ETV Bharat / state

ডিম্বাশয়ে ক্যানসার, সফল অস্ত্রোপচারে মা হলেন কাবেরী

ডিম্বাশয়টি ক্যানসার আক্রান্ত ছিল। তাই সেটিকে বাদ দিয়ে সন্তান ধারনে সক্ষম হন মহিলা। অবশেষ সাফল্য। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শেওড়াফুলির করবী হাম্বির।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 10, 2019, 8:46 AM IST

কলকাতা, ১০ মার্চ : বিয়ের মাস চারেক পরই ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারে বাদ দিতে হয় ডিম্বাশয়। দিতে হয় কেমোথেরাপিও। এদিকে মা হতে চান মহিলা। প্রথমে চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা। অবশেষ সাফল্য। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শেওড়াফুলির করবী হাম্বির। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সদ্যোজাত উভয়ই ভালো আছেন।

২০১৩ সালে শম্ভুনাথ হাম্বির সঙ্গে বিয়ে হয় করবীর। বিয়ের দু'মাস পর থেকেই করবীর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। সঙ্গে ধুম জ্বর। করবী স্থানীয় চিকিৎসকের কাছে যান। ওই বছরের জুনে করবীর ডানদিকের ডিম্বাশয়ে টিউমার ধরে পড়ে। পরীক্ষা করে ক্যানসার ধরা পড়ে। এরপর মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে যান কাবেরী। সেখানে চিকিৎসক এ পি মজুমদারের নেতৃত্বে অস্ত্রোপচারে বাদ দেওয়া হয় ডিম্বাশয়টি। এরপর ২০১৬ সালে হাম্বির দম্পতি সন্তান নেওয়ার কথা ভাবেন। চিকিৎসক এ পি মজুমদার তখন তাঁদের ওই হাসপাতালেরই চিকিৎসক বিশ্বজ্যোতি গুহর কাছে রেফার করেন।

বিশ্বজ্যোতি গুহ বলেন, "অস্ত্রোপচারে ডানদিকের ডিম্বাশয় বাদ দিতে হয়। করবীর তখন কোনও সন্তান ছিল না। ভবিষ্যতে তিনি যাতে মা হতে পারেন, তার জন্য বাম দিকের ডিম্বাশয়টি এবং জরায়ুকে রক্ষা করতে হয়। কেমোথেরাপিও দেওয়া হয়। পরে যখন দেখা যায় ক্যানসার ফিরে আসার সম্ভাবনা নেই। তখন চিকিৎসক এ পি মজুমদার আমার কাছে করবীকে রেফার করেন। শুরু হয় চিকিৎসা, কিন্তু দু'বারের চেষ্টাতেও গর্ভপাত যায়। এরপর আমরা হাসপাতালের IVF(ইন ভিটরো ফার্টিলাইজ়েশন) সেন্টারের চিকিৎসক কৌশিকী রায় সরকারের কাছে করবীকে রেফার করি। বহু চিকিৎসার পর অবশেষ আসে সাফল্য। গর্ভধারণের ৩৬ সপ্তাহ পর একটি কন্যাসন্তান প্রসব করেন করবী।"

বিশ্বজ্যোতি আরও বলেন, "IVF প্রেগন্যান্সিতে সফল হলেও, এক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। করবীর ডায়াবেটিস ধরা পড়ে। এর জন্য কড়া ডোজ়ের ইনসুলিন দিতে হয়। এধরনের সমস্যায় গর্ভপাত হতে পারে। ডিম তৈরি নাও হতে পারে। তবে করবী ভাগ্যবতী। তাই সব সমস্যা কাটিয়ে তিনি মা হয়েছেন। সন্তানের নাম রাখা হয়েছে শ্রেয়সী।"

কলকাতা, ১০ মার্চ : বিয়ের মাস চারেক পরই ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারে বাদ দিতে হয় ডিম্বাশয়। দিতে হয় কেমোথেরাপিও। এদিকে মা হতে চান মহিলা। প্রথমে চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা। অবশেষ সাফল্য। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শেওড়াফুলির করবী হাম্বির। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সদ্যোজাত উভয়ই ভালো আছেন।

২০১৩ সালে শম্ভুনাথ হাম্বির সঙ্গে বিয়ে হয় করবীর। বিয়ের দু'মাস পর থেকেই করবীর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। সঙ্গে ধুম জ্বর। করবী স্থানীয় চিকিৎসকের কাছে যান। ওই বছরের জুনে করবীর ডানদিকের ডিম্বাশয়ে টিউমার ধরে পড়ে। পরীক্ষা করে ক্যানসার ধরা পড়ে। এরপর মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে যান কাবেরী। সেখানে চিকিৎসক এ পি মজুমদারের নেতৃত্বে অস্ত্রোপচারে বাদ দেওয়া হয় ডিম্বাশয়টি। এরপর ২০১৬ সালে হাম্বির দম্পতি সন্তান নেওয়ার কথা ভাবেন। চিকিৎসক এ পি মজুমদার তখন তাঁদের ওই হাসপাতালেরই চিকিৎসক বিশ্বজ্যোতি গুহর কাছে রেফার করেন।

বিশ্বজ্যোতি গুহ বলেন, "অস্ত্রোপচারে ডানদিকের ডিম্বাশয় বাদ দিতে হয়। করবীর তখন কোনও সন্তান ছিল না। ভবিষ্যতে তিনি যাতে মা হতে পারেন, তার জন্য বাম দিকের ডিম্বাশয়টি এবং জরায়ুকে রক্ষা করতে হয়। কেমোথেরাপিও দেওয়া হয়। পরে যখন দেখা যায় ক্যানসার ফিরে আসার সম্ভাবনা নেই। তখন চিকিৎসক এ পি মজুমদার আমার কাছে করবীকে রেফার করেন। শুরু হয় চিকিৎসা, কিন্তু দু'বারের চেষ্টাতেও গর্ভপাত যায়। এরপর আমরা হাসপাতালের IVF(ইন ভিটরো ফার্টিলাইজ়েশন) সেন্টারের চিকিৎসক কৌশিকী রায় সরকারের কাছে করবীকে রেফার করি। বহু চিকিৎসার পর অবশেষ আসে সাফল্য। গর্ভধারণের ৩৬ সপ্তাহ পর একটি কন্যাসন্তান প্রসব করেন করবী।"

