ETV Bharat / state

Dilip Slams Left: 'বামেরা বিরোধিতায় ভালো কিন্তু উন্নয়ন করতে পারে না', খোঁচা দিলীপের - Dilip Slams Left

দিলীপের (Dilip Ghosh) মতে বামেরা ভালো বিরোধিতা করতে পারে, আন্দোলন করতে পারে, কিন্তু সরকার চালাতে পারে না ৷

Dilip Ghosh attacks left on TET agitation issue
Dilip Ghosh attacks left on TET agitation issue
author img

By

Published : Oct 22, 2022, 10:56 AM IST

কলকাতা, 22 অক্টোবর: চাকরিপ্রার্থীদের আন্দোলন (TET Agitation) নিয়ে এখন সরগরম রাজ্য-রাজনীতি ৷ অনশনরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছে বিরোধী শিবির ৷ বাম থেকে বিজেপি নেতা-নেত্রীরা রীতিমতো পুলিশের বাধার মুখেও পড়েছেন ৷ চাকরি প্রার্থীদের আন্দোলনে সামিল হয়ে আটক হয়েছেন অনেকে ৷

এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মত, বামেরা ভালো বিরোধিতা করতে পারে ৷ নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে তিনি বলেন, "বামেরা চিরদিন বিরোধিতা ভালো করতে পারে । আন্দোলন করতে পারে, কিন্তু সরকার চালাতে পারে না ৷ উন্নয়ন করতে পারে না ৷ তাই লোকে বিসর্জন দিয়েছে বামেদের ৷ বিরোধিতা সবাই করছে ৷ সমস্ত দল করছে ৷ যে ধরনের অমানবিক ব্যবহার শাসকদল করেছে, চাকরি প্রার্থীদের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে সবাই তার বিরোধিতা করছে ।"

একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন ও তাদের উপর পুলিশের রোষে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ অন্যদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং ৷ জানা গিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে ৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমাদের এখানে গত কয়েক বছর ধরে দেখছি নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড় হতেই থাকে ৷ বিশেষ করে এই অক্টোবরের শেষে নভেম্বরে আন্দামান থেকে একটা ঘূর্ণিঝড় ওঠে ৷ সেটা উপকূলের দিকে এসে তামিলনাড়ু থেকে বাংলাদেশ পর্যন্ত যেকোনো জায়গায় আছড়ে পড়ার সম্ভবনা থাকে ৷ একাধিকবার হয়েছে ৷ এটারও সম্ভাবনা আছে । আমি জানি না এর কতটা ঠিক প্রভাব পড়বে বাংলায় ।"

বামেদের একহাত নিলেন দিলীপ

আরও পড়ুন: করুণাময়ী থেকে ধর্মতলা, 'অধিকার'-এর লড়াইকে সামনে রেখে 'জমি' তৈরিতে মরিয়া বিরোধীরা

মেডিক্যাল বোর্ডের কাউন্টিং ঘিরে ধুন্ধুমার প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ তিনি বলেন, "পশ্চিমবাংলায় নির্বাচন মানেই মারামারি ৷ ডাক্তারদের নির্বাচন হলেও ভুয়া ভোটের ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ উকিলদের নির্বাচনে তাই করা হচ্ছে ৷ শান্তিপূর্ণ ভোট এরাজ্যে সম্ভব নয় ৷ যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তৃণমূল কোথাও জিততে পারবে না ।"

কলকাতা, 22 অক্টোবর: চাকরিপ্রার্থীদের আন্দোলন (TET Agitation) নিয়ে এখন সরগরম রাজ্য-রাজনীতি ৷ অনশনরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছে বিরোধী শিবির ৷ বাম থেকে বিজেপি নেতা-নেত্রীরা রীতিমতো পুলিশের বাধার মুখেও পড়েছেন ৷ চাকরি প্রার্থীদের আন্দোলনে সামিল হয়ে আটক হয়েছেন অনেকে ৷

এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মত, বামেরা ভালো বিরোধিতা করতে পারে ৷ নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে তিনি বলেন, "বামেরা চিরদিন বিরোধিতা ভালো করতে পারে । আন্দোলন করতে পারে, কিন্তু সরকার চালাতে পারে না ৷ উন্নয়ন করতে পারে না ৷ তাই লোকে বিসর্জন দিয়েছে বামেদের ৷ বিরোধিতা সবাই করছে ৷ সমস্ত দল করছে ৷ যে ধরনের অমানবিক ব্যবহার শাসকদল করেছে, চাকরি প্রার্থীদের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে সবাই তার বিরোধিতা করছে ।"

একদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন ও তাদের উপর পুলিশের রোষে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ অন্যদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং ৷ জানা গিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে ৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমাদের এখানে গত কয়েক বছর ধরে দেখছি নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড় হতেই থাকে ৷ বিশেষ করে এই অক্টোবরের শেষে নভেম্বরে আন্দামান থেকে একটা ঘূর্ণিঝড় ওঠে ৷ সেটা উপকূলের দিকে এসে তামিলনাড়ু থেকে বাংলাদেশ পর্যন্ত যেকোনো জায়গায় আছড়ে পড়ার সম্ভবনা থাকে ৷ একাধিকবার হয়েছে ৷ এটারও সম্ভাবনা আছে । আমি জানি না এর কতটা ঠিক প্রভাব পড়বে বাংলায় ।"

বামেদের একহাত নিলেন দিলীপ

আরও পড়ুন: করুণাময়ী থেকে ধর্মতলা, 'অধিকার'-এর লড়াইকে সামনে রেখে 'জমি' তৈরিতে মরিয়া বিরোধীরা

মেডিক্যাল বোর্ডের কাউন্টিং ঘিরে ধুন্ধুমার প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ তিনি বলেন, "পশ্চিমবাংলায় নির্বাচন মানেই মারামারি ৷ ডাক্তারদের নির্বাচন হলেও ভুয়া ভোটের ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷ উকিলদের নির্বাচনে তাই করা হচ্ছে ৷ শান্তিপূর্ণ ভোট এরাজ্যে সম্ভব নয় ৷ যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তৃণমূল কোথাও জিততে পারবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.