কলকাতা, 15 এপ্রিল: 29 দিনের লড়াই শেষ। প্রয়াত হলেন বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী ( Passes Away Baidyanath Chakraborty)। 94 বছর বয়সে প্রয়াণ ঘটল ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিনের (আইআরএম) প্রতিষ্ঠাতার । সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতে কৃত্রিম উপায়ে প্রজনন এবং টেস্টটিউব বেবি গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে নিজের প্রতিভা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন এই বিশিষ্ট চিকিৎসক। 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁকে 'বিশিষ্ট চিকিৎসা সম্মান' (লাইফ টাইম অ্য়াচিভমেন্ট অ্য়াওয়ার্ড)-এ সন্মানিত করা হয়। সল্টলেকে ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন তিনি।
17 মার্চ নিমোনিয়ার উপসর্গ নিয়ে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছিলেন এই বর্ষীয়ান চিকিৎসক। মার্চ মাসে হাসপাতালে ভর্তির পর থেকে একের পর এক অন্যান্য রোগে আক্রান্ত হতে থাকেন তিনি। বয়সজনিত রোগ জাঁকিয়ে বসে তাঁর শরীরে। অবশেষে আজ সকালে মারা যান তিনি।
আরও পড়ুন : স্কুল যাওয়ার আগে বাচ্চারা শিখুক শিষ্টাচার, বলছেন চিকিৎসক সপ্তর্ষি বসু
প্রয়াত ডা: বৈদ্যনাথ চক্রবর্তীর ভাই অরুণ চক্রবর্তী বলেন, "কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। একমাস আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লড়াই করছিলেন। আজকে সকালে একটা অ্যাটাক হয়। তারপরই লড়াই শেষ।"
বিশিষ্ট চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে। শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শোকবার্তায় লেখেন, "তাঁর মৃত্যুতে চিকিৎসক ও গবেষণা জগতের ক্ষতি হল। আমি ডা: বৈদ্যনাথ চক্রবর্তীর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" শুক্রবার দুপুরে তাঁর দেহ নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয়, সেখান থেকে সিআইটি রোডে তাঁর পুরনো ক্লিনিকে দেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে তাঁর অনুরাগীরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখান থেকে তাঁর দেহ শেষকৃত্যের জন্যে নিমতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়।