ETV Bharat / state

সাহস থাকলে অমিত শাহর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাক : ফিরহাদ হাকিম - অমিত শাহ বাড়ির সামনে বা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাক

ফিরহাদ বলেন, "NRC- র বিরোধিতায় যাঁরা দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা করলেন তারা পরোক্ষে BJP-কে সমর্থন করছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, এ রাজ্যে কোনও ভাবেই  NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী করতে দেবেন  না । যাঁরা বিক্ষোভ করছেন তাঁরা ঠিক করছেন না । বিক্ষোভ করে সাধারণ মানুষের সমস্যা করছেন। "

firhad
firhad
author img

By

Published : Dec 13, 2019, 11:45 PM IST

কলকাতা , ১৩ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী হবে না । তারপরেও যাঁরা বিক্ষোভ করছেন তাঁদের আমরা সমর্থন করি না । সাহস থাকলে তাঁরা অমিত শাহর বাড়ির সামনে বা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাক । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে এই কথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ।


নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ শহর তথা রাজ্য়ের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলে । উলুবেড়িয়ায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা । ট্রেনচালক আহত হন । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । পাশাপাশি বেলডাঙা স্টেশনেও বিক্ষোভ চলে । আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে । বীরভূমেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে আইনের প্রতিবাদ করে স্লোগান দেয় ।

কী বললেন ফিরহাদ হাকিম

ফিরহাদ বলেন, "NRC- র বিরোধিতায় যাঁরা দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা করলেন তারা পরোক্ষে BJP-কে সমর্থন করছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, এ রাজ্যে কোনও ভাবেই NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী করতে দেবেন না । যাঁরা বিক্ষোভ করছেন তাঁরা ঠিক করছেন না । বিক্ষোভ করে সাধারণ মানুষের সমস্যা করছেন। "

ফিরহাদ হাকিম এই বিষয়ে আরও বলেন , "পশ্চিমবঙ্গের বাইরে যেমন বিহারে, এই ধরনের বিক্ষোভ দেখাতে পারবেন তাঁরা ? সেখানে গিয়ে বিক্ষোভ করার কেউ সাহস পাচ্ছে না । সবাই এখানে বিক্ষোভ করছেন, কারণ বাংলায় একটা সেকুলার স্ট্রাকচার আছে । আমরা সবাই সেটা মেনে চলি । এই আইন সংবিধানের ওপর আক্রমণ হেনেছে । তাই দেশের নাগরিক হিসেবে হিন্দু-মুসলমান নির্বিশেষে এই আইনের বিরোধিতা করতে হবে । "

কলকাতা , ১৩ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী হবে না । তারপরেও যাঁরা বিক্ষোভ করছেন তাঁদের আমরা সমর্থন করি না । সাহস থাকলে তাঁরা অমিত শাহর বাড়ির সামনে বা দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাক । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে এই কথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ।


নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ শহর তথা রাজ্য়ের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলে । উলুবেড়িয়ায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা । ট্রেনচালক আহত হন । জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ । পাশাপাশি বেলডাঙা স্টেশনেও বিক্ষোভ চলে । আগুন লাগানো হয় প্ল্যাটফর্মে । বীরভূমেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে আইনের প্রতিবাদ করে স্লোগান দেয় ।

কী বললেন ফিরহাদ হাকিম

ফিরহাদ বলেন, "NRC- র বিরোধিতায় যাঁরা দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা করলেন তারা পরোক্ষে BJP-কে সমর্থন করছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, এ রাজ্যে কোনও ভাবেই NRC ও নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ কার্যকরী করতে দেবেন না । যাঁরা বিক্ষোভ করছেন তাঁরা ঠিক করছেন না । বিক্ষোভ করে সাধারণ মানুষের সমস্যা করছেন। "

ফিরহাদ হাকিম এই বিষয়ে আরও বলেন , "পশ্চিমবঙ্গের বাইরে যেমন বিহারে, এই ধরনের বিক্ষোভ দেখাতে পারবেন তাঁরা ? সেখানে গিয়ে বিক্ষোভ করার কেউ সাহস পাচ্ছে না । সবাই এখানে বিক্ষোভ করছেন, কারণ বাংলায় একটা সেকুলার স্ট্রাকচার আছে । আমরা সবাই সেটা মেনে চলি । এই আইন সংবিধানের ওপর আক্রমণ হেনেছে । তাই দেশের নাগরিক হিসেবে হিন্দু-মুসলমান নির্বিশেষে এই আইনের বিরোধিতা করতে হবে । "

Intro:আজ দিনভর রাজ্য শহর কলকাতা শহরের এন আর সির বিরোধিতায় বিক্ষোভ চলে দফায় দফায়। প্রতিবাদ-বিক্ষোভের প্রতিক্রিয়ায় মেয়র তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন এনআরসি নামে যারা দিনভর এ রাজ্যের ও শহরের বিভিন্ন প্রান্তে বিশৃংখলা সৃষ্টি করলেন তারা পরোক্ষভাবে বিজেপির করছেন। তিনি বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন এ রাজ্যে কোন ভাবেই এনআরসি সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল সিএবি কার্যকরী করতে দেবেন না। যারা বিক্ষোভ করছেন তারা ঠিক করছেন না, বিক্ষোভ করে সাধারণ মানুষক সমস্যায় পড়ছেন বললেন ফিরহাদ হাকিম।


Body:তার পরেও যারা এই ধরনের বিশৃঙ্খলা করছেন তারা ভুল করছেন বলে এদিন জানালেন রাজ্যের পুর নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন যদি সত্যি কারোর ক্ষমতা থাকে তবে দিল্লিতে অমিত শাহের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে । অথবা উত্তরপ্রদেশে বা পশ্চিমবঙ্গের সীমানার বাইরে গিয়ে বিহারে গিয়ে এই ধরনের বিক্ষোভ দেখান। সেখানে গিয়ে বিক্ষোভ করার কেউ সাহস পাচ্ছে না। সবাই এখানে বিক্ষোভ করছে তার কারণ বাংলা একটা সেকুলার স্ট্রাকচার আছে। আমরা সবাই সেটা মেনে চলি তাই বাংলায় মস্তানি দেখানোর খুব সহজ বাংলার বাইরে গিয়ে যা করা সম্ভব নয় বললেন ফিরহাদ হাকিম।


Conclusion:ফিরোজ হাকিম বলেন এটা কোন ধর্মের বিষয় নয়। এই বিল সংবিধানের ওপর আক্রমণ এনেছে। পাল হিন্দু-মুসলমান নির্বিশেষে এই বিলের বিরোধিতা করতে হবে। যারা একটা ধর্ম বলে মনে করছে তারা কিন্তু ভুল করছে। জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে এর বিরোধিতা করতে হবে সংবিধান রক্ষার স্বার্থে। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আমরা মমতা ব্যানার্জি পেছনে দাঁড়িয়ে তাকে সমর্থন করছি বললেন মেয়র তথা পুর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.