কলকাতা , ১৩ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী হবে না । তারপরেও যাঁরা বিক্ষোভ করছেন তাঁদের আমরা সমর্থন করি না । সাহস থাকলে তাঁরা অমিত শাহর বাড়ির সামনে বা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাক । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে এই কথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ শহর তথা রাজ্য়ের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলে । উলুবেড়িয়ায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা । ট্রেনচালক আহত হন । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । পাশাপাশি বেলডাঙা স্টেশনেও বিক্ষোভ চলে । আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে । বীরভূমেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে আইনের প্রতিবাদ করে স্লোগান দেয় ।
ফিরহাদ বলেন, "NRC- র বিরোধিতায় যাঁরা দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা করলেন তারা পরোক্ষে BJP-কে সমর্থন করছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, এ রাজ্যে কোনও ভাবেই NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী করতে দেবেন না । যাঁরা বিক্ষোভ করছেন তাঁরা ঠিক করছেন না । বিক্ষোভ করে সাধারণ মানুষের সমস্যা করছেন। "
ফিরহাদ হাকিম এই বিষয়ে আরও বলেন , "পশ্চিমবঙ্গের বাইরে যেমন বিহারে, এই ধরনের বিক্ষোভ দেখাতে পারবেন তাঁরা ? সেখানে গিয়ে বিক্ষোভ করার কেউ সাহস পাচ্ছে না । সবাই এখানে বিক্ষোভ করছেন, কারণ বাংলায় একটা সেকুলার স্ট্রাকচার আছে । আমরা সবাই সেটা মেনে চলি । এই আইন সংবিধানের ওপর আক্রমণ হেনেছে । তাই দেশের নাগরিক হিসেবে হিন্দু-মুসলমান নির্বিশেষে এই আইনের বিরোধিতা করতে হবে । "