কলকাতা, 11 অক্টোবর: কয়লাপাচার কাণ্ডে জিতেন্দ্র তেওয়ারিকে (Jitendra Tiwari) জিজ্ঞাসাবাদ করতে সিআইডি'র পাঠানো সমনের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । এদিন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে । এর আগে সেপ্টেম্বর মাসেও বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ কয়লাপাচার কাণ্ডে সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন ।
বিচারপতি নির্দেশে স্পষ্ট জানান, এই বিষয়ে যেহেতু সিবিআই আগে থেকেই তদন্ত করছে, তাই একই ঘটনায় দু'টি এজেন্সির তদন্তের প্রয়োজন নেই । ফলত আসানসোলের প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমানে ভারতীয় জনতা পার্টির সদস্য জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধেও কোনও তদন্ত করতে পারবে না সিআইডি, এদিন কার্যত স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট ।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে একাধিক পুলিশ আধিকারিকের সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে ইডি
সেই নির্দেশের বিরুদ্ধে এদিন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার । কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অপূর্ব সিংহ রায় রাজ্যের আবেদন খারিজ করে আপাতত দু'পক্ষকেই হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন । পুজাের ছুটির পর এই মামলার শুনানি করা হবে ।