বিশ্বজ্যোতি আরও বলেন, "IVF প্রেগন্যান্সিতে সফল হলেও, এক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। করবীর ডায়াবেটিস ধরা পড়ে। এর জন্য কড়া ডোজ়ের ইনসুলিন দিতে হয়। এধরনের সমস্যায় গর্ভপাত হতে পারে। ডিম তৈরি নাও হতে পারে। তবে করবী ভাগ্যবতী। তাই সব সমস্যা কাটিয়ে তিনি মা হয়েছেন। সন্তানের নাম রাখা হয়েছে শ্রেয়সী।"

Intro:কলকাতা, ৯ মার্চ: বিয়ের মাস চারেক পরেই ক্যান্সার ধরা পড়ে করবী হাম্বির-এর। অস্ত্রোপচারে বাদ পড়ে একটি ডিম্বাশয়। এর পরে চিকিৎসার অঙ্গ হিসাবে কেমোথেরাপিও নিতে হয় তাঁকে। স্বাভাবিক কারণেই তিনি মা হতে চান। কিন্তু, দু' বার ব্যর্থ হন চিকিৎসকরা। শেষ পর্যন্ত এক কন্যাসন্তানের জন্ম দিলেন করবী। মা এবং সন্তান এখন ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।Body:হুগলির শেওড়াফুলির বাসিন্দা বর্তমানে বছর ৩১-এর করবীর স্বামী শম্ভুনাথ হাম্বির জানিয়েছেন, ২০১৩-র ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের দুই-একমাস পর থেকেই পেটে তীব্র যন্ত্রণা হতো তাঁর স্ত্রীর। সঙ্গে ছিল জ্বর। স্থানীয় চিকিৎসকের কাছে তাঁরা যান। ২০২৩-র জুন মাসে করবীর ডান দিকের ডিম্বাশয়ে একটি টিউমার ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় সেটি ক্যান্সার। এর পর তাঁরা মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ এ পি মজুমদারের কাছে যান। স্ত্রীর চিকিৎসার বিষয়ে শম্ভুনাথবাবু বলেন, "অস্ত্রোপচার করে ডান দিকের ডিম্বাশয় বাদ দেওয়া হয়। ২০১৬-য় আমরা সন্তান নেওয়ার কথা ভাবি। এর পরে চিকিৎসক বিশ্বজ্যোতি গুহর কাছে আমাদের পাঠিয়ে দেন চিকিৎসক এ পি মজুমদার।"

বিশ্বজ্যোতি গুহও মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসক।তিনি বলেন, "চিকিৎসক এ পি মজুমদারের কাছে পেটে বড় একটা টিউমার নিয়ে এসেছিলেন করবী। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ডান দিকের ডিম্বাশয়ে ক্যান্সার রয়েছে।অস্ত্রোপচারের ডানদিকের ডিম্বাশয় বাদ দিতে হয়। করবীর তখন কোনও সন্তান ছিল না। ভবিষ্যতে তিনি যাতে মা হতে পারেন, তার জন্য বাম দিকের ওভারি এবং জরায়ুকে কষ্ট করে রক্ষা করতে হয় চিকিৎসকদের। কেমো থেরাপিও দেওয়া হয়। পরে দেখা হয় ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা নেই। তখন চিকিৎসক এ পি মজুমদার আমার কাছে করবীকে পাঠিয়ে ছিলেন। চিকিৎসা শুরু করি কিন্তু দু'বার চেষ্টা করেও দেখা যায় মিসক্যারেজ হয়ে গিয়েছে। এর পরে আমরা হাসপাতালের IVF সেন্টারের চিকিৎসক কৌশিকী রায় সরকারের কাছে করবীকে পাঠায়।"
Conclusion:একই সঙ্গে তিনি বলেন, "IVFপ্রেগনেন্সিতে সফল হল। কিন্তু এক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। করবীর ডায়াবেটিস দেখা দেয়। এর জন্য কড়া ডোজের ইনসুলিন দিতে হয়েছিল। শেষ পর্যন্ত ৩৬ সপ্তাহে একটি কন্যাসন্তান প্রসব করেন করবী। মা এবং সন্তান, দুজনেই এখন ভালো আছেন।" চিকিৎসক বিশ্বজ্যোতি গুহ বলেন, "ক্যান্সার হয়েছিল। এক্ষেত্রে মিসক্যারেজ হতে পারে। ডিম তৈরি নাও হতে পারে। IVF-এ করবীর ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দেয়নি। তিনি, লাকি।" কৌশিকী রায় সরকারের, গত ২১ ফেব্রুয়ারি সন্তানের জন্ম দিয়েছেন করবী। মা ও সন্তান এখন ভালো আছেন।" কী নাম রাখলেন সন্তানের? শম্ভুনাথবাবু বলেন, "শ্রেয়সী।"

_______________________

শিশুর ছবি
wb_kol_8002_9march_cancer_mother_7203421


চিকিৎসক বিশ্বজ্যোতি গুহ:
wb_kol_8004_9march_cancer_mother_7203421


শিশুর বাবা শম্ভুনাথ হামবির:
wb_kol_8005_9march_cancer_mother_7203421

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.