনের পোকা এই রোগ বহন করে । দিঘা বা উপকূলবর্তী এলাকা পাশাপাশি বন জঙ্গল সংলগ্ন এলাকা থেকে সব থেকে বেশি এই ধরনের রোগীর দেখা মেলে । "
আরও পড়ুন : কলকাতায় ফিরল স্ক্রাব টাইফাস আতঙ্ক, আক্রান্ত 10 শিশু
চিকিৎসক অগ্নিমিত্রা গিরি সরকার বলেন, "জ্বর,সর্দি-কাশি, পেটের সমস্যা বা কারোর ক্ষেত্রে নিউমোনিয়ার কোনও উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত । যেহেতু এই রোগের কোনও ভ্যাকসিন নেই ফলে ফেলে রাখা উচিত নয় । বাচ্চারা খেলতে গেলে অবশ্যই ফুলহাতা জামা পরে । কোনও পোকা যেন না কামড়ায় । জ্বর হলে ফেলে না-রেখে শীঘ্রই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।"